স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৪, ১১:৫৩ এএম
অনলাইন সংস্করণ

সাকিবের ব্যাপারে বিসিবির নতুন সিদ্ধান্ত

সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত
সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে আলোচিত চরিত্রের একজন সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক ক্রিকেটার হওয়ার পাশাপাশি ছিলেন ছাত্র আন্দোলনে ক্ষমতাচ্যুত হওয়া আওয়ামী লীগের সংসদ সদস্য।

আর এখানেই বেধেছে বিপত্তি, ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়া আওয়ামী লীগের বিভিন্ন নেতা ও সংসদ সদস্যের নামে হয়েছে হত্যা মামলা। যার মধ্যে পড়েছে সাকিব আল হাসানের নামও। গত বৃহস্পতিবার (২২ আগস্ট) গার্মেন্টসকর্মী রুবেলকে হত্যার অভিযোগে একটি মামলা দায়ের করেন তার বাবা রফিকুল ইসলাম। মামলার এজাহারে ২৮ নম্বর আসামি করা হয় সাকিব আল হাসানকে। আর এখানেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দোটানা। তবে অবশেষে সাকিব বিষয়ে সিদ্ধান্তে পৌঁছাতে সক্ষম হয়েছে বিসিবি।

বিসিবি মঙ্গলবার (২৭ আগস্ট) ঘোষণা করেছে যে অলরাউন্ডার সাকিব আল হাসান সাম্প্রতিক বাংলাদেশের সাম্প্রতিক অস্থিরতার সময় একটি খুনের মামলায় নাম উঠে এলেও জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাবেন।

রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের পর সাকিবের ভবিষ্যৎ অংশগ্রহণ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে আগেই জানিয়েছিল বিসিবি। তবে, সুপ্রিম কোর্টের আইনজীবী শাজিব মাহমুদ আলমের মাধ্যমে অ্যাডভোকেট মো. রফিনুর রহমানের পাঠানো আইনি নোটিশে সাকিবকে অবিলম্বে সব ধরনের ক্রিকেট থেকে অপসারণের অনুরোধ করা হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে বিসিবি নিশ্চিত করেছে যে সাকিব দলেই থাকছেন।

ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজ সূত্রে প্রাপ্ত নোটিশে উল্লেখ করা হয়েছে যে, আইসিসির নিয়ম অনুযায়ী, সাকিবের নাম খুনের মামলায় ওঠায় তিনি জাতীয় দলে থাকতে পারেন না। এতে সাকিবকে বাংলাদেশে ফিরিয়ে আনার দাবি জানানো হয়, যাতে তদন্ত ত্বরান্বিত করা যায় এবং আইসিসিকে এ বিষয়ে জানানো হয়।

বিসিবি সভাপতি ফরুক আহমেদ প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ‘সাকিব খেলা চালিয়ে যাবেন। এফআইআর প্রাথমিক পর্যায়ে রয়েছে, এবং অপরাধ প্রমাণ না হওয়া পর্যন্ত তিনি খেলতে পারবেন। পাকিস্তান সিরিজের পর ভারত সফরেও তাকে দলের সঙ্গে রাখা হবে।’

বিসিবি সাকিবের জন্য প্রয়োজনীয় হলে আইনি সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

অভিযোগ থাকা সত্ত্বেও, পাকিস্তান সিরিজের পর সাকিব বাংলাদেশে ফিরছেন না। তিনি বরং সারে কাউন্টি দলের হয়ে ইংল্যান্ডে চার দিনের ম্যাচ খেলতে যাচ্ছেন। আগামী ৯ থেকে ১২ সেপ্টেম্বরের মধ্যে সারের হয়ে সাকিব খেলবেন। তাকে এই উদ্দেশ্যে ৫ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত বিসিবি থেকে অনাপত্তি পত্র (এনওসি) দেওয়া হয়েছে। এটি তার লাল বলের ফর্ম পুনরুদ্ধারে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

কাউন্টি চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার পর, সাকিব ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া দুই টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি সিরিজে অংশ নিতে ভারতের বিপক্ষে জাতীয় দলে যোগ দেবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদ্রাসাপ্রধানদের জন্য অধিদপ্তরের জরুরি নির্দেশনা, না মানলে ব্যবস্থা

বরাদ্দ পেল বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

স্থিতিশীল অর্থনীতির জন্য গ্যাস উৎপাদন বাড়ানোর দাবি ব্যবসায়ীদের

একদিনের সফরে কক্সবাজার যাচ্ছেন প্রধান উপদেষ্টা

যে বয়সের আগেই শিশুকে ৮ শিক্ষা দেওয়া জরুরি

দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ‘চাঁদাবাজ’ আখ্যা প্রধান শিক্ষকের, তদন্তে কমিটি

চট্টগ্রাম-৩ আসনে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী মিল্টন ভুঁইয়া

বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা নিয়ে ‘সুখবর’ পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা

ফেসবুক পেজ জনপ্রিয় করার ৮ কৌশল

বাড়ির আঙিনায় বিষধর পদ্মগোখরা, অতঃপর...

১০

মোবাইল দিয়েই ডিএসএলআর ক্যামেরার মতো ছবি তোলার ৫ কৌশল

১১

বরইতলা নদীর ‘বাঁধ’ এখন মৃত্যু যন্ত্রণায় কাতর

১২

ইস্পাত খাতে বিশেষ তহবিল চান ব্যবসায়ীরা

১৩

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বৃদ্ধিতে আগ্রহী পাকিস্তান

১৪

উপকূলজুড়ে টানা বৃষ্টিপাত, জনজীবনে দুর্ভোগ

১৫

উমামা-সাদীর নেতৃত্বে ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ প্যানেল ঘোষণা

১৬

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১১ জন

১৭

ডাকসু নির্বাচন / ডাকসু ভোটারদের মির্যা গালিবের ৩ পরামর্শ

১৮

বাংলাদেশি সন্দেহে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মারধর

১৯

মৃত ব্যক্তির জন্য বিলাপ করে কান্না করলে কি কবরে আজাব হয়?

২০
X