স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৪২ পিএম
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ সিরিজের আগে জাদেজার বিজেপিতে যোগদান

বিজেপি সভাপতি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে রবীন্দ্র জাদেজা ও তার স্ত্রী । ছবি : সংগৃহীত
বিজেপি সভাপতি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে রবীন্দ্র জাদেজা ও তার স্ত্রী । ছবি : সংগৃহীত

সেপ্টেম্বরের ১৯ তারিখ বাংলাদেশের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল। টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য গুরুত্বপূর্ণ এই সিরিজের আগে অবশ্য ভারতীয় শিবিরে নতুন খবর। ভারতের স্পিন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি)।

জাদেজার স্ত্রী রিভাবা জাদেজা, যিনি গুজরাটের জামনগর উত্তর বিধানসভা থেকে বিজেপি এমএলএ হিসেবে দায়িত্ব পালন করছেন, বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সামাজিক মাধ্যম এক্সে তাদের দুজনের সদস্যপদ কার্ড শেয়ার করেন।

রবীন্দ্র জাদেজা চলতি বছরের ৩০ জুন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন। একদিন আগেই বার্বাডোজে অনুষ্ঠিত ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর ভারতীয় দলের সদস্য হিসেবে তার অবসরের এ ঘোষণা আসে।

৩৬ বছর বয়সী অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ভারতের জাতীয় দলে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি ৭২টি টেস্ট এবং ১৯৭টি ওয়ানডে খেলেছেন, যেখানে তার সংগ্রহে রয়েছে যথাক্রমে ২৯৪ ও ২২০টি উইকেট। ব্যাট হাতে তিনি উভয় ফরম্যাটে মোট ৬,০০০ রান করেছেন।

২০১৩ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে জাদেজা ছিলেন ভারতীয় দলের শিরোপা জয়ের অন্যতম প্রধান অস্ত্র, টুর্নামেন্টে সর্বোচ্চ ১২টি উইকেট শিকার করেছিলেন তিনি।

টি-টোয়েন্টি ফরম্যাটে, জাদেজা আইপিএলে চারটি শিরোপাজয়ী দলের সদস্য ছিলেন—একবার রাজস্থান রয়্যালস এবং তিনবার চেন্নাই সুপার কিংসের হয়ে খেলে তিনি এই সাফল্য অর্জন করেন।

এদিকে এই সপ্তাহে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিজেপির ২০২৪ সালের সদস্যপদ অভিযান ‘সংগঠন পর্ব, সদস্যতা অভিযান ২০২৪’-এর সূচনা করেছেন। এই অভিযানে ১০ কোটি নতুন সদস্য যোগ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর আগে ২০১৪ থেকে ২০১৯ সালের মধ্যে বিজেপিতে ১৮ কোটি সদস্য নিবন্ধিত হয়েছিলেন।

প্রধানমন্ত্রী মোদি বলেন, এই সদস্যপদ অভিযান শুধু সদস্য সংখ্যা বৃদ্ধির প্রচেষ্টা নয়, এটি দলের পরিবার সম্প্রসারণ এবং একটি আদর্শগত আন্দোলনের অংশ। তিনি দলের কর্মীদের নতুন সদস্য সংগ্রহের জন্য বিশেষ করে যুবসমাজের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান।

‘যেখানে বিজেপি জনপ্রিয়, সেখানে সদস্য সংগ্রহ করা সহজ, তবে আমাদের চ্যালেঞ্জপূর্ণ এলাকাগুলোতে কাজ করতে হবে এবং সেখানে সমর্থন বাড়াতে হবে,’ বলেন মোদি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসিনার বক্তব্য প্রচার নিয়ে অন্তর্বর্তী সরকারে কড়া বার্তা

ট্রাকচালকদের ভিসা বন্ধ যুক্তরাষ্ট্রে, কারণ কী?

গুদামে মজুত ছিল সরকারি বরাদ্দের ৩৫ বস্তা চাল

রক্তচাপ সম্পর্কে যা জানা জরুরি

লুটপাট-চাঁদাবাজি বন্ধে পিআর পদ্ধতির বিকল্প নেই : মুজিবুর রহমান

 ১০ হাজার ‘বীর’ সেনাকে সম্মান জানালেন কিম

সাংবাদিক বিভুরঞ্জন সরকার ‘নিখোঁজ’ 

নির্মাণাধীন সেতুর দড়ি ছিঁড়ে নিহত ৭, নিখোঁজ ৯

ছাত্র আন্দোলনে সমর্থন জানিয়ে দেশ ছাড়ার মতো অবস্থায় তারকা খেলোয়াড়

নির্বাচন বিলম্বিত হলে পতিত স্বৈরাচার লাভবান হবে : ডা. জাহিদ 

১০

থানা হাজতে যুবকের মৃত্যু, পুলিশ বলছে ‘আত্মহত্যা’

১১

সাড়ে ১০ কেজি হরিণের মাংসসহ শিকারি আটক

১২

বাড়িভাড়ার কথা বলে ঘরে প্রবেশ, হাত-পা বেঁধে লুটের পর বৃদ্ধাকে হত্যা

১৩

লরি উল্টে প্রাইভেটকারের ওপর, নিহত ৪

১৪

‘২৪ ঘণ্টা সিসি ক্যামেরার আওতায় থাকবে সাদা পাথর এলাকা’

১৫

তোপের মুখে স্বাধীন খসরু

১৬

দুটির বদলে একটি মিষ্টি পেয়ে মন্ত্রীকে ফোন, অতঃপর...

১৭

টানা ১০ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস

১৮

জাহান্নামের দরজা শিগগির খুলবে : ইসরায়েল

১৯

আ.লীগ কর্মীর বাড়িতে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ 

২০
X