স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৪, ০৫:১২ পিএম
আপডেট : ৩০ আগস্ট ২০২৪, ০৫:২৫ পিএম
অনলাইন সংস্করণ

অডিট প্রতিষ্ঠানের মাধ্যমে বের করা হবে বিসিবির দুর্নীতি

বিসিবির বোর্ড সভা। ছবি: সংগৃহীত
বিসিবির বোর্ড সভা। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি ফারুক আহমেদ ঘোষণা করেছেন, তারা বোর্ডের আর্থিক বিষয়ে স্বচ্ছতা আনতে একটি স্বাধীন অডিট প্রতিষ্ঠান নিয়োগ করবেন। নতুন এই সভাপতির মতে, সদ্য পদত্যাগ করা বিসিবি সভাপতি নাজমুল হাসানের শাসনামলে বিসিবিতে আর্থিক দুর্নীতি হয়েছে। সেই দুর্নীতির খোঁজ করার জন্যই স্বাধীন অডিটর নিয়োগের সিদ্ধান্ত।

বৃহস্পতিবার (৩০ আগস্ট) শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে প্রথম বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলনে ফারুক বলেন, ‘দেশের শীর্ষ চারটি অডিট ফার্মের মধ্য থেকে একটি স্বাধীন প্রতিষ্ঠান নিয়োগ করা হবে।’ তিনি আরও বলেন, ‘আমরা বোর্ডের অর্থনৈতিক কার্যক্রমে কোনো অনিয়ম হয়েছে কিনা, তা খুঁজে বের করব। যদি এমন কিছু ঘটে থাকে, তা অডিটের মাধ্যমে প্রকাশিত হবে। দুর্নীতি দমন কমিশন যদি অনিয়ম খুঁজে পায়, তাহলে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’

ফারুক আরও জানান, তিনি ভারতে হয়ে যাওয়া সাম্প্রতিক ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ দলের পারফরম্যান্সের মূল্যায়ন রিপোর্ট এবং পূর্বের কিছু রিপোর্ট আবারও প্রকাশ করতে চান। বোর্ডের একাধিক রিপোর্ট রয়েছে, যা এখনো প্রকাশ করা হয়নি। বিসিবি পরিচালক আকরাম খানও এই সিদ্ধান্তকে স্বাগত জানান।

ফারুক এ প্রসঙ্গে বলেন, ‘আমি সিইওকে বলেছি যে, আমি এই রিপোর্টগুলো দেখতে চাই এবং তা দেখে সিদ্ধান্ত নেব। আমি মনে করি এটি প্রকাশ করা যৌক্তিক এবং আমার এতে কোনো সমস্যা নেই। তবে আইনের ব্যাপারটিও দেখতে হবে।

এর পাশাপাশি বিশ্বকাপের পারফরম্যান্স মূল্যায়নের ওপর ভিত্তি করলে চন্ডিকা হাথুরুসিংহে তার কোচের পদ ধরে রাখতে পারবেন কিনা, তাও অনিশ্চিত। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, শ্রীলঙ্কান কোচকে দলের ব্যর্থতার জন্য আংশিকভাবে দায়ী করা হয়েছে। তবে ফারুক নিশ্চিত করেছেন যে, দ্রুত কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না এবং তিনি স্বৈরাচারী হওয়ার ইচ্ছে রাখেন না।

তিনি বলেন, ‘আমরা হাথুরুসিংহের বিষয়ে আলোচনা করছি। কোনো তাড়াহুড়ো করতে চাই না।’

ফারুক বিসিবি প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়েও আশাবাদী। তিনি জানান, টুর্নামেন্টটি যথাসময়ে অনুষ্ঠিত হবে, যদিও কিছু ফ্র্যাঞ্চাইজি রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের কারণে অংশ নিতে চায় না।

‘আমরা বিপিএল আয়োজনের বিষয়ে আত্মবিশ্বাসী। প্রথম ম্যাচ ২৭ ডিসেম্বর নির্ধারিত হয়েছে এবং তার আগেই প্লেয়ার্স ড্রাফট হবে,’ জানান ফারুক। ‘এক বা দুই দল না আসতে চাইলে, আমরা সেই ফ্র্যাঞ্চাইজিগুলোর জন্য নতুন মালিক খুঁজে নেব।’

ফারুকের আশাবাদ, সব প্রতিকূলতা কাটিয়ে বিসিবি বিপিএল আয়োজন করতে সক্ষম হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে জিয়া পরিষদের কমিটি

ভারতের অখণ্ডতা ও ওসমান হাদি ইস্যুতে জামায়াতের বিবৃতি

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়লেন ইতালির অধিনায়ক

খুলনা আদালত প্রাঙ্গণে জোড়া খুন / কিলিং মিশনে অংশ নেওয়া এজাজ র‌্যাবের হাতে ধরা

তাইওয়ানে ভূমিকম্প, জনমনে আতঙ্ক

৭ বলেই দুই উইকেট রিশাদের, তবু হাসেনি ভাগ্য

নির্বাচন সফল হওয়ার মূল ভিত্তি জনগণ : স্বরাষ্ট্র উপদেষ্টা 

এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা, কোন বিষয়ে কত

ঢাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ, কাল গায়েবানা জানাজা

নোটিশে র‍্যালির ঘোষণা, বাস্তবে শুধু ফটোসেশন

১০

ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুলের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ

১১

বিশ্বমঞ্চে লাল-সবুজের জয়জয়কার / কম্বোডিয়ায় গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের ৩ স্বর্ণ পদক জয়

১২

যমুনা অয়েলের নতুন এমডি আমীর মাসুদ

১৩

শীতে হার্টের রোগীদের জন্য ৫ জরুরি সতর্কতা

১৪

ঘুমন্ত পুলিশের সঙ্গে গ্রেপ্তার ছাত্রলীগ নেতার সেলফি, ক্যাপশনে ‘ঘুম ভালোবাসিরে’

১৫

পরকীয়ার জেরে যুবককে গলা কেটে হত্যা

১৬

তারেক রহমানের অভ্যর্থনার স্থান নিয়ে বৈঠক, যে তথ্য জানালেন সালাহউদ্দিন

১৭

তারেক রহমানের প্রত্যাবর্তনের দিন ৭ রুটে বিশেষ ট্রেন রিজার্ভ চায় বিএনপি

১৮

এআই সঙ্গীকে বিয়ে করলেন জাপানি তরুণী

১৯

শিক্ষার্থীদের টিউশন ফি নিয়ে নতুন নির্দেশনা মন্ত্রণালয়ের

২০
X