প্রথম দিন ৪৭ রানে অপরাজিত ছিলেন মুমিনুল হক। এবার সেটাকে সেঞ্চুরিতে রূপ দিয়েছেন তিনি। ১৮৩ বলে খেলেছেন ১২৩ রানের ইনিংস। শুক্রবার (২৬ জুলাই) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৯ উইকেটে ২৭৪ রান তোলে মুমিনুল হকদের সবুজ দল। এরপর ৬ উইকেটে ১৪৭ রান তুলে দুই দিনের ম্যাচে স্বস্তির ড্র পেয়েছে বিসিবি লাল দল।
৭৮ বলে ৪৭ রানে দিন শুরু করেন মুমিনুল। প্রথম সেশনেই ফিফটি তুলে নিয়ে ইনিংস বড় করতে থাকেন মুমিনুল। তবে অপর পাশে কেউই যোগ্য সঙ্গ দিতে পারেননি। একাই লড়ে গেছেন অভিজ্ঞ এ ব্যাটার। সেঞ্চুরির পর আরও ২৩ রান যোগ করে থামেন তিনি। দলীয় ২৫৮ রানের মাথায় বাঁহাতি এই ব্যাটারকে ফেরান নাসুম আহমেদ।
এরপর আর ইনিংস খুব একটা বড় হয়নি সবুজ দলের। প্রথম ইনিংসে ব্যর্থ হলেও দ্বিতীয় ইনিংসে ড্রয়ের স্বস্তি খুঁজে পায় লাল দল। দলের হয়ে সর্বোচ্চ ৪৮ রান তোলেন মুশফিকুর রহিম। প্রথম ইনিংসেও ফিফটি করেছিলেন অভিজ্ঞ এই ব্যাটার।
মন্তব্য করুন