স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৪, ০৭:৫২ পিএম
আপডেট : ২৭ আগস্ট ২০২৪, ০৭:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

শান্তদের কাছে পাকিস্তানের হার, কড়া সমালোচনায় ইমরান

পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান। ছবি : সংগৃহীত
পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান। ছবি : সংগৃহীত

রাওয়ালপিন্ডিতে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের কাছে পাকিস্তানের ১০ উইকেটের হার মেনে নিতে পারছেন না দেশটির কেউ। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সব জায়গায় মুণ্ডপাত করা হচ্ছে শান মাসুদ-বাবর আজমদের।

সমালোচনা হচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ডেরও (পিসিবি)। সে সমালোচনায় যুক্ত হয়েছে পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তার ভেরিফাইড পেজে পিসিবির কড়া সমালোচনা করে পোস্ট দেওয়া হয়।

সেখানে তিনি লিখেছেন, ‘গত আড়াই বছরে এমন কী ঘটল যে, আমরা বাংলাদেশের কাছে ১০ উইকেটে হারলাম?’

বর্তমানে রাওয়ালপিন্ডির এক কারাগারে বন্দি রয়েছেন ইমরান খান। দুর্নীতি ও সহিংসতায় উসকানির অভিযোগে মামলা রয়েছে তার বিরুদ্ধে। সে মামলায় জামিনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।

কারাগারে থেকে শান মাসুদ-বাবর-রিজওয়ানদের পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করেছেন তিনি। সব দোষ দিয়েছেন দেশটির ক্রিকেট প্রশাসকদের। মঙ্গলবার (২৭ আগস্ট) তার এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) একটি বড় পোস্ট করা হয়। পোস্টটি দুটি অংশে বিভক্ত। প্রথম অংশের শুরুতে বলা হয়, ‘আদিয়ালা জেল থেকে (রাজনৈতিক দল) তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের বার্তা।’

দ্বিতীয় অংশে ক্রিকেট নিয়ে বিবৃতি দিয়েছেন তিনি। সেখানে লেখা, ‘ক্রিকেটই একমাত্র খেলা, যা গোটা জাতি খুব আগ্রহ নিয়ে টিভিতে দেখে। কিন্তু একটা শক্তিশালী অংশের মাধ্যমে সেটাও ধ্বংস করা হয়েছে, যারা নিয়ন্ত্রণ ধরে রাখতে অযোগ্য এবং পক্ষপাতদুষ্ট কর্মকর্তাদের নিয়োগ দিয়েছেন।’

পরের অংশে লেখা রয়েছে, ‘আমরা বিশ্বকাপের সেরা চার কিংবা টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা আটেও উঠতে পারিনি। আর গতকাল (পরশু) বাংলাদেশের বিপক্ষে লজ্জার হার দেখতে হলো, যা আমাদের জন্য নতুন তলানি। আড়াই বছর আগেও এই দল ভারতকে ১০ উইকেটে হারিয়েছে। এই আড়াই বছরে এমন কী হলো যে আমরা বাংলাদেশের কাছে ১০ উইকেটে হারলাম? এসব অধঃপতনের দোষ একটি প্রতিষ্ঠানের ওপরই বর্তায়।’

পোস্টে পিসিবি চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সমালোচনা করে ইমরান খান লিখেছেন, ‘দুবাইয়ে স্ত্রীর নামে ৫ মিলিয়ন ডলারের সম্পত্তি রয়েছে মহসিন নাকভির। তিনি গম ব্যবস্থাপনা দুর্নীতির সঙ্গে জড়িত এবং এ দেশের সবচেয়ে জালিয়াতি নির্বাচনের সঙ্গেও জড়িত। তার যোগ্যতা কী? তার অধীনে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। কেপি ও বেলুচিস্তানে প্রতিদিনই লোক শহীদ হচ্ছে। পাঞ্জাব পুলিশের লক্ষ্য পিটিআই, এই সুযোগে চোর-ডাকাতরা মাথাচাড়া দিয়ে উঠছে, তারা পুলিশ কর্মকর্তাদের অপহরণ করছে, হত্যাও করছে। ২০০৮ সালে দুর্নীতির অভিযোগে মহসিন নাকভির বিরুদ্ধে তদন্ত করেছে ন্যাব (ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো)।’

রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের কাছে ১০ উইকেটের হারে দুই ম্যাচের সিরিজে ১-০তে পিছিয়ে রয়েছে পাকিস্তান। শুক্রবার (৩০ আগস্ট) রাওয়ালপিন্ডিতে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। হোয়াইটওয়াশ এড়ানোর পাশাপাশি সিরিজ বাঁচানোর লড়াই পাকিস্তানের জন্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমিকম্পে পদদলিত হয়ে শতাধিক মানুষ টঙ্গী হাসপাতালে চিকিৎসাধীন

ভূমিকম্পে তারকাদের উদ্বেগ

সাবেক এমপি মহিউদ্দিন বাচ্চুর সহযোগী আবু বকর গ্রেপ্তার

আফটারশক হতে পারে কি না জানালেন আবহাওয়াবিদ

ভূমিকম্পের পর যে বার্তা দিলেন তাসকিন-জামাল ভূঁইয়া

সাগরে লঘুচাপের আভাস, ১২০ ঘণ্টার পূর্বাভাসে নতুন তথ্য

ভূমিকম্প নিয়ে প্রধান উপদেষ্টার বার্তা

‘ভূমিকম্পে প্রধান উপদেষ্টার কার্যালয়ের কোনো ক্ষতি হয়নি’

রাজধানীর বিভিন্ন এলাকায় হেলে পড়েছে ভবন

গত পাঁচ বছরে এত তীব্র ভূমিকম্প অনুভব করিনি : পরিবেশ উপদেষ্টা

১০

ভূমিকম্পে কেরানীগঞ্জে হেলে পড়েছে ৭ তলা ভবন

১১

১৫ বছর ধরে অচল পবিপ্রবিতে স্থাপিত ভূমিকম্প পরিমাপক যন্ত্র

১২

ভূমিকম্পে ভবন ধসে সলিমুল্লাহ মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু 

১৩

ভূমিকম্পে প্রধান উপদেষ্টার কার্যালয়ের ভবন ক্ষতিগ্রস্ত

১৪

ভূমিকম্পে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানের ক্ষয়ক্ষতির তথ্য জানাল ফায়ার সার্ভিস

১৫

রাজধানীবাসী এমন ভূমিকম্প আগে কখনো দেখেনি

১৬

হতাশ হয়ে থিয়েটার ছাড়ছেন নিবেদিতা

১৭

ভূমিকম্প দিয়ে আল্লাহ ধ্বংস করেছিলেন যে জাতিকে

১৮

ভূমিকম্পে ৩ মিনিট বন্ধ বাংলাদেশ-আয়ারল্যান্ড টেস্ট

১৯

ভূমিকম্পের আতঙ্কে ঢাবির চারতলা থেকে শিক্ষার্থীর লাফ

২০
X