স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ জুলাই ২০২৪, ০১:৪৮ এএম
অনলাইন সংস্করণ

১৪০ কোটির স্বপ্ন পূরণ করতে চান গম্ভীর

গৌতম গম্ভীর। ছবি : সংগৃহীত
গৌতম গম্ভীর। ছবি : সংগৃহীত

ভারতীয় ক্রিকেট দলের কোচের দায়িত্ব ছেড়েছেন রাহুল দ্রাবিড়। তার জায়গায় নতুন কোচ হয়েছেন গৌতম গম্ভীর। দ্রাবিড় যুগের অবসানের পর গম্ভীর যুগের শুরুতেই তিনি ১৪০ কোটির স্বপ্ন পূরণের ঘোষণা দিয়েছেন।

রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে। গৌতম গম্ভীর নিজের ক্রিকেট জীবনে দুটি বিশ্বকাপ জিতেছেন। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন গম্ভীর। ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপে ভারতীয় দলের ওপেনার ছিলেন তিনি। ফাইনালে ৯৭ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলেন তিনি।

অধিনায়ক এবং মেন্টর হিসেবে কলকাতা নাইট রাইডার্সকে আইপিএল চ্যাম্পিয়ন করেছেন গম্ভীর। এবার তার হাতে ভারতীয় দলের দায়িত্ব। মঙ্গলবার (৯ জুলাই) বিসিসিআইর সচিব জয় শাহ বিবৃতিতে নতুন কোচের নাম ঘোষণা করে লেখেন, ‘গৌতম গম্ভীর একজন লড়াকু প্রতিযোগী এবং অসাধারণ কৌশল তৈরি করে। আশা করি, কোচ হিসেবেও একই রকম মানসিকতা এবং নেতৃত্ব নিয়ে আসবে। ক্রিকেটারদের মধ্যে থেকে সেরাটা বের করে আনবে, এ ব্যাপারে নিশ্চিত। আমি আত্মবিশ্বাসী যে, গম্ভীরের অধীনে দল নতুন উচ্চতায় উঠবে। ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ সম্পর্কে গম্ভীরের দর্শন আমাদের সঙ্গে মিলে গিয়েছে। আগামী দিনের কথা ভেবে আমরা উত্তেজিত।’

ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট রজার বিনি বলেছেন, ’গম্ভীরের কোচ হওয়া ভারতীয় ক্রিকেটের নতুন অধ্যায়। তার অভিজ্ঞতা, দায়বদ্ধতা এবং দৃষ্টিভঙ্গি দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আদর্শ।’

কোচ হওয়ার পর সমাজমাধ্যমে গম্ভীর লিখেছেন, ‘ভারত আমার পরিচিতি। দেশের হয়ে খেলা আমার জীবনের সেরা সম্মান। জাতীয় দলে আবার ফিরতে পেরে খুশি, সে যতই অন্য ভূমিকায় হোক না কেন। কিন্তু আমার লক্ষ্য আগেও যা ছিল, এখনো তাই। তা হলো, দেশকে গর্বিত করা। ১৪০ কোটি ভারতীয়র দায়িত্ব রয়েছে নীল জার্সিধারীদের কাঁধে। তাদের স্বপ্ন সত্যি করার জন্য যেটা দরকার, সেটাই করব।’

বিসিসিআইর বিবৃতিতে গম্ভীর বলেছেন, ‘আমি দেশবাসী এবং দেশের সেবা করার সুযোগ পেয়ে সম্মানিত। ভারতীয় দলকে সফলভাবে এতদিন এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাহুল দ্রাবিড় এবং তার সাপোর্ট স্টাফদের ধন্যবাদ। জাতীয় দলের কোচ হওয়ার সুযোগ পেয়ে আমি সম্মানিত এবং উত্তেজিত। ক্রিকেট খেলার সময় দেশের জার্সি প্রতিবার পরার সময় গর্ববোধ করেছি। নতুন দায়িত্ব নেওয়ার পরও তার কোনোও বদল হবে না। ক্রিকেট আমার প্যাশন। বোর্ড, এনসিএ প্রধান ভিভিএস লক্ষ্মণ, সাপোর্ট এবং সবচেয়ে আগে খেলোয়াড়দের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছি। আগামী দিনে আরও অনেক প্রতিযোগিতায় দলকে সাফল্য এনে দিতে চাই।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাম কমলো ইন্টারনেটের

ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা

পিআর পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা কতটা উপযোগী, ভাবার অনুরোধ তারেক রহমানের

বৈষম্যবিরোধী নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ

শাহজালালে বোয়িং বিমানে লাগেজ ট্রলির আঘাত

আখতারকে রংপুর-৪ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা

মধ্যরাতে বরখাস্ত চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার

‘একসঙ্গে সমুদ্রে নেমে তো গোসল করতে পারব না’

জুলাই যোদ্ধার তালিকায় এক ব্যক্তির নাম ২ জায়গায়

১০

বিএনপির অনুষ্ঠানে অপ্রীতিকর ঘটনায় মির্জা ফখরুলের প্রতিবাদ

১১

রাজধানীতে শ্রমজীবী মানুষের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ

১২

জামায়াত-গণঅধিকার পরিষদের মতবিনিময় / নির্বাচনী জোট গঠনে একমত

১৩

উপবৃত্তির টাকা আত্মসাৎ, মাদ্রাসার সুপার কারাগারে

১৪

তারেক রহমান নেতৃত্ব না দিলে জুলাই আন্দোলন সফল হতো না : মুরাদ

১৫

চট্টগ্রাম নগরীতে ইউপিডিএফ সদস্য গ্রেপ্তার

১৬

‘প্রেমে ব্যর্থ হলে বাথরুম পরিষ্কার করি’

১৭

মেয়ের জন্য চিপস আনতে গিয়ে প্রাণ হারান মোবারক

১৮

১৯৭৩ সালের পর সবচেয়ে বড় সংকটে মার্কিন ডলার

১৯

তারেক রহমান জুলাই বিপ্লবের মূল নেতৃত্বে ছিলেন : অধ্যাপক মোর্শেদ

২০
X