স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৪, ১১:৫৩ এএম
অনলাইন সংস্করণ

সাকিবের ব্যাপারে বিসিবির নতুন সিদ্ধান্ত

সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত
সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে আলোচিত চরিত্রের একজন সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক ক্রিকেটার হওয়ার পাশাপাশি ছিলেন ছাত্র আন্দোলনে ক্ষমতাচ্যুত হওয়া আওয়ামী লীগের সংসদ সদস্য।

আর এখানেই বেধেছে বিপত্তি, ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়া আওয়ামী লীগের বিভিন্ন নেতা ও সংসদ সদস্যের নামে হয়েছে হত্যা মামলা। যার মধ্যে পড়েছে সাকিব আল হাসানের নামও। গত বৃহস্পতিবার (২২ আগস্ট) গার্মেন্টসকর্মী রুবেলকে হত্যার অভিযোগে একটি মামলা দায়ের করেন তার বাবা রফিকুল ইসলাম। মামলার এজাহারে ২৮ নম্বর আসামি করা হয় সাকিব আল হাসানকে। আর এখানেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দোটানা। তবে অবশেষে সাকিব বিষয়ে সিদ্ধান্তে পৌঁছাতে সক্ষম হয়েছে বিসিবি।

বিসিবি মঙ্গলবার (২৭ আগস্ট) ঘোষণা করেছে যে অলরাউন্ডার সাকিব আল হাসান সাম্প্রতিক বাংলাদেশের সাম্প্রতিক অস্থিরতার সময় একটি খুনের মামলায় নাম উঠে এলেও জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাবেন।

রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের পর সাকিবের ভবিষ্যৎ অংশগ্রহণ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে আগেই জানিয়েছিল বিসিবি। তবে, সুপ্রিম কোর্টের আইনজীবী শাজিব মাহমুদ আলমের মাধ্যমে অ্যাডভোকেট মো. রফিনুর রহমানের পাঠানো আইনি নোটিশে সাকিবকে অবিলম্বে সব ধরনের ক্রিকেট থেকে অপসারণের অনুরোধ করা হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে বিসিবি নিশ্চিত করেছে যে সাকিব দলেই থাকছেন।

ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজ সূত্রে প্রাপ্ত নোটিশে উল্লেখ করা হয়েছে যে, আইসিসির নিয়ম অনুযায়ী, সাকিবের নাম খুনের মামলায় ওঠায় তিনি জাতীয় দলে থাকতে পারেন না। এতে সাকিবকে বাংলাদেশে ফিরিয়ে আনার দাবি জানানো হয়, যাতে তদন্ত ত্বরান্বিত করা যায় এবং আইসিসিকে এ বিষয়ে জানানো হয়।

বিসিবি সভাপতি ফরুক আহমেদ প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ‘সাকিব খেলা চালিয়ে যাবেন। এফআইআর প্রাথমিক পর্যায়ে রয়েছে, এবং অপরাধ প্রমাণ না হওয়া পর্যন্ত তিনি খেলতে পারবেন। পাকিস্তান সিরিজের পর ভারত সফরেও তাকে দলের সঙ্গে রাখা হবে।’

বিসিবি সাকিবের জন্য প্রয়োজনীয় হলে আইনি সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

অভিযোগ থাকা সত্ত্বেও, পাকিস্তান সিরিজের পর সাকিব বাংলাদেশে ফিরছেন না। তিনি বরং সারে কাউন্টি দলের হয়ে ইংল্যান্ডে চার দিনের ম্যাচ খেলতে যাচ্ছেন। আগামী ৯ থেকে ১২ সেপ্টেম্বরের মধ্যে সারের হয়ে সাকিব খেলবেন। তাকে এই উদ্দেশ্যে ৫ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত বিসিবি থেকে অনাপত্তি পত্র (এনওসি) দেওয়া হয়েছে। এটি তার লাল বলের ফর্ম পুনরুদ্ধারে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

কাউন্টি চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার পর, সাকিব ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া দুই টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি সিরিজে অংশ নিতে ভারতের বিপক্ষে জাতীয় দলে যোগ দেবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাসপোর্ট জালিয়াতি, যে শাস্তি পেলেন সহকারী প্রোগ্রামার

তারেক রহমানের জন্মদিনে শিক্ষা উপকরণ বিতরণ

ব্রাজিলে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে ভয়াবহ অগ্নিকাণ্ড

রাফিয়ার বাড়িতে ককটেল-অগ্নিসংযোগ, ঢাবি শিক্ষক মোনামির প্রশ্ন

ঢাকার খাবারের ঝালে মজেছেন ইরানি ফাকরি

শেখ হাসিনা-কামালকে ফেরাতে সরকারের নতুন কৌশল

পুনরায় দুঃসংবাদ পেলেন বিএনপির এক নেতা

সেই বিচারকের মোবাইল ফোন ও চশমা উদ্ধার

তারেক রহমানের জন্মদিনে শীতবস্ত্র বিতরণ

নিউমুরিং টার্মিনালের চুক্তির সব কার্যক্রম স্থগিতের নির্দেশ

১০

সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না শুক্রবার 

১১

আ.লীগের ৫ শতাধিক সমর্থকের নামে চার মামলা, গ্রেপ্তার ২২

১২

নির্বাচনের আগে ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন

১৩

স্ত্রী হারালেন তোফায়েল আহমেদ

১৪

রাতে ৫৬ নেতাকে সুখবর দিল বিএনপি

১৫

মাটি খুঁড়তেই বেরিয়ে আসে গ্রেনেড, বাড়িতে নিয়ে যান কৃষক

১৬

ইতালি যাওয়ার পথে গোপালগঞ্জের দুই যুবকের মৃত্যু

১৭

জিম্বাবুয়ের কাছে লঙ্কানদের লজ্জার পরাজয়

১৮

প্রথমবারের মতো কৃত্রিম দ্বীপ বানাচ্ছে পাকিস্তান

১৯

গভীর রাতে সাংবাদিক-ব্যবসায়ীকে তুলে নেওয়ার ঘটনায় টিআইবির উদ্বেগ

২০
X