স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৪, ০৫:১২ পিএম
আপডেট : ৩০ আগস্ট ২০২৪, ০৫:২৫ পিএম
অনলাইন সংস্করণ

অডিট প্রতিষ্ঠানের মাধ্যমে বের করা হবে বিসিবির দুর্নীতি

বিসিবির বোর্ড সভা। ছবি: সংগৃহীত
বিসিবির বোর্ড সভা। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি ফারুক আহমেদ ঘোষণা করেছেন, তারা বোর্ডের আর্থিক বিষয়ে স্বচ্ছতা আনতে একটি স্বাধীন অডিট প্রতিষ্ঠান নিয়োগ করবেন। নতুন এই সভাপতির মতে, সদ্য পদত্যাগ করা বিসিবি সভাপতি নাজমুল হাসানের শাসনামলে বিসিবিতে আর্থিক দুর্নীতি হয়েছে। সেই দুর্নীতির খোঁজ করার জন্যই স্বাধীন অডিটর নিয়োগের সিদ্ধান্ত।

বৃহস্পতিবার (৩০ আগস্ট) শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে প্রথম বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলনে ফারুক বলেন, ‘দেশের শীর্ষ চারটি অডিট ফার্মের মধ্য থেকে একটি স্বাধীন প্রতিষ্ঠান নিয়োগ করা হবে।’ তিনি আরও বলেন, ‘আমরা বোর্ডের অর্থনৈতিক কার্যক্রমে কোনো অনিয়ম হয়েছে কিনা, তা খুঁজে বের করব। যদি এমন কিছু ঘটে থাকে, তা অডিটের মাধ্যমে প্রকাশিত হবে। দুর্নীতি দমন কমিশন যদি অনিয়ম খুঁজে পায়, তাহলে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’

ফারুক আরও জানান, তিনি ভারতে হয়ে যাওয়া সাম্প্রতিক ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ দলের পারফরম্যান্সের মূল্যায়ন রিপোর্ট এবং পূর্বের কিছু রিপোর্ট আবারও প্রকাশ করতে চান। বোর্ডের একাধিক রিপোর্ট রয়েছে, যা এখনো প্রকাশ করা হয়নি। বিসিবি পরিচালক আকরাম খানও এই সিদ্ধান্তকে স্বাগত জানান।

ফারুক এ প্রসঙ্গে বলেন, ‘আমি সিইওকে বলেছি যে, আমি এই রিপোর্টগুলো দেখতে চাই এবং তা দেখে সিদ্ধান্ত নেব। আমি মনে করি এটি প্রকাশ করা যৌক্তিক এবং আমার এতে কোনো সমস্যা নেই। তবে আইনের ব্যাপারটিও দেখতে হবে।

এর পাশাপাশি বিশ্বকাপের পারফরম্যান্স মূল্যায়নের ওপর ভিত্তি করলে চন্ডিকা হাথুরুসিংহে তার কোচের পদ ধরে রাখতে পারবেন কিনা, তাও অনিশ্চিত। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, শ্রীলঙ্কান কোচকে দলের ব্যর্থতার জন্য আংশিকভাবে দায়ী করা হয়েছে। তবে ফারুক নিশ্চিত করেছেন যে, দ্রুত কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না এবং তিনি স্বৈরাচারী হওয়ার ইচ্ছে রাখেন না।

তিনি বলেন, ‘আমরা হাথুরুসিংহের বিষয়ে আলোচনা করছি। কোনো তাড়াহুড়ো করতে চাই না।’

ফারুক বিসিবি প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়েও আশাবাদী। তিনি জানান, টুর্নামেন্টটি যথাসময়ে অনুষ্ঠিত হবে, যদিও কিছু ফ্র্যাঞ্চাইজি রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের কারণে অংশ নিতে চায় না।

‘আমরা বিপিএল আয়োজনের বিষয়ে আত্মবিশ্বাসী। প্রথম ম্যাচ ২৭ ডিসেম্বর নির্ধারিত হয়েছে এবং তার আগেই প্লেয়ার্স ড্রাফট হবে,’ জানান ফারুক। ‘এক বা দুই দল না আসতে চাইলে, আমরা সেই ফ্র্যাঞ্চাইজিগুলোর জন্য নতুন মালিক খুঁজে নেব।’

ফারুকের আশাবাদ, সব প্রতিকূলতা কাটিয়ে বিসিবি বিপিএল আয়োজন করতে সক্ষম হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিএমপির ৫০ থানার ওসি বদল

প্রেমিকের হুডি চুরি করতেন ভারতীয় এই অভিনেত্রী

আরও ৩৬ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

খালেদা জিয়াকে মধ্যরাতের পর লন্ডনে নেওয়া হবে : ডা. জাহিদ

খালেদা জিয়ার সফরসঙ্গী হচ্ছেন যে ১৪ জন

কাশিমপুর থেকে ২৬ বছর পর পাকিস্তানি নাগরিকের মুক্তি  

বিয়ে নিয়ে যা বললেন রাশমিকা মান্দানা

জানা গেল কখন লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

ট্রাক্টর উল্টে একই পরিবারের ৩ নারী নিহত

প্যান্টের পকেটে বিশেষ কায়দায় লুকানো ছিল ২ কোটি টাকার স্বর্ণ

১০

পুকুরে ভাসছিল গলা ও পা বাঁধা বৃদ্ধার মরদেহ

১১

অক্সফোর্ড ইউনিয়নের আমন্ত্রণ পেলেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ

১২

ইউআইইউর শিক্ষকের বাংলাদেশ ব্যাংক’র সেমিনারে অর্থনীতির নবায়িত দৃষ্টিভঙ্গি উপস্থাপন

১৩

দম্পতির সিগারেট খাওয়ার ছবি ভাইরাল করার হুমকি দিয়ে চাঁদাবাজি

১৪

বাংলাদেশ-পাকিস্তান ফ্লাইট চালুর প্রস্তুতি

১৫

লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

১৬

চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তার গাড়িতে সশস্ত্র হামলা

১৭

জামায়াত আমিরের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক 

১৮

শিক্ষার্থীদের পরীক্ষা নিচ্ছেন প্রধান শিক্ষক ও দপ্তরি

১৯

সিল্কি, শাইনি আর হেলদি চুল পেতে ঘরোয়া টিপস

২০
X