স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২৩ পিএম
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ দলকে ভারতীয় অধিনায়কের কটাক্ষ

সংবাদ সম্মেলনে রোহিত শর্মা। ছবি: সংগৃহীত
সংবাদ সম্মেলনে রোহিত শর্মা। ছবি: সংগৃহীত

দুই ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার স্মৃতি এখনো টাটকা। সেই টাটকা স্মৃতি নিয়ে ভারত সফরে রয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। এ সফরে আইসিসি চ্যাম্পিয়নশিপের দুটি টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে নাজমুল হোসেন শান্তর দল।

বাংলাদেশ দলের সাম্প্রতিক সময়ের পারফরম্যান্সের কারণে এ সিরিজ নিয়ে চলছে বেশ আলোচনা। সর্বশেষ ভারত সফরে দুটি টেস্টেই ইংনিস ব্যবধানে হেরেছিল টাইগাররা। এরপরও ভারতের সর্বমহলে সমীহ পাচ্ছেন চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা।

বর্তমান বাংলাদেশ দলের শক্তি-দুর্বলতা নিয়ে গণমাধ্যমে নিয়মিত কথা বলছেন ভারতীয় সাবেক ক্রিকেটার থেকে শুরু করে ধারাভাষ্যকার ও বিশ্লেষকরা। তবে তা মানতে নারাজ ভারতের অধিনায়ক রোহিত শর্মা। চেন্নাই টেস্ট শুরুর দুদিন আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলকে নিয়ে কটাক্ষ করেছেন তিনি। বলেছেন, ‘তাদের মজা নিতে দেন।’

আগামী বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচের আগে গণমাধ্যমে কথা বলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। টনা তৃতীয়বারের মতো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) ফাইনালে খেলতে এই সিরিজ ভারতীয়দের জন্য বেশ গুরুত্বপূর্ণ।

এর আগে টেস্টে ভারতকে কখনো হারাতে পারেনি বাংলাদেশ। তবে পাকিস্তানকে তাদের মাটিতে হোয়াইটওয়াশ করে টাইগাররা। ঐতিহাসিক পারফরম্যান্সের কারণে বাংলাদেশ ভারতকেও হারাতে সক্ষম হবে বলে প্রতিবেদন প্রকাশ করে দেশটির গণমাধ্যম।

তবে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা বাংলাদেশ দলকে কটাক্ষ করে বলেছেন, তাদের মজা নিতে দিন। ভারতের মাটিতে সবাই ভারতকে হারাতে চায়। নিজেদের কাজে মনোযোগী হতে চান রোহিত, ‘সবাই ভারতকে হারাতে চায়। ভারতকে হারিয়ে দলগুলো অনেক মজা পায়। সুতরাং তাদের (বাংলাদেশকে) মজা নিতে দিন। ভারত সব দলের বিরুদ্ধে খেলেছে। বাংলাদেশ, অস্ট্রেলিয়া বা অন্য কোনো দলই হোক না কেন, আমরা ভিন্ন কৌশল অবলম্বন করি না। আমরা চেষ্টা করব আমাদের খেলায় মনোযোগ দিতে।’ ভারতের বিপক্ষে কখনো টেস্টে জয় পায়নি বাংলাদেশ। তবে গত দুই বছরে টাইগারদের মাঠের পারফরম্যান্সে উন্নতি লক্ষ করা যাচ্ছে। এবার ভারতের বিরুদ্ধে ইতিহাস তৈরির স্বপ্ন দেখছেন অনেকে। এই চ্যালেঞ্জকে স্বাগত জানিয়ে রোহিত বলেন, ‘বাংলাদেশ দল খুব ভালো খেলছে, তাদের প্রতিপক্ষ হিসেবে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। তবে আমাদের মূল লক্ষ্য থাকবে মাঠে নিজেদের সেরা পারফরম্যান্স উপহার দেওয়া।’

বাংলাদেশের বিপক্ষে লাল বলের সিরিজ শেষে তিনটি টি-টোয়েন্টি খেলবে ভারত, ‘টি-টোয়েন্টিও রয়েছে, তাই ভালোভাবে খেলার জন্য চেষ্টা থাকবে। আমরা তাদের পর্যবেক্ষণ করব এবং অতীতে তাদের বিরুদ্ধে আমরা ভালো করেছি।’

শান্তদের বিপক্ষে টেস্ট সিরিজের পর দুই শক্তিশালী প্রতিপক্ষ নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত। তবে বাংলাদেশের বিপক্ষে সিরিজকে ‘ড্রেস রিহার্সেল’ হিসেবে দেখছেন না ভারতীয় অধিনায়ক।

রোহিত বলেন, ‘প্রতিটি টেস্ট ম্যাচই গুরুত্বপূর্ণ, আমরা দেশের জন্য খেলছি, ড্রেস রিহার্সেলের কোনো প্রশ্নই আসে না। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছানোর জন্য প্রতিটি ম্যাচই জিততে হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তরায় সরকারি হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি তারেক রহমানের

ইসলামনগরে আগুন, জাবির দুই শিক্ষার্থীসহ দগ্ধ ৪

নাসীরুদ্দীনের অভিযোগের প্রতিক্রিয়া জানালেন মির্জা আব্বাস

মুস্তাফিজ ইস্যুতে ভারতের সিদ্ধান্তকে ‘শক্তির অপব্যবহার’ বলে আখ্যা ভারতীয় সাংবাদিকের

পৌনে ২ লাখ লোকের ইতিবাচক পরিবর্তন আনল ব্র্যাক ব্যাংক 

ডিমের আঁশটে গন্ধ দূর করার সহজ উপায়

কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহারে উদ্বিগ্ন নির্বাচন কমিশন

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক কমানো নিয়ে বড় সুখবর দিলেন লুৎফে সিদ্দিকী

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগে পরিবর্তন এনে পরিপত্র জারি

সংশোধিত তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ ২০২৫ দ্রুত পাসের দাবি আহছানিয়া মিশনের

১০

ক্ষমতায় গেলে কেরু অ্যান্ড কোং-সহ সব কারখানা সচল করা হবে : জামায়াত আমির

১১

যুব সমাজ ও নতুনরা ভোটের চিত্র বদলে দেবে : তুলি

১২

নির্বাচনের ফলাফল না নিয়ে আমরা কেউ বাড়ি ফিরব না : আবু আশফাক

১৩

ধানের শীষের প্রচারণায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কমিটি গঠন

১৪

টেকনাফে পাহাড় থেকে ৬ কৃষককে অপহরণ

১৫

তারেক রহমানের গাড়ি থামিয়ে কী বললেন তরুণী

১৬

হাবিবুল্লাহ বাহার কলেজে কেউ আমন্ত্রিত ছিলেন না, দাবি কলেজ কর্তৃপক্ষের

১৭

বিজয় থালাপতি এখন বিপাকে

১৮

মধ্যপ্রাচ্য নিয়ে যে নতুন ঘোষণা দিল যুক্তরাষ্ট্র

১৯

নির্বাচন ও ডিজিটাল বাস্তবতা নিয়ে ‘ইয়ুথ ভয়েস অব বাংলাদেশ’ চট্টগ্রাম সিটির প্রস্তুতি সভা

২০
X