স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৪, ১১:৫৩ এএম
অনলাইন সংস্করণ

সাকিবের ব্যাপারে বিসিবির নতুন সিদ্ধান্ত

সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত
সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে আলোচিত চরিত্রের একজন সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক ক্রিকেটার হওয়ার পাশাপাশি ছিলেন ছাত্র আন্দোলনে ক্ষমতাচ্যুত হওয়া আওয়ামী লীগের সংসদ সদস্য।

আর এখানেই বেধেছে বিপত্তি, ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়া আওয়ামী লীগের বিভিন্ন নেতা ও সংসদ সদস্যের নামে হয়েছে হত্যা মামলা। যার মধ্যে পড়েছে সাকিব আল হাসানের নামও। গত বৃহস্পতিবার (২২ আগস্ট) গার্মেন্টসকর্মী রুবেলকে হত্যার অভিযোগে একটি মামলা দায়ের করেন তার বাবা রফিকুল ইসলাম। মামলার এজাহারে ২৮ নম্বর আসামি করা হয় সাকিব আল হাসানকে। আর এখানেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দোটানা। তবে অবশেষে সাকিব বিষয়ে সিদ্ধান্তে পৌঁছাতে সক্ষম হয়েছে বিসিবি।

বিসিবি মঙ্গলবার (২৭ আগস্ট) ঘোষণা করেছে যে অলরাউন্ডার সাকিব আল হাসান সাম্প্রতিক বাংলাদেশের সাম্প্রতিক অস্থিরতার সময় একটি খুনের মামলায় নাম উঠে এলেও জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাবেন।

রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের পর সাকিবের ভবিষ্যৎ অংশগ্রহণ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে আগেই জানিয়েছিল বিসিবি। তবে, সুপ্রিম কোর্টের আইনজীবী শাজিব মাহমুদ আলমের মাধ্যমে অ্যাডভোকেট মো. রফিনুর রহমানের পাঠানো আইনি নোটিশে সাকিবকে অবিলম্বে সব ধরনের ক্রিকেট থেকে অপসারণের অনুরোধ করা হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে বিসিবি নিশ্চিত করেছে যে সাকিব দলেই থাকছেন।

ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজ সূত্রে প্রাপ্ত নোটিশে উল্লেখ করা হয়েছে যে, আইসিসির নিয়ম অনুযায়ী, সাকিবের নাম খুনের মামলায় ওঠায় তিনি জাতীয় দলে থাকতে পারেন না। এতে সাকিবকে বাংলাদেশে ফিরিয়ে আনার দাবি জানানো হয়, যাতে তদন্ত ত্বরান্বিত করা যায় এবং আইসিসিকে এ বিষয়ে জানানো হয়।

বিসিবি সভাপতি ফরুক আহমেদ প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ‘সাকিব খেলা চালিয়ে যাবেন। এফআইআর প্রাথমিক পর্যায়ে রয়েছে, এবং অপরাধ প্রমাণ না হওয়া পর্যন্ত তিনি খেলতে পারবেন। পাকিস্তান সিরিজের পর ভারত সফরেও তাকে দলের সঙ্গে রাখা হবে।’

বিসিবি সাকিবের জন্য প্রয়োজনীয় হলে আইনি সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

অভিযোগ থাকা সত্ত্বেও, পাকিস্তান সিরিজের পর সাকিব বাংলাদেশে ফিরছেন না। তিনি বরং সারে কাউন্টি দলের হয়ে ইংল্যান্ডে চার দিনের ম্যাচ খেলতে যাচ্ছেন। আগামী ৯ থেকে ১২ সেপ্টেম্বরের মধ্যে সারের হয়ে সাকিব খেলবেন। তাকে এই উদ্দেশ্যে ৫ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত বিসিবি থেকে অনাপত্তি পত্র (এনওসি) দেওয়া হয়েছে। এটি তার লাল বলের ফর্ম পুনরুদ্ধারে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

কাউন্টি চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার পর, সাকিব ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া দুই টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি সিরিজে অংশ নিতে ভারতের বিপক্ষে জাতীয় দলে যোগ দেবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভবন ছাড়তে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে উকিল নোটিশ

আমি বাবার মতো কাজ করতে চাই: রবিন

সন্ত্রাস-মাদকমুক্ত নিরাপদ দেশ গড়তে তরুণদেরই অগ্রণী ভূমিকা রাখতে হবে : হাবিব

ছাত্রদলে যোগ দিল বৈষম্যবিরোধী-জাতীয় ছাত্রশক্তির শতাধিক নেতাকর্মী

বগুড়া-১ আসন / বিএনপির মূল প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থীর আপিল! ব্যবস্থা নেবে হাইকমান্ড 

এনসিপির নির্বাচন পর্যবেক্ষক টিমের নেতৃত্বে হুমায়রা-তুহিন

চবিতে জামায়াতপন্থি উপ-উপাচার্যের মেয়েকে প্রভাষক নিয়োগ, যা বলছেন মির্জা গালিব

মিচেলের অপরাজিত শতকে ভারতকে হারাল নিউজিল্যান্ড

সাবেক মন্ত্রী মোমেন যেভাবে টানা ৮ মাস আত্মগোপনে ছিলেন

যে কোনো সময় ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, যে বার্তা দিল সৌদি

১০

ধর্ম যার যার, রাষ্ট্র সবার : দুলু

১১

বাংলাদেশিদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র

১২

ঢাকায় আসছে কমনওয়েলথ পর্যবেক্ষক দল

১৩

ডিসির সঙ্গে একযোগে দেখা করলেন জামায়াতের ৭ প্রার্থী

১৪

বিএনপি কত আসন পেয়ে বিজয়ী হবে, বললেন ফজলুর রহমান

১৫

৩০ লাখ টাকার ফেলোশিপ পাচ্ছে যবিপ্রবির ৫৬ শিক্ষার্থী

১৬

শেখ হাসিনাসহ ১৭০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

১৭

ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

১৮

ইরান-ইসরায়েলের সেনাবাহিনীতে ‘হাই অ্যালার্ট’

১৯

গানম্যান পেলেন ববি হাজ্জাজ

২০
X