স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪২ পিএম
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

রোহিতের কটাক্ষের পরদিন বাংলাদেশ দলকে গম্ভীরের সমীহ

গৌতম গম্ভীর ও রোহিত শর্মা। ছবি : সংগৃহীত
গৌতম গম্ভীর ও রোহিত শর্মা। ছবি : সংগৃহীত

আগের দিন সংবাদ সম্মেলনে বাংলাদেশ দল নিয়ে কটাক্ষের সুরে কথা বলেছিলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। পরদিন নিজেদের মনোভাব পরিবর্তন হয়েছে ভারতীয় দলের। আসন্ন টেস্ট সিরিজে শান্ত-মিরাজদের সম্মান করার কথা জানান দলটির নতুন কোচ গৌতম গম্ভীর।

টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর কোচের দায়িত্ব ছেড়ে দেন রাহুল দ্রাবিড়। নতুন কোচ হিসেবে নিয়োগ পান গম্ভীর। তার অধীনে শ্রীলঙ্কা সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলে ভারত। তিনি দায়িত্ব নেওয়ার পর টেস্টে ভারতের প্রথম প্রতিপক্ষ বাংলাদেশ।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) চেন্নাইয়ে শুরু হবে হবে বাংলাদেশ-ভারতের দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। এর আগে সংবাদ সম্মেলনে কথা বলেন গম্ভীর। জানান নিজেদের স্টাইলে ক্রিকেট খেলবে ভারত, ‘দেখুন, আমি সব সময় বিশ্বাস করে এসেছি, সেটাই সেরা স্টাইল যে স্টাইলে খেললে দল জিতে। আমরা সেই দল হতে চাই যারা সব পরিস্থিতিতে মানিয়ে নেয় এবং দ্রুত সবকিছু রপ্ত করে। আমরা ম্যাচের অবস্থা ও কন্ডিশন বুঝে খেলতে চাই এবং উন্নতি করতে চাই।’

স্টাইল নয় ম্যাচ জয়কে বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি, ‘এই যে কেউ একটা স্টাইলে খেলা শুরু করা, সেটার নাম দেওয়া…দেখুন, খেলার মূল কথা হচ্ছে জয়। যেটা মাত্রই বললাম, সেটাই সেরা স্টাইল যে স্টাইলে খেললে জেতা যায়।’

প্রতিপক্ষ নিয়ে নিজের মত তুলে ধরেন গম্ভীর, ‘আমরা কাউকে ভয় পাই না, কিন্তু সবাইকে সম্মান করি —আমি এটা খুব করে বিশ্বাস করি। আমরা বাংলাদেশকে সম্মান করি।’

বাংলাদেশ নয় নিজেদের খেলা নিয়ে বেশি ভাবছেন তিনি, ‘আমরা যে ধরনের ক্রিকেট খেলতে চাইব, সেটাই খেলব। আমাদের সবটা দিতে চাই। কারণ চ্যাম্পিয়ন দলগুলো এটাই করে। ওরা প্রতিপক্ষের দিকে তাকায় না। ওরা ম্যাচ নিয়ন্ত্রণ করে, যেভাবে খেলতে চায় সেভাবেই খেলে থাকে। আগে যেটা বললাম, বাংলাদেশকে আমরা সম্মান করি এবং সেটা থাকবে।’

এ সময় নিয়ে পাকিস্তানের মাটিতে বাংলাদেশ দলের জয় নিয়েও কথা বলেন, ‘আমি বাংলাদেশকে অভিনন্দন জানাই পাকিস্তানে ওদের পারফরম্যান্সের জন্য। তবে এটা নতুন সিরিজ, নতুন প্রতিপক্ষ। আমাদের জন্য আমাদের সেরা ক্রিকেটটা খেলা জরুরি। এটাই গুরুত্বপূর্ণ।’

অভিজ্ঞ টাইগার ক্রিকেটারদের প্রশংসা করে সতর্ক থাকার কথা জানান তিনি, ‘বাংলাদেশের বেশ কিছু অভিজ্ঞ ক্রিকেটার আছে। সাকিবের অভিজ্ঞতা আছে, মুশফিকেরও। খুব ভালো বোলিং আক্রমণ। মেহেদীও আছে। বুঝতেই পারছেন, বাংলাদেশে প্রতিভা আছে। তবে আমাদের জন্য প্রথম বল থেকে সতর্ক থাকতে হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে : চসিক মেয়র

কৃষক দল সম্পাদক বাবুলের মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল

চট্টগ্রামে সাংবাদিকদের সতর্কবার্তা / ‘সাংবাদিকরা চুপ থাকলে সমাজ অন্ধকারে ডুবে যাবে’

অবৈধ কার্যক্রম প্রতিরোধে সিলেট জেলা পুলিশ অঙ্গীকারবদ্ধ : পুলিশ সুপার

বগুড়ায় সাহিত্য উৎসব শুক্রবার, অংশ নিবে দুই শতাধিক কবি

বিমানবন্দরে যাত্রী হয়রানি রোধে নতুন নির্দেশনা

জুলাই শহীদদের স্মরণে জবিতে গ্রিন ভয়েসের বৃক্ষরোপণ ও সচেতনতামূলক ক্যাম্পেইন

মার্কিন বিনিয়োগকৃত প্রতিষ্ঠানে রুশ হামলা

মালয়েশিয়ার পর চীন সফরে যাবেন নাহিদ

৩১ দফাই হচ্ছে আমাদের জাতীয় সনদ : সুব্রত চৌধুরী

১০

টিসিবির নিয়ন্ত্রণ হারানো ট্রাকচাপায় বৃদ্ধ নিহত

১১

ইতালির প্রধানমন্ত্রীর ঢাকা সফর বাতিল

১২

জেলেনস্কির টার্গেট তুরস্ক, অস্ট্রিয়া ও সুইজারল্যান্ড

১৩

শিক্ষকের ওপর হামলা, ক্লাস বর্জন করে বিক্ষোভ

১৪

‘আপনাকে গভীরভাবে অনুভব করি প্রতি পদে পদে’

১৫

এইচএসসির ফল প্রকাশের তারিখ নিয়ে প্রচার, শিক্ষা বোর্ডের বক্তব্য

১৬

হাসারাঙ্গাকে ছাড়াই শ্রীলঙ্কা দল ঘোষণা

১৭

ভিক্ষুক পুনর্বাসন প্রকল্পের টাকা নিয়ে উধাও সমাজসেবা কর্মকর্তা

১৮

সিলেটে সাদাপাথর লুট / গোয়েন্দা প্রতিবেদনের সঙ্গে স্থানীয় প্রশাসনের দ্বিমত

১৯

আমাদের আদর্শগত শত্রু বিজেপি, বললেন থালাপতি বিজয়

২০
X