স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৪, ০৩:৪৭ এএম
আপডেট : ২৮ আগস্ট ২০২৪, ০৮:০৪ এএম
অনলাইন সংস্করণ

জয় শাহর হাতে আইসিসির দায়িত্ব

জয় শাহ। ছবি : সংগৃহীত
জয় শাহ। ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহ। জয় শাহর আইসিসি চেয়ারম্যান নিযুক্ত হওয়াকে ক্রিকেট প্রশাসনের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

মাত্র ৩৬ বছর বয়সে শাহ আইসিসির ইতিহাসে সবচেয়ে কনিষ্ঠ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। চলতি বছরের ডিসেম্বরের ১ তারিখে বিদায়ী চেয়ারম্যান গ্রেগ বার্কলির স্থলাভিষিক্ত হয়ে দায়িত্ব শুরু করবেন তিনি।

শাহ, যিনি ২০১৯ সাল থেকে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক বোর্ডের (বিসিসিআই) সচিব পদে দায়িত্ব পালন করছেন। তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার বিরুদ্ধে অন্য কোনো মনোনয়ন দাখিল করা হয়নি। আইসিসি নিশ্চিত করেছে যে, ১৬ জন বিদ্যমান পরিচালক শাহের পক্ষে একাধিক মনোনয়নপত্র জমা দেন।

দায়িত্ব গ্রহণের পরপরই শাহকে বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে। তার মধ্যে অন্যতম হলো আইসিসির জন্য নতুন স্বাধীন নারী পরিচালক নিয়োগ করা, যেটি ইন্দ্রা নুইয়ের প্রস্থানের পর থেকে খালি রয়েছে। এ ছাড়াও, শাহকে ডিজনি স্টারের ৩ বিলিয়ন ডলারের সম্প্রচার চুক্তির পুনঃআলোচনার অনুরোধ মোকাবিলা করতে হবে।

আরেকটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হবে বিসিসিআইর মধ্যে নেতৃত্বের মসৃণ পরিবর্তন নিশ্চিত করা, যেহেতু শাহ তার বর্তমান পদ থেকে পদত্যাগ করবেন।

শাহ ক্রিকেটের বৈশ্বিক জনপ্রিয়তা ও ব্যাপ্তি বাড়ানোর প্রতি তার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন। তিনি ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভুক্তিকে খেলাটির বৃদ্ধির জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছেন।

শাহ বলেন, আমি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়ে অত্যন্ত সম্মানিত বোধ করছি। আমরা এমন একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে দাঁড়িয়ে আছি যেখানে একাধিক ফরম্যাটের সহাবস্থানকে ভারসাম্যপূর্ণ রাখা, উন্নত প্রযুক্তি গ্রহণ এবং আমাদের প্রধান ইভেন্টগুলোকে নতুন বৈশ্বিক বাজারে পরিচয় করানো অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাঁস হওয়া তথ্যে সম্ভাব্য ফলাফল, আবারও সভাপতি হচ্ছেন বুলবুল

কখন গিলে নেয় ভিটেমাটি, ভাঙনের শঙ্কায় তিস্তাপাড়ের মানুষ

অভিনব সাজে রাকসু নির্বাচনের প্রচারে প্রার্থী

কর্মী নিয়োগে সৌদির সঙ্গে চুক্তি স্বাক্ষর

এক মাস না যেতেই ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রীর পদত্যাগ

ত্বকে যেসব পরিবর্তন দেখলে সতর্ক হওয়া জরুরি, হতে পারে হার্টের সমস্যা!

রোহিঙ্গা যুবকের যাবজ্জীবন

নিজ বাড়িতে বৃদ্ধার ক্ষতবিক্ষত মরদেহ

৪ হাজার এএসআই নিয়োগে স্বরাষ্ট্রকে চিঠি, আছে অনেক শর্ত

‘সি’ ক্যাটাগরি থেকে বিসিবির পরিচালক পাইলট

১০

কর্মী নিয়োগে বাংলাদেশ-সৌদি আরব প্রথমবারের মতো চুক্তি স্বাক্ষর

১১

সরকারি অনুষ্ঠানে মুজিব শতবর্ষের লোগো সংবলিত লিফলেট বিতরণ

১২

ইসলামী ব্যাংকে সৎ ও যোগ্য প্রার্থী নিয়োগের দাবি

১৩

ফুটবলের সঙ্গে আবেগ-ভালোবাসা মিশে আছে : বাসস চেয়ারম্যান

১৪

আন্দোলনের মুখে শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া নিয়ে নতুন প্রস্তাব

১৫

পবিত্র কোরআন অবমাননার বিচারের দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ

১৬

ব্লাড সুগার বাড়ানো থেকে রক্ষা পেতে বাদ দিন সকালের ৪ খাবার

১৭

আশুলিয়ায় পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, চার ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে

১৮

শেখ হাসিনার বিষয়ে দুই দেশকে কী করতে হবে, জানালেন বিক্রম মিশ্রি

১৯

দাফনের ১৯ দিন পর স্কুলছাত্রীর লাশ উত্তোলন

২০
X