স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৪, ০৩:২০ এএম
আপডেট : ০৭ জুলাই ২০২৪, ০৭:৫৮ এএম
অনলাইন সংস্করণ

তুরস্ককে কাঁদিয়ে ২০ বছর পর সেমিতে নেদারল্যান্ডস

সমতা আনা ডি ভ্রিজকে নিয়ে ডাচ ফুটবলারদের উদযাপন। ছবি : সংগৃহীত
সমতা আনা ডি ভ্রিজকে নিয়ে ডাচ ফুটবলারদের উদযাপন। ছবি : সংগৃহীত

চলমান ইউরোর শেষ কোয়ার্টার ফাইনালে তুরস্ককে ২-১ গোলে হারিয়ে নেদারল্যান্ডস একটি নাটকীয় কামব্যাকের জন্ম দিয়ে ইংল্যান্ডের সাথে একটি আকর্ষণীয় সেমিফাইনাল লড়াই নিশ্চিত করলো।

বাংলাদেশ সময় রোববার (৭ জুলাই) রাত ১টায় শুরু হওয়া ম্যাচের প্রথমার্ধে তুর্কি সেন্টারব্যাক সামেত আকায়দিন রিয়াল তারকা আরদা গুলারের চমৎকার ক্রস থেকে হেড করে গোল করে তুরস্ককে লিড দেয়। আকায়দিন উচ্ছ্বসিতভাবে তুর্কি ভক্তদের সাথে উদযাপন করেন, ব্যাজ চুম্বন করেন এবং তাদের সামনে প্রার্থনা করেন।

তবে তাদের উদযাপন দীর্ঘস্থায়ী হয়নি। প্রথমার্ধে সংগ্রাম করা নেদারল্যান্ডস বিরতির পর নিজেদের ছন্দ খুঁজে পায়। ম্যাচের ৭০ মিনিটে স্টিভেন ডি ভ্রিজের করা গোলে সমতায় ফেরে ডাচরা। আর তার ৬ মিনিট পরে কোডি গাকপোর চাপে মের্ট মুলদুরের আত্মঘাতী গোলে ডাচরা লিড নেয়। এই লিড ধরে রাখায় ২০ বছর পর ইউরোর সেমিফাইনাল নিশ্চিত করলো ডাচরা।

বদলি খেলোয়াড় ওয়াউট ওয়েগহর্স্ট নেদারল্যান্ডসের জন্য গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেন। ওয়েগহর্স্টের একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা হস্তক্ষেপের পরে স্টেফান ডি ভ্রিজ হেড করে সমতাসূচক গোল করেন, যা ডাচদের পক্ষে গতি পরিবর্তন করে।

তুর্কিরা তাদের লিড বাড়ানোর সুযোগ পেয়েছিল, বিশেষ করে যখন গুলারের চমৎকার ফ্রি-কিক পোস্টে লেগেছিল, কিন্তু তারা তাদের সুযোগগুলো কাজে লাগাতে ব্যর্থ হয়। দ্বিতীয়ার্ধে তাদের পুনরুত্থান দ্বারা উত্সাহিত ডাচরা দৃঢ়ভাবে অবস্থান করে।

ডাচ গোলরক্ষক বার্ট ভারব্রুগেন পরে কেরেম আকতুরকোগলুকে দারুণ সেভ করে ঠেকান এছাড়াও ডি ভ্রিজ গুরুত্বপূর্ণ ব্লক করেন তুর্কিদের আটকাতে। শেষ বাঁশি বাজানোর পর ডাচ খেলোয়াড়রা হাঁটু গেড়ে স্বস্তিতে বসে পড়েন, এবং যুগ্ম শীর্ষ স্কোরার গাকপো মাটিতে লুটিয়ে পড়েন উল্লাসে।

সমর্থকদের কাছ থেকে অনুপ্রাণিত পারফরম্যান্সের জন্য ওয়েগহর্স্ট প্রচুর প্রশংসা পান, যা নেদারল্যান্ডসের প্রত্যাবর্তন বিজয়ে নির্ধারক প্রমাণিত হয়।

রোনাল্ড কোম্যানের দল এখন বৃহস্পতিবার (রাত ১টায়) ডর্টমুন্ডে ইংল্যান্ডের মুখোমুখি হবে, যেখানে বিজয়ী দল ফ্রান্স বা স্পেনের বিপক্ষে ফাইনালে লড়বে।

ডাচরা তাদের গতি বজায় রাখতে এবং ইউরো ২০২৪ গৌরবের অনুসন্ধান চালিয়ে যেতে চাইবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের শীর্ষস্থানীয় ১০ শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে বিইউএফটির সমঝোতা স্বাক্ষর

শ্রদ্ধা-ভালোবাসায় দ্বীপকে শেষ বিদায় দিলেন বাহুবলবাসী

এবার আর্জেন্টিনা-ব্রাজিলও খেলবে নেশনস লিগ!

রাতে আলো জ্বালিয়ে ঘুমানো ভালো নাকি ক্ষতিকর? যা বলছে গবেষণা

ঢাকা-৫ আসনে আজহারির প্রার্থিতার খবর গুজব

টিনশেড কলোনিতে ভয়াবহ আগুন, ১০০ ঘর পুড়ে ছাই

জুটি বাঁধলেন খাইরুল বাসার ও সাদনিমা

জোবায়েদ হত্যা / জবানবন্দিতে বর্ষাকে নিয়ে যা বললেন জবি ছাত্র সৈকত

অবৈধ মোবাইল ফোন বন্ধের বিষয় স্পষ্ট করলেন ফয়েজ তৈয়্যব

‘ধানের শীষকে বিজয়ী করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে’

১০

প্রতিষ্ঠানের অর্থ আত্মসাৎ ও প্রতারণা, প্রধান শিক্ষককে কারাদণ্ড

১১

আমিরে জামায়াতের সঙ্গে ফ্রান্স রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১২

ঢাবির ফার্মেসি অনুষদে ডিনস অ্যাওয়ার্ড ও বৃত্তি প্রদান

১৩

গ্লোবাল এন্টারপ্রেনারশিপ উইক ২০২৫-এর জাতীয় পর্বের উদ্বোধন

১৪

মামলা করলেন ‘কেজিএফ’ তারকা যশের মা

১৫

শারীরিক প্রতিবন্ধকতাকে পাশ কাটিয়ে জকসু নির্বাচনে প্রার্থী সাজ্জাদ

১৬

‘সোলজার’ সিনেমায় রাকিন 

১৭

গাজীপুরে কারখানায় লাগা আগুন ৩ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

১৮

কয়রায় অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি নিরসনে কর্মপরিকল্পনা যাচাই সভা

১৯

ব্রাকসুর তপশিল ঘোষণা, নির্বাচন ২৯ ডিসেম্বর

২০
X