স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৮ পিএম
অনলাইন সংস্করণ

হাসানের বীরত্বে প্রথম সেশন বাংলাদেশের

কোহলিকে আউট করে সতীর্থদের সঙ্গে হাসানের উল্লাস। ছবি : সংগৃহীত
কোহলিকে আউট করে সতীর্থদের সঙ্গে হাসানের উল্লাস। ছবি : সংগৃহীত

চেন্নাইয়ে ভারতের বিপক্ষে টস জয়ের পর ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়ার সময় বাংলাদেশ অধিনায়ক নামজুল হোসেন শান্ত বলেছিলেন উইকেটে থাকা আর্দ্রতাকে কাজে লাগাতে চান তিনি। তার কথা রেখেছেন টাইগার বোলাররা। আলাদা করে বলতে হবে হাসান মাহমুদের কথা।

এমএ চিদাম্বরম স্টেডিয়ামে ডান হাতি এ ফাস্ট বোলারের গতির ঝড়ে সাজঘরে ফিরেছেন ভারতের টপ অর্ডারের তিন ব্যাটার রোহিত শর্মা, শুভমন গিল ও বিরাট কোহলি। সেরা ব্যাটারদের হারিয়ে ব্যাটফুটে স্বাগতিকরা।

তবে চতুর্থ উইকেট জুটিতে ওপেনার যশস্বী জয়সোয়ালকে নিয়ে প্রতিরোধ গড়েন দীর্ঘদিন পর টেস্ট খেলতে নামা ঋষভ পান্ত। এরই মধ্যে অর্ধশত রানের জুটি গড়েছেন দুজন। তবে স্লিটে তাসকিনের বলে ক্যাচ দিয়েছিরেন পান্ত। তবে তা ধরতে পারেনি সাদমান ইসলাম।

৩ উইকেটে ৮৮ রান নিয়ে চেন্নাই টেস্টের প্রথম দিনের প্রথম সেশনের খেলা শেষ করে ভারত। জয়সোয়াল ৩৭ ও পান্ত ৩৩ রানে অপরাজিত আছেন।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে হাসান মাহমুদের প্রথম শিকার ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। সাবধানী শুরুর পরও একবার আম্পায়ার্স করে এলবিডব্লু হওয়া থেকে বেঁচে যান তিনি। তবে ষষ্ঠ ওভারে উইকেটের পেছনে শান্তকে ক্যাচ দেন রোহিত (১০ বলে ৬)।

শুভমন গিলের আউটের ধরণটা একটু অদ্ভুত। তার পায়ের পাশ দিয়ে বলটি বেরিয়ে যাচ্ছিল। সেই বল খেলার চেষ্টা করেন তিনি। তবে তার ব্যাটের কানায় লেগে বল চলে যায় উইকেটকিপার লিটন দাসের হাতে। ৮ বলে ০ রানে আউট হন গিল।

হাসান মাহমুদের তৃতীয় শিকার কোহলি। স্টাম্পের বাইরের বলে ড্রাইভ করতে গিয়ে উইকেটকিপার লিটনের হাতে ক্যাচ তুলে দেন তিনি (৬ বলে ৬ রান)।

এর আগে টস জয়ের পর টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘আমি প্রথমে বোলিং করতে চাই। কারণ এখানে আর্দ্রতা রয়েছে এবং আমরা এটি ব্যবহার করতে চাই। প্রথম সেশনটি পেসারদের জন্য খুব ভালো হবে।’

টস জিতলে ভারতও ফিল্ডিং করতো, এমনটা জানিয়ে রোহিত শর্মা বলেন, ‘আমরাও তাই করতাম। পরিস্থিতি চ্যালেঞ্জিং হতে চলেছে। আমরা ভালো প্রস্তুতি নিয়েছি। ১০ টেস্টের দিকে তাকালে, প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। তবে আমরা সামনের দিকে মনোনিবেশ করতে চাই।’

ভারতের বিপক্ষে একাদশের বিষয়ে টাইগার দলপতি নাজমুল হোসেন বলেন পাকিস্তান সফরে সর্বশেষ টেস্টের একদাশ নিয়েই মাঠে নামবেন তারা। তিন পেসারের সঙ্গে একাদশে রয়েছেন দুজন স্পিন অলরাউন্ডার।

একই কম্বিনেশনের কথা বলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। তিন পেসার ও দুজন স্পিনার নিয়ে একাদশে সাজিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদ্রাসাপ্রধানদের জন্য অধিদপ্তরের জরুরি নির্দেশনা, না মানলে ব্যবস্থা

বরাদ্দ পেল বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

স্থিতিশীল অর্থনীতির জন্য গ্যাস উৎপাদন বাড়ানোর দাবি ব্যবসায়ীদের

একদিনের সফরে কক্সবাজার যাচ্ছেন প্রধান উপদেষ্টা

যে বয়সের আগেই শিশুকে ৮ শিক্ষা দেওয়া জরুরি

দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ‘চাঁদাবাজ’ আখ্যা প্রধান শিক্ষকের, তদন্তে কমিটি

চট্টগ্রাম-৩ আসনে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী মিল্টন ভুঁইয়া

বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা নিয়ে ‘সুখবর’ পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা

ফেসবুক পেজ জনপ্রিয় করার ৮ কৌশল

বাড়ির আঙিনায় বিষধর পদ্মগোখরা, অতঃপর...

১০

মোবাইল দিয়েই ডিএসএলআর ক্যামেরার মতো ছবি তোলার ৫ কৌশল

১১

বরইতলা নদীর ‘বাঁধ’ এখন মৃত্যু যন্ত্রণায় কাতর

১২

ইস্পাত খাতে বিশেষ তহবিল চান ব্যবসায়ীরা

১৩

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বৃদ্ধিতে আগ্রহী পাকিস্তান

১৪

উপকূলজুড়ে টানা বৃষ্টিপাত, জনজীবনে দুর্ভোগ

১৫

উমামা-সাদীর নেতৃত্বে ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ প্যানেল ঘোষণা

১৬

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১১ জন

১৭

ডাকসু নির্বাচন / ডাকসু ভোটারদের মির্যা গালিবের ৩ পরামর্শ

১৮

বাংলাদেশি সন্দেহে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মারধর

১৯

মৃত ব্যক্তির জন্য বিলাপ করে কান্না করলে কি কবরে আজাব হয়?

২০
X