স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪২ পিএম
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

রোহিতের কটাক্ষের পরদিন বাংলাদেশ দলকে গম্ভীরের সমীহ

গৌতম গম্ভীর ও রোহিত শর্মা। ছবি : সংগৃহীত
গৌতম গম্ভীর ও রোহিত শর্মা। ছবি : সংগৃহীত

আগের দিন সংবাদ সম্মেলনে বাংলাদেশ দল নিয়ে কটাক্ষের সুরে কথা বলেছিলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। পরদিন নিজেদের মনোভাব পরিবর্তন হয়েছে ভারতীয় দলের। আসন্ন টেস্ট সিরিজে শান্ত-মিরাজদের সম্মান করার কথা জানান দলটির নতুন কোচ গৌতম গম্ভীর।

টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর কোচের দায়িত্ব ছেড়ে দেন রাহুল দ্রাবিড়। নতুন কোচ হিসেবে নিয়োগ পান গম্ভীর। তার অধীনে শ্রীলঙ্কা সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলে ভারত। তিনি দায়িত্ব নেওয়ার পর টেস্টে ভারতের প্রথম প্রতিপক্ষ বাংলাদেশ।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) চেন্নাইয়ে শুরু হবে হবে বাংলাদেশ-ভারতের দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। এর আগে সংবাদ সম্মেলনে কথা বলেন গম্ভীর। জানান নিজেদের স্টাইলে ক্রিকেট খেলবে ভারত, ‘দেখুন, আমি সব সময় বিশ্বাস করে এসেছি, সেটাই সেরা স্টাইল যে স্টাইলে খেললে দল জিতে। আমরা সেই দল হতে চাই যারা সব পরিস্থিতিতে মানিয়ে নেয় এবং দ্রুত সবকিছু রপ্ত করে। আমরা ম্যাচের অবস্থা ও কন্ডিশন বুঝে খেলতে চাই এবং উন্নতি করতে চাই।’

স্টাইল নয় ম্যাচ জয়কে বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি, ‘এই যে কেউ একটা স্টাইলে খেলা শুরু করা, সেটার নাম দেওয়া…দেখুন, খেলার মূল কথা হচ্ছে জয়। যেটা মাত্রই বললাম, সেটাই সেরা স্টাইল যে স্টাইলে খেললে জেতা যায়।’

প্রতিপক্ষ নিয়ে নিজের মত তুলে ধরেন গম্ভীর, ‘আমরা কাউকে ভয় পাই না, কিন্তু সবাইকে সম্মান করি —আমি এটা খুব করে বিশ্বাস করি। আমরা বাংলাদেশকে সম্মান করি।’

বাংলাদেশ নয় নিজেদের খেলা নিয়ে বেশি ভাবছেন তিনি, ‘আমরা যে ধরনের ক্রিকেট খেলতে চাইব, সেটাই খেলব। আমাদের সবটা দিতে চাই। কারণ চ্যাম্পিয়ন দলগুলো এটাই করে। ওরা প্রতিপক্ষের দিকে তাকায় না। ওরা ম্যাচ নিয়ন্ত্রণ করে, যেভাবে খেলতে চায় সেভাবেই খেলে থাকে। আগে যেটা বললাম, বাংলাদেশকে আমরা সম্মান করি এবং সেটা থাকবে।’

এ সময় নিয়ে পাকিস্তানের মাটিতে বাংলাদেশ দলের জয় নিয়েও কথা বলেন, ‘আমি বাংলাদেশকে অভিনন্দন জানাই পাকিস্তানে ওদের পারফরম্যান্সের জন্য। তবে এটা নতুন সিরিজ, নতুন প্রতিপক্ষ। আমাদের জন্য আমাদের সেরা ক্রিকেটটা খেলা জরুরি। এটাই গুরুত্বপূর্ণ।’

অভিজ্ঞ টাইগার ক্রিকেটারদের প্রশংসা করে সতর্ক থাকার কথা জানান তিনি, ‘বাংলাদেশের বেশ কিছু অভিজ্ঞ ক্রিকেটার আছে। সাকিবের অভিজ্ঞতা আছে, মুশফিকেরও। খুব ভালো বোলিং আক্রমণ। মেহেদীও আছে। বুঝতেই পারছেন, বাংলাদেশে প্রতিভা আছে। তবে আমাদের জন্য প্রথম বল থেকে সতর্ক থাকতে হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘নীরবে’ চলে এলো বিপিএলের ফাইনাল, শেষ হাসি হাসবে কে

ঢাকা-১০ আসন / শহীদ পরিবারদের নিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন জামায়াত প্রার্থী 

‘বাধ্য’ হয়ে বিশ্বকাপ দলে আনতে হলো পরিবর্তন

শিশুকে নির্যাতন করা সেই স্কুলের ব্যবস্থাপক গ্রেপ্তার

নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে উঠে গেল বাস, নিহত ২

ইরানের উদ্দেশ্যে যুদ্ধজাহাজের বড় বহর পাঠাল যুক্তরাষ্ট্র

বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের রিঅ্যাক্টর চালুর প্রক্রিয়া স্থগিত

ঢাকার শীত নিয়ে নতুন তথ্য দিল আবহাওয়া অফিস

রাজধানীতে আজ কোথায় কী

অজানা ভাইরাসে মরছে গাজার মানুষ

১০

বাসচাপায় প্রাণ গেল শ্যালক-দুলাভাইয়ের, বাসে আগুন দিল বিক্ষুব্ধরা

১১

শুক্রবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১২

২৩ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

১৩

১৬ ঘণ্টায় সাত জেলায় সমাবেশ, ভোরে ঢাকায় ফিরলেন তারেক রহমান

১৪

সাত মাস পর কারামুক্তি, ৫ মিনিট পর ফের গ্রেপ্তার

১৫

এবারও ভোট নিয়ে ষড়যন্ত্র হচ্ছে : তারেক রহমান

১৬

জবি সিন্ডিকেটের সদস্য হলেন অধ্যাপক ড. মঞ্জুর মুর্শেদ

১৭

বিদ্যার দেবী সরস্বতী পূজা আজ

১৮

রাজউক অধ্যাদেশ জারি, বোর্ড সদস্য হবেন ৭ জন

১৯

নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থায় ব্যালট বাক্স ছিনতাই সম্ভব নয় : স্বরাষ্ট্র উপদেষ্টা

২০
X