স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৪, ০৩:৪৭ এএম
আপডেট : ২৮ আগস্ট ২০২৪, ০৮:০৪ এএম
অনলাইন সংস্করণ

জয় শাহর হাতে আইসিসির দায়িত্ব

জয় শাহ। ছবি : সংগৃহীত
জয় শাহ। ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহ। জয় শাহর আইসিসি চেয়ারম্যান নিযুক্ত হওয়াকে ক্রিকেট প্রশাসনের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

মাত্র ৩৬ বছর বয়সে শাহ আইসিসির ইতিহাসে সবচেয়ে কনিষ্ঠ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। চলতি বছরের ডিসেম্বরের ১ তারিখে বিদায়ী চেয়ারম্যান গ্রেগ বার্কলির স্থলাভিষিক্ত হয়ে দায়িত্ব শুরু করবেন তিনি।

শাহ, যিনি ২০১৯ সাল থেকে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক বোর্ডের (বিসিসিআই) সচিব পদে দায়িত্ব পালন করছেন। তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার বিরুদ্ধে অন্য কোনো মনোনয়ন দাখিল করা হয়নি। আইসিসি নিশ্চিত করেছে যে, ১৬ জন বিদ্যমান পরিচালক শাহের পক্ষে একাধিক মনোনয়নপত্র জমা দেন।

দায়িত্ব গ্রহণের পরপরই শাহকে বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে। তার মধ্যে অন্যতম হলো আইসিসির জন্য নতুন স্বাধীন নারী পরিচালক নিয়োগ করা, যেটি ইন্দ্রা নুইয়ের প্রস্থানের পর থেকে খালি রয়েছে। এ ছাড়াও, শাহকে ডিজনি স্টারের ৩ বিলিয়ন ডলারের সম্প্রচার চুক্তির পুনঃআলোচনার অনুরোধ মোকাবিলা করতে হবে।

আরেকটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হবে বিসিসিআইর মধ্যে নেতৃত্বের মসৃণ পরিবর্তন নিশ্চিত করা, যেহেতু শাহ তার বর্তমান পদ থেকে পদত্যাগ করবেন।

শাহ ক্রিকেটের বৈশ্বিক জনপ্রিয়তা ও ব্যাপ্তি বাড়ানোর প্রতি তার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন। তিনি ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভুক্তিকে খেলাটির বৃদ্ধির জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছেন।

শাহ বলেন, আমি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়ে অত্যন্ত সম্মানিত বোধ করছি। আমরা এমন একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে দাঁড়িয়ে আছি যেখানে একাধিক ফরম্যাটের সহাবস্থানকে ভারসাম্যপূর্ণ রাখা, উন্নত প্রযুক্তি গ্রহণ এবং আমাদের প্রধান ইভেন্টগুলোকে নতুন বৈশ্বিক বাজারে পরিচয় করানো অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিনাকীকে বললেন রাশেদ : আপনি ইসলামিক মূল্যবোধ প্রচার করেন কিন্তু কেন ইসলাম গ্রহণ করেননি

হাসিনার বক্তব্য প্রচার নিয়ে অন্তর্বর্তী সরকারের কড়া বার্তা

ট্রাকচালকদের ভিসা বন্ধ যুক্তরাষ্ট্রে, কারণ কী?

গুদামে মজুত ছিল সরকারি বরাদ্দের ৩৫ বস্তা চাল

রক্তচাপ সম্পর্কে যা জানা জরুরি

লুটপাট-চাঁদাবাজি বন্ধে পিআর পদ্ধতির বিকল্প নেই : মুজিবুর রহমান

 ১০ হাজার ‘বীর’ সেনাকে সম্মান জানালেন কিম

সাংবাদিক বিভুরঞ্জন সরকার ‘নিখোঁজ’ 

নির্মাণাধীন সেতুর দড়ি ছিঁড়ে নিহত ৭, নিখোঁজ ৯

ছাত্র আন্দোলনে সমর্থন জানিয়ে দেশ ছাড়ার মতো অবস্থায় তারকা খেলোয়াড়

১০

নির্বাচন বিলম্বিত হলে পতিত স্বৈরাচার লাভবান হবে : ডা. জাহিদ 

১১

থানা হাজতে যুবকের মৃত্যু, পুলিশ বলছে ‘আত্মহত্যা’

১২

সাড়ে ১০ কেজি হরিণের মাংসসহ শিকারি আটক

১৩

বাড়িভাড়ার কথা বলে ঘরে প্রবেশ, হাত-পা বেঁধে লুটের পর বৃদ্ধাকে হত্যা

১৪

লরি উল্টে প্রাইভেটকারের ওপর, নিহত ৪

১৫

‘২৪ ঘণ্টা সিসি ক্যামেরার আওতায় থাকবে সাদা পাথর এলাকা’

১৬

তোপের মুখে স্বাধীন খসরু

১৭

দুটির বদলে একটি মিষ্টি পেয়ে মন্ত্রীকে ফোন, অতঃপর...

১৮

টানা ১০ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস

১৯

জাহান্নামের দরজা শিগগির খুলবে : ইসরায়েল

২০
X