স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০৫ পিএম
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২০ পিএম
অনলাইন সংস্করণ

ঘরের মাঠে হতাশাজনক পারফরম্যান্সে পাকিস্তান অধিনায়কের আক্ষেপ

পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। ছবি : সংগৃহীত
পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। ছবি : সংগৃহীত

পাকিস্তানের টেস্ট দলের অধিনায়ক শান মাসুদ ঘরের মাঠে টেস্ট সিরিজে বাংলাদেশে বিপক্ষে দলের হতাশাজনক পারফরম্যান্সে গভীর হতাশা প্রকাশ করেছেন। দীর্ঘ ১০ মাসের অপেক্ষার পর ঘরের মাঠে টেস্ট খেলার সুযোগ পেয়ে তিনি আশা করেছিলেন, দল ভালো পারফরম্যান্স করবে, তবে তা হয়নি বলে মনে করেন তিনি।

মাসুদ বলেন, ‘অত্যন্ত হতাশাজনক। ঘরের মাঠে টেস্ট ক্রিকেট দিয়ে মৌসুম শুরু করার জন্য আমরা অনেক অপেক্ষা করেছি, কিন্তু এটি আমাদের জন্য সুখকর হয়নি। আমরা কিছু শিক্ষা নিতে পারিনি বলে মনে হয়, বিশেষ করে অস্ট্রেলিয়ার বিপক্ষে যেমনটা হয়েছিল। সেখানে আমরা অনেক ভালো ক্রিকেট খেললেও ম্যাচগুলো শেষ করতে পারিনি। এখানেও একই সমস্যার পুনরাবৃত্তি হয়েছে।’

মাসুদ আরও উল্লেখ করেন, ‘এই সিরিজে আমাদের বেশ কিছু সুযোগ ছিল, বিশেষ করে যখন বাংলাদেশ ২৬ রানে ৬ উইকেট হারায়, তখন আমরা তাদের পুরোপুরি ম্যাচ থেকে বের করে দিতে পারিনি। এমনটা আমার অধিনায়কত্বের চারটি টেস্টেই হয়েছে। এখানেও প্রথম ইনিংসে ২৬ রানে ৬ উইকেট নেওয়ার পর আমরা তাদের ফিরিয়ে দিতে পারিনি, যা আমাদের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।’

মাসুদ পাকিস্তানের টেস্ট ক্রিকেটে ফিটনেস সমস্যার ওপর জোর দেন এবং বলেন, ‘টেস্ট ক্রিকেটে শারীরিক ও মানসিক ফিটনেস অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাঁচ দিন ধরে খেলার জন্য শারীরিক ফিটনেস খুবই প্রয়োজন। আমাদের খেলোয়াড়দের আরও ভালোভাবে প্রস্তুত হতে হবে এবং এই জায়গায় আরও উন্নতি করতে হবে।’

তাছাড়া তিনি বলেন, ‘আমাদের দলগতভাবে আরও ধারাবাহিক হতে হবে। অনেক বড় টেস্ট মৌসুম আমাদের সামনে রয়েছে, তাই আমাদের দ্রুতই শিখতে হবে। আমরা ভুল থেকে শিক্ষা নিচ্ছি এবং দলকে আরও সুযোগ দিচ্ছি। খেলোয়াড়দের মধ্যে ধারাবাহিকতা আনার চেষ্টা করছি।’

আসন্ন ইংল্যান্ড সিরিজ নিয়ে আশাবাদী শান মাসুদ বলেন, ‘আমাদের সামনে একটি মাস আছে প্রস্তুতির জন্য এবং ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের আগে খেলোয়াড়দের নিজেদের সেরা পারফরম্যান্সের জন্য প্রস্তুত হতে হবে। আমরা আশা করছি, ভবিষ্যতে ভালো পারফর্ম করতে পারব।’

শান মাসুদের কথায় বোঝা যায় যে, পাকিস্তান টেস্ট দলকে আরও ফিট ও মানসিকভাবে শক্তিশালী করে তুলতে তিনি যথেষ্ট মনোযোগী এবং সামনে আসা ব্যস্ত টেস্ট মৌসুমে তাদের ভালো পারফরম্যান্স দেখানোর জন্য উদগ্রীব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরাক থেকে প্রচুর তেল নিচ্ছে চীন-ভারত

‘রোহিত-বিরাটের বিদায়ের পিছনে দায় গম্ভীরের’

৫ কোটি টাকার অবৈধ সম্পদ, এনবিআরের সদস্য বেলালের নামে দুদকের মামলা

ঢাকার আদালতে ১৩৫ কোটি টাকার মাদক ধ্বংস

আ.লীগ নেতার হিমাগারে সেফটি পিন ফুটিয়ে তিন ভাইবোনকে নির্মম নির্যাতন

ক্রিকেট বোর্ডের নির্বাচনে সরকারের হস্তক্ষেপের প্রমাণ আছে : আমিনুল হক

প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসএসএফ স্টাফ কারাগারে

ধান গবেষণা ইনস্টিটিউটে কাজের সুযোগ, আবেদন যেভাবে

পাকিস্তানের কাছে উন্নত ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

ইংল্যান্ডের বিপক্ষে ১৭৮ রানে অলআউট বাংলাদেশ

১০

সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

১১

সাবেক এমপি বুবলীসহ ১৭ জন রিমান্ডে

১২

ঘুষের টাকাসহ কাস্টমস কর্মকর্তা শামীমা ও সহযোগী গ্রেপ্তার

১৩

বেনাপোল কাস্টমসের সাবেক কমিশনারের বিরুদ্ধে দুদকের মামলা

১৪

নখকুনি কেন হয়? ঘরোয়া উপায়ে সারাবেন যেভাবে

১৫

১৮ জেলায় রাতের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১৬

অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সিএসই টেক ফেস্ট ২০২৫ অনুষ্ঠিত

১৭

ট্রাক-পিকআপ সংঘর্ষে ২ শ্রমিক নিহত

১৮

টঙ্গীতে উপদেষ্টার গাড়ি আটকে বিক্ষোভ

১৯

আপনার মোবাইল দিয়েই করুন টাইফয়েড টিকার রেজিস্ট্রেশন

২০
X