স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০৫ পিএম
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২০ পিএম
অনলাইন সংস্করণ

ঘরের মাঠে হতাশাজনক পারফরম্যান্সে পাকিস্তান অধিনায়কের আক্ষেপ

পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। ছবি : সংগৃহীত
পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। ছবি : সংগৃহীত

পাকিস্তানের টেস্ট দলের অধিনায়ক শান মাসুদ ঘরের মাঠে টেস্ট সিরিজে বাংলাদেশে বিপক্ষে দলের হতাশাজনক পারফরম্যান্সে গভীর হতাশা প্রকাশ করেছেন। দীর্ঘ ১০ মাসের অপেক্ষার পর ঘরের মাঠে টেস্ট খেলার সুযোগ পেয়ে তিনি আশা করেছিলেন, দল ভালো পারফরম্যান্স করবে, তবে তা হয়নি বলে মনে করেন তিনি।

মাসুদ বলেন, ‘অত্যন্ত হতাশাজনক। ঘরের মাঠে টেস্ট ক্রিকেট দিয়ে মৌসুম শুরু করার জন্য আমরা অনেক অপেক্ষা করেছি, কিন্তু এটি আমাদের জন্য সুখকর হয়নি। আমরা কিছু শিক্ষা নিতে পারিনি বলে মনে হয়, বিশেষ করে অস্ট্রেলিয়ার বিপক্ষে যেমনটা হয়েছিল। সেখানে আমরা অনেক ভালো ক্রিকেট খেললেও ম্যাচগুলো শেষ করতে পারিনি। এখানেও একই সমস্যার পুনরাবৃত্তি হয়েছে।’

মাসুদ আরও উল্লেখ করেন, ‘এই সিরিজে আমাদের বেশ কিছু সুযোগ ছিল, বিশেষ করে যখন বাংলাদেশ ২৬ রানে ৬ উইকেট হারায়, তখন আমরা তাদের পুরোপুরি ম্যাচ থেকে বের করে দিতে পারিনি। এমনটা আমার অধিনায়কত্বের চারটি টেস্টেই হয়েছে। এখানেও প্রথম ইনিংসে ২৬ রানে ৬ উইকেট নেওয়ার পর আমরা তাদের ফিরিয়ে দিতে পারিনি, যা আমাদের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।’

মাসুদ পাকিস্তানের টেস্ট ক্রিকেটে ফিটনেস সমস্যার ওপর জোর দেন এবং বলেন, ‘টেস্ট ক্রিকেটে শারীরিক ও মানসিক ফিটনেস অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাঁচ দিন ধরে খেলার জন্য শারীরিক ফিটনেস খুবই প্রয়োজন। আমাদের খেলোয়াড়দের আরও ভালোভাবে প্রস্তুত হতে হবে এবং এই জায়গায় আরও উন্নতি করতে হবে।’

তাছাড়া তিনি বলেন, ‘আমাদের দলগতভাবে আরও ধারাবাহিক হতে হবে। অনেক বড় টেস্ট মৌসুম আমাদের সামনে রয়েছে, তাই আমাদের দ্রুতই শিখতে হবে। আমরা ভুল থেকে শিক্ষা নিচ্ছি এবং দলকে আরও সুযোগ দিচ্ছি। খেলোয়াড়দের মধ্যে ধারাবাহিকতা আনার চেষ্টা করছি।’

আসন্ন ইংল্যান্ড সিরিজ নিয়ে আশাবাদী শান মাসুদ বলেন, ‘আমাদের সামনে একটি মাস আছে প্রস্তুতির জন্য এবং ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের আগে খেলোয়াড়দের নিজেদের সেরা পারফরম্যান্সের জন্য প্রস্তুত হতে হবে। আমরা আশা করছি, ভবিষ্যতে ভালো পারফর্ম করতে পারব।’

শান মাসুদের কথায় বোঝা যায় যে, পাকিস্তান টেস্ট দলকে আরও ফিট ও মানসিকভাবে শক্তিশালী করে তুলতে তিনি যথেষ্ট মনোযোগী এবং সামনে আসা ব্যস্ত টেস্ট মৌসুমে তাদের ভালো পারফরম্যান্স দেখানোর জন্য উদগ্রীব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবীনগরে যুবদলের সব কমিটি স্থগিত

ঢাকার শীত নিয়ে নতুন বার্তা

চীনের সঙ্গে চুক্তি নিয়ে কানাডাকে হুমকি দিল ট্রাম্প

দেশে ভূমিকম্প অনুভূত

ভারত থেকে দেশে ঢুকল ৮ ট্রাক বিস্ফোরক, নিরাপত্তা জোরদার

মিনিয়াপোলিসে গুলিতে আরেক মার্কিন নাগরিক নিহত

রাষ্ট্রদূতদের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক আজ

গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে সরকারের প্রচার বৈধ : আলী রীয়াজ

ওসমান হাদির সন্তান ও ভাইয়ের নিরাপত্তা চেয়ে থানায় জিডি

প্রশান্ত মহাসাগরে মার্কিন বাহিনীর হামলা, নিহত ২

১০

কুমিল্লায় তিনটি জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান

১১

রোববার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১২

বাংলাদেশের আগে নির্দিষ্ট কোনো দেশে খেলতে অস্বীকৃতি জানিয়েছিল যে ৬ দেশ

১৩

মা-শিশুর পাশাপাশি দাফন, কারা ফটকে থেমে রইল স্বামীর শেষ দেখা

১৪

ভারতের প্রজাতন্ত্র দিবসে হাইকমিশনের বর্ণাঢ্য আয়োজন

১৫

সাকিবের জাতীয় দলে ফেরা ইস্যুতে যা বললেন আসিফ

১৬

কেন্দ্রীয় চুক্তিতেও থাকছেন সাকিব, যা জানাল বিসিবি

১৭

বুধবার রাজশাহী যাচ্ছেন তারেক রহমান

১৮

ড. ফরিদুজ্জামান ফরহাদ / অবহেলিত নড়াইলের উন্নয়নের জন্য ধানের শীষকে বিজয়ী করুন

১৯

১০ দলীয় নির্বাচনী ঐক্যে যুক্ত হলো লেবার পার্টি

২০
X