স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৪, ০২:৫৭ পিএম
আপডেট : ২৮ জুলাই ২০২৪, ০৩:০২ পিএম
অনলাইন সংস্করণ

নারী বিশ্বকাপ যথাসময়ে আয়োজন নিয়ে আত্মবিশ্বাসী বিসিবি

সঠিক সময়েই বিশ্বকাপ হবে বলে বিশ্বাস করে বিসিবি। ছবি : সংগৃহীত
সঠিক সময়েই বিশ্বকাপ হবে বলে বিশ্বাস করে বিসিবি। ছবি : সংগৃহীত

২০২৪ সালের অক্টোবর মাসে নির্ধারিত আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ পরিকল্পনা অনুযায়ী আয়োজন করা হবে, বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

যদিও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশের চলমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে তবে বিসিবি আশাবাদী যে সঠিক সময়েই তারা নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে পারবে।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরটি বাংলাদেশে আগামী ৩ থেকে ২০ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে, যেখানে ১০টি দল ১৮ দিনে মোট ২৩টি ম্যাচ খেলবে বাংলাদেশের দুটি ভেন্যুতে : ঢাকা শেরে-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এবং সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।

বিসিবি প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে আত্মবিশ্বাস প্রকাশ করে বলেছেন, বোর্ড নির্ধারিত সময়সূচি অনুযায়ী ইভেন্টটি আয়োজন করতে সক্ষম হবে। তিনি শনিবার (২৭ জুলাই) ক্রিকবাজকে যে কোনো জল্পনা উড়িয়ে দিয়ে বলেন, ‘আজ (২৭ জুলাই) পর্যন্ত, আমি জানি আমরা পরিকল্পনা অনুযায়ী আসন্ন আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করছি এবং আমরা সেই অনুযায়ী কাজ করছি।’

এদিকে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এবং প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী কলম্বোতে আইসিসি সভা শেষে শুক্রবার, ২৬ জুলাই ঢাকায় ফিরেন।

বিসিবির মহিলা উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেলও আশাবাদ ব্যক্ত করেছেন সঠিক সময়ে বিশ্বকাপ আয়োজনের। তিনি বলেন, ‘আমরা আশা করি যে আসন্ন দিনগুলিতে সবকিছু ঠিক হয়ে যাবে এবং সঠিক সময়ে বিশ্বকাপ আমরা ভক্তদের উপহার দিতে পারব।’

তিনি আরও উল্লেখ করেছেন যে আন্তর্জাতিক দলগুলি পূর্বে কোভিড-১৯ মহামারির সময়েও বাংলাদেশ সফরে এসেছিল। পরিস্থিতি এখন আসেলে করোনার মতো ভয়ানক নয় এবং পরিস্থিতি প্রতিদিন উন্নতি করছে। আমরা টুর্নামেন্ট আয়োজন সম্পর্কে আশাবাদী এবং আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী প্রস্তুতি নিচ্ছি, নাদেল যোগ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেওয়ানি ও ফৌজদারি আদালত পৃথক করে প্রজ্ঞাপন

ন্যাটোর হুমকির পর সামরিক পোশাকে যুদ্ধের ময়দানে পুতিন!

যে কারণে বইমেলার সময় পরিবর্তন

চালের বস্তায় হাসিনার নামে স্লোগান, বিরক্ত হয়ে ফিরে গেলেন ইউএনও 

পদ্মা সেতুর সার্ভিস এরিয়ায় রুফটপ সৌরবিদ্যুৎ স্থাপনে চুক্তি সই 

যাদের সঙ্গে জোটবদ্ধ হওয়া যাবে না, জানালেন হেফাজত আমির

চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগে প্রকৌশলী বরখাস্ত

যে ৭ খাবার ২৪ ঘণ্টার বেশি ফ্রিজে রাখলেই হয়ে উঠতে পারে বিষ

সাইপ্রাসকে হুমকি দিল তুরস্ক

প্রতারণার মামলা / স্ত্রীসহ ইভ্যালির রাসেলের তিন বছরের কারাদণ্ড

১০

পুকুরে ডুবে যাচ্ছিল নাতি, বাঁচাতে গিয়ে দাদারও মৃত্যু

১১

আগামী বছরের বইমেলার সময় পরিবর্তন

১২

জবিতে প্রথমবারের মতো উদ্যোক্তা মেলা

১৩

রাকসু নির্বাচনেও প্রার্থী এক দম্পতি, দৃষ্টি কাড়ছে সবার 

১৪

রাজনৈতিক সরকার না আসা পর্যন্ত অস্থিতিশীলতা কাটবে না : আমীর খসরু

১৫

অন্তর্বর্তী সরকারকে জুলাই সনদ বাস্তবায়নের দায়িত্ব নিতে হবে : খেলাফত মজলিস

১৬

‘হ্যান্ডি ও ধাবা’ রেস্টুরেন্টকে আড়াই লাখ টাকা জরিমানা

১৭

পিআর পদ্ধতি নিয়ে ‘গণভোট’ দাবি ইসলামী আন্দোলনের

১৮

স্ত্রী আসলেই নারী কি না প্রমাণ দেবেন ম্যাখোঁ

১৯

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দিচ্ছে ইবনে সিনা, পাবেন একাধিক সুবিধা

২০
X