স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৪, ০৫:১২ পিএম
আপডেট : ৩০ আগস্ট ২০২৪, ০৫:২৫ পিএম
অনলাইন সংস্করণ

অডিট প্রতিষ্ঠানের মাধ্যমে বের করা হবে বিসিবির দুর্নীতি

বিসিবির বোর্ড সভা। ছবি: সংগৃহীত
বিসিবির বোর্ড সভা। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি ফারুক আহমেদ ঘোষণা করেছেন, তারা বোর্ডের আর্থিক বিষয়ে স্বচ্ছতা আনতে একটি স্বাধীন অডিট প্রতিষ্ঠান নিয়োগ করবেন। নতুন এই সভাপতির মতে, সদ্য পদত্যাগ করা বিসিবি সভাপতি নাজমুল হাসানের শাসনামলে বিসিবিতে আর্থিক দুর্নীতি হয়েছে। সেই দুর্নীতির খোঁজ করার জন্যই স্বাধীন অডিটর নিয়োগের সিদ্ধান্ত।

বৃহস্পতিবার (৩০ আগস্ট) শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে প্রথম বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলনে ফারুক বলেন, ‘দেশের শীর্ষ চারটি অডিট ফার্মের মধ্য থেকে একটি স্বাধীন প্রতিষ্ঠান নিয়োগ করা হবে।’ তিনি আরও বলেন, ‘আমরা বোর্ডের অর্থনৈতিক কার্যক্রমে কোনো অনিয়ম হয়েছে কিনা, তা খুঁজে বের করব। যদি এমন কিছু ঘটে থাকে, তা অডিটের মাধ্যমে প্রকাশিত হবে। দুর্নীতি দমন কমিশন যদি অনিয়ম খুঁজে পায়, তাহলে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’

ফারুক আরও জানান, তিনি ভারতে হয়ে যাওয়া সাম্প্রতিক ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ দলের পারফরম্যান্সের মূল্যায়ন রিপোর্ট এবং পূর্বের কিছু রিপোর্ট আবারও প্রকাশ করতে চান। বোর্ডের একাধিক রিপোর্ট রয়েছে, যা এখনো প্রকাশ করা হয়নি। বিসিবি পরিচালক আকরাম খানও এই সিদ্ধান্তকে স্বাগত জানান।

ফারুক এ প্রসঙ্গে বলেন, ‘আমি সিইওকে বলেছি যে, আমি এই রিপোর্টগুলো দেখতে চাই এবং তা দেখে সিদ্ধান্ত নেব। আমি মনে করি এটি প্রকাশ করা যৌক্তিক এবং আমার এতে কোনো সমস্যা নেই। তবে আইনের ব্যাপারটিও দেখতে হবে।

এর পাশাপাশি বিশ্বকাপের পারফরম্যান্স মূল্যায়নের ওপর ভিত্তি করলে চন্ডিকা হাথুরুসিংহে তার কোচের পদ ধরে রাখতে পারবেন কিনা, তাও অনিশ্চিত। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, শ্রীলঙ্কান কোচকে দলের ব্যর্থতার জন্য আংশিকভাবে দায়ী করা হয়েছে। তবে ফারুক নিশ্চিত করেছেন যে, দ্রুত কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না এবং তিনি স্বৈরাচারী হওয়ার ইচ্ছে রাখেন না।

তিনি বলেন, ‘আমরা হাথুরুসিংহের বিষয়ে আলোচনা করছি। কোনো তাড়াহুড়ো করতে চাই না।’

ফারুক বিসিবি প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়েও আশাবাদী। তিনি জানান, টুর্নামেন্টটি যথাসময়ে অনুষ্ঠিত হবে, যদিও কিছু ফ্র্যাঞ্চাইজি রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের কারণে অংশ নিতে চায় না।

‘আমরা বিপিএল আয়োজনের বিষয়ে আত্মবিশ্বাসী। প্রথম ম্যাচ ২৭ ডিসেম্বর নির্ধারিত হয়েছে এবং তার আগেই প্লেয়ার্স ড্রাফট হবে,’ জানান ফারুক। ‘এক বা দুই দল না আসতে চাইলে, আমরা সেই ফ্র্যাঞ্চাইজিগুলোর জন্য নতুন মালিক খুঁজে নেব।’

ফারুকের আশাবাদ, সব প্রতিকূলতা কাটিয়ে বিসিবি বিপিএল আয়োজন করতে সক্ষম হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রমিকদের স্বার্থে পাঁচ দফা বাস্তবায়নের আহ্বান শেখ বাবলুর

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মীদের নিয়োগবিধি বাস্তবায়নের দাবি

তারাগঞ্জের কালেক্টরেট বামনদিঘি ইকোপার্ক

ইরাকের সরকার গঠনে বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে সতর্ক করল যুক্তরাষ্ট্র

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলা

আগামী সপ্তাহের মধ্যে ইউক্রেনকে শান্তি পরিকল্পনা মানতে হবে: ট্রাম্প

ভেড়ামারায় দুর্বৃত্তের গুলিতে গরু ব্যবসায়ী নিহত

রুয়েট প্রাক্তন ছাত্রদল অ্যাসোসিয়েশন সভাপতি তুষার, সম্পাদক হাবীব

ভূমিকম্পে শিশু উন্নয়ন কেন্দ্রে ৪১ জন আহত

ক্যারিয়ার শেষে কত উইকেট চান জানালেন তাইজুল

১০

 ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করতে রাজউকের তাৎক্ষণিক পরিদর্শন

১১

মেসিকে ফিরিয়ে আনার ব্যাপারে যা বললেন ফ্লিক

১২

গৌহাটি টেস্টের আগে ভারত শিবিরে দুঃসংবাদ

১৩

শনিবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৪

এই প্রজন্মে অন্ধ আনুগত্য, ভাই পলিটিক্স চলবে না : শিবির সভাপতি

১৫

নাটকীয় জয়ের পরও নিজের ভুলে হতবাক আকবর

১৬

স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জিয়াউর রহমান : প্রধান উপদেষ্টা

১৭

নিউমার্কেট এলাকায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ 

১৮

ভূমিকম্পে ছেলের পর এবার চিকিৎসাধীন বাবার মৃত্যু

১৯

তারেক রহমানের জন্মদিনে ৫ হাজার মানুষকে উপহার দিলেন যুবদল নেতা

২০
X