অবশেষে রানের দেখা পেয়েছেন লিটন কুমার দাস। কানাডায় অনুষ্ঠিত গ্লোবাল টি-টোয়েন্টি লিগে ফিফটি তুলে সারে জাগুয়ার্সকে ৬ উইকেটের জয় এনে দেয় বাংলাদেশ ওপেনার।
মঙ্গলবার (১ আগস্ট) প্রথমে ব্যাটিং নেমে ৯ উইকেটে ১২৮ রান করে ব্রাম্পটন উলভস। জবাবে লিটন দাসের ফিফটিতে ৪ উইকেট হারিয়ে ১৩২ রান তুলে নেয় সারে জাগুয়ার্স। ৫৭ রানের ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার পান লিটন।
টস হেরে ব্যাটিংয়ে নামে ব্রাম্পটন। সারের নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ১২৮ রান সংগ্রহ করে ব্রাম্পটন। দলের পক্ষে সর্বোচ্চ ৩৪ রান করেন কিউই অলরাউন্ডার কলিন ডি গ্রান্ডহোম। বাকিদের মধ্যে অ্যারন জনসন, মার্ক চাপম্যান ও নিতিশ কুমার প্রত্যেকে ১৪ রান করেন। সারের হয়ে আম্মার খালিদ, ম্যাথিও ফোর্ড ও আয়ান খান দুটি করে উইকেট শিকার করেন। স্পেন্সার জনসন ও ইফতিখার আহমেদ ১টি করে উইকেট নেন।
১২৯ রানের জবাবে ১৬ রানের মধ্যেই দুই ওপেনার জতিন্দর সিং ও মোহাম্মদ হারিসকে হারায় সারে জাগুয়ার্স। চতুর্থ উইকেটে লিটন ও ইফতিখার ৯৯ রানের দারুণ এক জুটি গড়েন। লিটন সমান তিনটি ছক্কা ও চারে ৪৫ বলে ৫৯ রান করেন। ইফতিখার ২ ছক্কায় ৩৮ রানে অপরাজিত থাকেন। তাতেই ৬ উইকেটে জিতে মাঠ ছাড়ে জাগুয়ার্স। ব্রাম্পটনের টিম সাউদি, লগান ভ্যান বিক, ক্রিস গ্রিন ও শাহিদ আহমাদজাই ১টি করে উইকেট শিকার করেন।
মন্তব্য করুন