স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৪, ০৩:২০ এএম
আপডেট : ০৭ জুলাই ২০২৪, ০৭:৫৮ এএম
অনলাইন সংস্করণ

তুরস্ককে কাঁদিয়ে ২০ বছর পর সেমিতে নেদারল্যান্ডস

সমতা আনা ডি ভ্রিজকে নিয়ে ডাচ ফুটবলারদের উদযাপন। ছবি : সংগৃহীত
সমতা আনা ডি ভ্রিজকে নিয়ে ডাচ ফুটবলারদের উদযাপন। ছবি : সংগৃহীত

চলমান ইউরোর শেষ কোয়ার্টার ফাইনালে তুরস্ককে ২-১ গোলে হারিয়ে নেদারল্যান্ডস একটি নাটকীয় কামব্যাকের জন্ম দিয়ে ইংল্যান্ডের সাথে একটি আকর্ষণীয় সেমিফাইনাল লড়াই নিশ্চিত করলো।

বাংলাদেশ সময় রোববার (৭ জুলাই) রাত ১টায় শুরু হওয়া ম্যাচের প্রথমার্ধে তুর্কি সেন্টারব্যাক সামেত আকায়দিন রিয়াল তারকা আরদা গুলারের চমৎকার ক্রস থেকে হেড করে গোল করে তুরস্ককে লিড দেয়। আকায়দিন উচ্ছ্বসিতভাবে তুর্কি ভক্তদের সাথে উদযাপন করেন, ব্যাজ চুম্বন করেন এবং তাদের সামনে প্রার্থনা করেন।

তবে তাদের উদযাপন দীর্ঘস্থায়ী হয়নি। প্রথমার্ধে সংগ্রাম করা নেদারল্যান্ডস বিরতির পর নিজেদের ছন্দ খুঁজে পায়। ম্যাচের ৭০ মিনিটে স্টিভেন ডি ভ্রিজের করা গোলে সমতায় ফেরে ডাচরা। আর তার ৬ মিনিট পরে কোডি গাকপোর চাপে মের্ট মুলদুরের আত্মঘাতী গোলে ডাচরা লিড নেয়। এই লিড ধরে রাখায় ২০ বছর পর ইউরোর সেমিফাইনাল নিশ্চিত করলো ডাচরা।

বদলি খেলোয়াড় ওয়াউট ওয়েগহর্স্ট নেদারল্যান্ডসের জন্য গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেন। ওয়েগহর্স্টের একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা হস্তক্ষেপের পরে স্টেফান ডি ভ্রিজ হেড করে সমতাসূচক গোল করেন, যা ডাচদের পক্ষে গতি পরিবর্তন করে।

তুর্কিরা তাদের লিড বাড়ানোর সুযোগ পেয়েছিল, বিশেষ করে যখন গুলারের চমৎকার ফ্রি-কিক পোস্টে লেগেছিল, কিন্তু তারা তাদের সুযোগগুলো কাজে লাগাতে ব্যর্থ হয়। দ্বিতীয়ার্ধে তাদের পুনরুত্থান দ্বারা উত্সাহিত ডাচরা দৃঢ়ভাবে অবস্থান করে।

ডাচ গোলরক্ষক বার্ট ভারব্রুগেন পরে কেরেম আকতুরকোগলুকে দারুণ সেভ করে ঠেকান এছাড়াও ডি ভ্রিজ গুরুত্বপূর্ণ ব্লক করেন তুর্কিদের আটকাতে। শেষ বাঁশি বাজানোর পর ডাচ খেলোয়াড়রা হাঁটু গেড়ে স্বস্তিতে বসে পড়েন, এবং যুগ্ম শীর্ষ স্কোরার গাকপো মাটিতে লুটিয়ে পড়েন উল্লাসে।

সমর্থকদের কাছ থেকে অনুপ্রাণিত পারফরম্যান্সের জন্য ওয়েগহর্স্ট প্রচুর প্রশংসা পান, যা নেদারল্যান্ডসের প্রত্যাবর্তন বিজয়ে নির্ধারক প্রমাণিত হয়।

রোনাল্ড কোম্যানের দল এখন বৃহস্পতিবার (রাত ১টায়) ডর্টমুন্ডে ইংল্যান্ডের মুখোমুখি হবে, যেখানে বিজয়ী দল ফ্রান্স বা স্পেনের বিপক্ষে ফাইনালে লড়বে।

ডাচরা তাদের গতি বজায় রাখতে এবং ইউরো ২০২৪ গৌরবের অনুসন্ধান চালিয়ে যেতে চাইবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে যানজট মোকাবিলায় এনসিপির ২৭ প্রস্তাবনা

একমাস পর খুলছে বাকৃবি, সেশনজটের শঙ্কা

মানুষের কাছে জাগপার বার্তা পৌঁছে দিতে হবে : রাশেদ প্রধান 

গাজীপুরে রাতের আঁধারে সড়কে ঝরল ৩ প্রাণ

তোফায়েল আহমেদের মৃত্যুর গুঞ্জন

আ. লীগের সহসম্পাদক ব্যারিস্টার হাবিব গ্রেপ্তার

এক টাকারও অভিযোগ দিতে পারলে রাজনীতি থেকে ইস্তফা দিব : সারজিস

ঢাকা মহানগর আদালতে পরিচ্ছনতা অভিযান

উপস্বাস্থ্যকেন্দ্রে নারীসহ ফার্মাসিস্ট আটক

৮ দিন পর খাগড়াছড়িতে ১৪৪ ধারা প্রত্যাহার

১০

চাঁদা না দেওয়ায় ঠিকাদারকে ডেকে নিয়ে মারধর

১১

মাউন্ট-সেশকোর গোলে ম্যানইউর স্বস্তির জয়

১২

সাবেক ছাত্রলীগ নেতা শিবু প্রসাদ গ্রেপ্তার

১৩

‘শহিদুল আলম ও গাজার পাশে আছি-থাকব’

১৪

রেবতী মহাজন বাড়ির বিজয়া সম্মিলনী

১৫

জামায়াত ধর্মের জন্য ক্ষতিকর : আমিনুল হক

১৬

এভারেস্ট বেজ ক‍্যাম্প সামিট ৮ বাংলাদেশির

১৭

তারেক রহমানের ৩১ দফায় দেশের উন্নয়নের কর্মপরিকল্পনা : আবু বকর সিদ্দিক

১৮

মানবাধিকার কর্মীদের আটকের ঘটনা কলঙ্কজনক অধ্যায় : মুহিউদ্দীন রাব্বানী

১৯

শিয়ালের কামড়ে মেম্বারসহ আহত ১১

২০
X