স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০৫ পিএম
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২০ পিএম
অনলাইন সংস্করণ

ঘরের মাঠে হতাশাজনক পারফরম্যান্সে পাকিস্তান অধিনায়কের আক্ষেপ

পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। ছবি : সংগৃহীত
পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। ছবি : সংগৃহীত

পাকিস্তানের টেস্ট দলের অধিনায়ক শান মাসুদ ঘরের মাঠে টেস্ট সিরিজে বাংলাদেশে বিপক্ষে দলের হতাশাজনক পারফরম্যান্সে গভীর হতাশা প্রকাশ করেছেন। দীর্ঘ ১০ মাসের অপেক্ষার পর ঘরের মাঠে টেস্ট খেলার সুযোগ পেয়ে তিনি আশা করেছিলেন, দল ভালো পারফরম্যান্স করবে, তবে তা হয়নি বলে মনে করেন তিনি।

মাসুদ বলেন, ‘অত্যন্ত হতাশাজনক। ঘরের মাঠে টেস্ট ক্রিকেট দিয়ে মৌসুম শুরু করার জন্য আমরা অনেক অপেক্ষা করেছি, কিন্তু এটি আমাদের জন্য সুখকর হয়নি। আমরা কিছু শিক্ষা নিতে পারিনি বলে মনে হয়, বিশেষ করে অস্ট্রেলিয়ার বিপক্ষে যেমনটা হয়েছিল। সেখানে আমরা অনেক ভালো ক্রিকেট খেললেও ম্যাচগুলো শেষ করতে পারিনি। এখানেও একই সমস্যার পুনরাবৃত্তি হয়েছে।’

মাসুদ আরও উল্লেখ করেন, ‘এই সিরিজে আমাদের বেশ কিছু সুযোগ ছিল, বিশেষ করে যখন বাংলাদেশ ২৬ রানে ৬ উইকেট হারায়, তখন আমরা তাদের পুরোপুরি ম্যাচ থেকে বের করে দিতে পারিনি। এমনটা আমার অধিনায়কত্বের চারটি টেস্টেই হয়েছে। এখানেও প্রথম ইনিংসে ২৬ রানে ৬ উইকেট নেওয়ার পর আমরা তাদের ফিরিয়ে দিতে পারিনি, যা আমাদের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।’

মাসুদ পাকিস্তানের টেস্ট ক্রিকেটে ফিটনেস সমস্যার ওপর জোর দেন এবং বলেন, ‘টেস্ট ক্রিকেটে শারীরিক ও মানসিক ফিটনেস অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাঁচ দিন ধরে খেলার জন্য শারীরিক ফিটনেস খুবই প্রয়োজন। আমাদের খেলোয়াড়দের আরও ভালোভাবে প্রস্তুত হতে হবে এবং এই জায়গায় আরও উন্নতি করতে হবে।’

তাছাড়া তিনি বলেন, ‘আমাদের দলগতভাবে আরও ধারাবাহিক হতে হবে। অনেক বড় টেস্ট মৌসুম আমাদের সামনে রয়েছে, তাই আমাদের দ্রুতই শিখতে হবে। আমরা ভুল থেকে শিক্ষা নিচ্ছি এবং দলকে আরও সুযোগ দিচ্ছি। খেলোয়াড়দের মধ্যে ধারাবাহিকতা আনার চেষ্টা করছি।’

আসন্ন ইংল্যান্ড সিরিজ নিয়ে আশাবাদী শান মাসুদ বলেন, ‘আমাদের সামনে একটি মাস আছে প্রস্তুতির জন্য এবং ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের আগে খেলোয়াড়দের নিজেদের সেরা পারফরম্যান্সের জন্য প্রস্তুত হতে হবে। আমরা আশা করছি, ভবিষ্যতে ভালো পারফর্ম করতে পারব।’

শান মাসুদের কথায় বোঝা যায় যে, পাকিস্তান টেস্ট দলকে আরও ফিট ও মানসিকভাবে শক্তিশালী করে তুলতে তিনি যথেষ্ট মনোযোগী এবং সামনে আসা ব্যস্ত টেস্ট মৌসুমে তাদের ভালো পারফরম্যান্স দেখানোর জন্য উদগ্রীব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন ও ইউনিভার্সেল মেডিকেলের স্বাস্থ্য চুক্তি

ভূমিকম্পে নিহত রাফিকে শেষ দেখা দেখলেন মুর্মূষু মা

নরসিংদীতে ফের ভূমিকম্প, বাড়ছে আতঙ্ক

বাংলাদেশ গড়তে তারেক রহমানের বিকল্প নেই : দুলু

এক যুগ আগে ঝুঁকিপূর্ণ ঘোষণা, ৩২ ভবনে এখনো মানুষের বাস

মেট্রোরেল লাইনের ওপর পড়ল ড্রোন, অতঃপর...

জাতীয় নার্স কমিশন হতেই হবে : ফরহাদ মজহার

রাজধানীতে চলন্ত বাসে আগুন

আগামীতে দিনের ভোট রাতে আর হবে না : সেলিমুজ্জামান

জামায়াত প্রার্থীর শোডাউনে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

১০

ঢাকা বিশ্ববিদ্যালয় সাময়িক বন্ধ ঘোষণার দাবি ডাকসুর

১১

কালিগঞ্জে লিফলেট বিতরণ কর্মসূচি : ডা. শহিদুলের সঙ্গে হাজারো নেতাকর্মীর পদযাত্রা

১২

বান্দরবান বিশ্ববিদ্যালয় / শিক্ষার মান উন্নয়নে স্থায়ী ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম স্থানান্তরের সিদ্ধান্ত

১৩

আইসল্যান্ডে দিনে ১,৬০০ ভূমিকম্প, স্বাভাবিক না ভয়াবহ সংকেত?

১৪

ভূমিকম্পে হতাহত পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা

১৫

অবরোধের ঘোষণা চট্টগ্রাম বন্দর রক্ষা পরিষদের

১৬

ভূমিকম্প আতঙ্ক / ঢাবির পর জবিরও ক্লাস-পরীক্ষা বন্ধ

১৭

নেই কোনো পানিপ্রবাহ, তবু নির্মাণ হচ্ছে ৯ কোটি টাকার সেতু

১৮

বাংলাদেশ ও ভুটানের মধ্যে দুটি সমঝোতা স্মারক সই

১৯

আগামী নির্বাচন গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠার মুহূর্ত : শেখ আব্দুল্লাহ

২০
X