ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫৬ পিএম
আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১১ পিএম
অনলাইন সংস্করণ

ভারত সিরিজের বলও টাইগার বোলারদের জন্য চ্যালেঞ্জ

অনুশীলনে বাংলাদেশ দল। ছবি : বিসিবি
অনুশীলনে বাংলাদেশ দল। ছবি : বিসিবি

ভারতের বিপক্ষে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি সামনে রেখে পুরোদমে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সোমবার (৮ সেপ্টেম্বর) বোলিং নেটে দেখা গেছে শরীফুল ইসলাম, হাসান মাহমুদদেরও।

ভারত সিরিজের প্রস্তুতিতে বাংলাদেশের জন্য বলের সঙ্গে মানিয়ে নেওয়া একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কেননা, দেশে কিংবা পাকিস্তানের মাটিতে সর্বশেষ কোকাবুরা বলে খেলেছে বাংলাদেশ দল।

তবে ভারতে খেলতে হবে এসজি বলে। স্বাভাবিকভাবে কোকাবুরার চেয়ে এসজি বল কিছুটা ভারী হয়। তাই আলাদা করে প্রস্তুতি নিতে হচ্ছে বাংলাদেশের ক্রিকেটারদের। যেমন শরীফুল ইসলামও বলেছেন বলের ভিন্নতা নিয়ে প্রস্তুতির কথা।

বিসিবি মিডিয়াতে প্রস্তুতি নিয়ে শরীফুল বলেন, ‘আমাদের প্রস্তুতি ভালো হচ্ছে, আরও ভালো মতো নেব। বল যেহেতু একটা ফ্যাক্ট। আমরা খেলছি কোকাবুরাতে, এখন খেলব এসজিতে—এটার সঙ্গে আমরা যত মানিয়ে নিতে পারব, ততই আমাদের জন্য ভালো।’

বলের সঙ্গে মানিয়ে নিতে পারলে সিরিজে ভালো ফলও করা সম্ভব হবে বলে বিশ্বাস করেন বাঁ হাতি এ পেসার, ‘আমরা বলের সঙ্গে মানিয়ে নিতে পারলে হয়তোবা ভালো একটা ফল পাব, ইনশাআল্লাহ।’

পাকিস্তানের মাটিতে ২-০ ব্যবধানে টেস্ট জিতে আত্মবিশ্বাসী বাংলাদেশ। তবে প্রতিপক্ষ যখন ভারত, তখন চ্যালেঞ্জও থেকে যায় বড়। দলটির বিপক্ষে টেস্ট জেতার কোনো রেকর্ডও নেই নাজমুল হোসেন শান্তর দলের।

তবে শরীফুল বিশ্বাস করেন ভালো করতে পারলে বৈশ্বিকভাবেই মূল্যায়ন বাড়বে বাংলাদেশের। তার মতে, ‘ভারত তুলনামূলক টেস্টে পাকিস্তানের চেয়ে এগিয়ে থাকা দল। ওরা বড় একটা দল। আমার মনে হয় বড় দলের সঙ্গে যদি আমরা ভালো করি, তাহলে বিশ্ব আমাদের দেখবে...(মূল্যায়ন) করবে। আমার মনে হয় ভারত সিরিজটা ভালো করলে আমাদের ভালো লাগবে।’ ভারতের বিপক্ষেও জয় দিয়ে সিরিজ শুরু করতে চান জানিয়ে তরুণ এই পেসার বলেন, ‘আমরা চেষ্টা করব, যেভাবে অনুশীলন করছি, সেভাবে ফল যেন আসে। আমরা চেষ্টা করব, যেন জয় দিয়ে শুরু করতে পারি। কারণ, আমরা একটা ভালো সিরিজ শেষ করেছি, আমাদের মধ্যে আত্মবিশ্বাস আছে...সেভাবে চেষ্টা করব।’

পাকিস্তানের মাটিতে প্রথম টেস্টে দুর্দান্ত ছিলেন শরীফুল। কিন্তু দ্বিতীয় টেস্টের আগেই চোটে পড়েন তিনি। তার পরিবর্তে খেলেছিলেন তাসকিন আহমেদ। দুর্দান্ত পারফর্ম করেছেন তাসকিনও। দলে পেসারদের এমন প্রতিদ্বন্দ্বিতাকে বাংলাদেশের জন্য ইতিবাচক মনে করেন শরীফুল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘরেই বানিয়ে ফেলুন দারুণ নরম চকোলেট স্পঞ্জ কেক

অভিনব কায়দায় অসুস্থ সাজলেন আসামি, সিসিটিভি দেখে বিস্মিত বিচারক

ইসরায়েলি উপকূলে ঘুরছিল বিপন্ন তিমি হাঙর, গাজায় গিয়ে ধরা

অভিনয়ে সালসাবিল

পুরুষদের পেলভিক ব্যথার চিকিৎসা ও করণীয়

মিরপুরের পিচ নিয়ে স্যামির সন্দেহ

যে ৬ অভ্যাস নীরবে নষ্ট করছে আপনার মেরুদণ্ড

জুলাই সনদ স্বাক্ষর নতুন অধ্যায়ের সূচনা : মির্জা ফখরুল

বৃহত্তর যশোর সমিতি ঢাকার সভাপতি ওবায়দুর সম্পাদক নাসির

চলতি অক্টোবরে যেভাবে মিলতে পারে টানা ৪ দিনের ছুটি

১০

অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ দিচ্ছে আকিজ গ্রুপ

১১

জুলাই সনদ স্বাক্ষর / এনসিপির অনুপস্থিতি নিয়ে যা বললেন আসিফ নজরুল

১২

জুলাই সনদ সই অনুষ্ঠানস্থলের পাশে ‘নোয়াখালী বিভাগ চাই’ স্লোগান

১৩

ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ

১৪

রাতে খাবার বন্ধ করলে ওজন কমে কি

১৫

জুলাই সনদ স্বাক্ষর নিয়ে নাহিদের প্রতিক্রিয়া

১৬

তৃণমূল নেতাকর্মীদের এক হয়ে কাজ করতে হবে : মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু

১৭

শনিবার খোলা থাকবে ব্যাংক

১৮

পরিবারের সবাইকে জিম্মি করে ডাকাতি, বাধা দেওয়ায় বৃদ্ধাকে হত্যা

১৯

জামাইয়ের দেওয়া আগুনে পুড়ে ছাই শ্বশুরের ব্যবসা প্রতিষ্ঠান

২০
X