স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

প্রথম সেশন শেষে স্বস্তিতে বাংলাদেশ

শট খেলার পথে মুমিনুল। ছবি : সংগৃহীত
শট খেলার পথে মুমিনুল। ছবি : সংগৃহীত

কানপুরে ভারত ও বাংলাদেশের মধ্যকার দ্বিতীয় টেস্টের প্রথম সেশনটি বেশ উত্তেজনাপূর্ণভাবেই শেষ হয়েছে। কিছুটা চমকপ্রদ ভাবে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তবে আকাশে ঘন মেঘের কারণে নতুন বলে সুবিধা পাওয়ার আশায় এই সিদ্ধান্তটি নেন তিনি। ভারতীয় পেসাররা শুরু থেকেই সেই সুযোগটি কাজে লাগাতে শুরু করেন, বিশেষ করে আকাশ দীপের বোলিংয়ে বাংলাদেশের ওপেনারদের দ্রুত বিদায় ঘটে। কিন্তু এরপরই প্রতিরোধ শুরু করেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) কানপুরে সিরিজের দ্বিতীয় টেস্টে বাংলাদেশের ব্যাটিং ইনিংসের শুরুটা ছিল বেশ নড়বড়ে। ওপেনার জাকির হাসান ২৪ বল খেলেও কোনো রান করতে পারেননি এবং নবম ওভারে আকাশ দীপের বলে ক্যাচ দিয়ে বিদায় নেন। তার বিদায়ের পরেই আরেক ওপেনার শাদমান ইসলামও আকাশ দীপের শিকার হন। ৩৬ বলে ২৪ রান করে এলবিডব্লিউ হওয়ার আগে তিনি কিছুটা স্বস্তিদায়ক ইনিংস খেললেও, ভারতীয়দের রিভিউতে সিদ্ধান্ত বদলে ফেরেন প্যাভিলিয়নে।

দুই দ্রুত উইকেট হারিয়ে বিপদে পড়া বাংলাদেশের হয়ে মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্ত দলের হাল ধরেন। প্রথম সেশনে বাকি সময়টি তারা ধৈর্যের সঙ্গে কাটিয়ে দেন এবং চাপের মুখে সাহসিকতার পরিচয় দেন। ভারতের বোলাররা নিয়মিত আক্রমণ করে গেলেও, শান্ত এবং মুমিনুল ক্রিজে স্থির থেকে প্রতিরোধ গড়ে তুলেন। তাদের জুটি ৪৫ রানের অবিচ্ছিন্ন পার্টনারশিপ গড়ে তুলে বাংলাদেশকে কিছুটা নিরাপদ অবস্থানে নিয়ে আসে।

প্রথম সেশনে ২৬ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৭৪ রান। নাজমুল হোসেন শান্ত ২৮ রান এবং মুমিনুল হক ১৭ রানে অপরাজিত রয়েছেন। দুজনই সতর্ক এবং মন্থর গতিতে ব্যাটিং করে যাচ্ছেন, কারণ ভারতের পেস এবং স্পিন আক্রমণ ভালোই পরীক্ষা নিচ্ছে দুই ব্যাটারের।

এদিকে, মাঠ থেকে প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী, বৃষ্টির কারণে দ্বিতীয় সেশনের শুরুতে দেরি হওয়ার সম্ভাবনা রয়েছে। পুরো মাঠ এখন কাভার দিয়ে ঢেকে রাখা হয়েছে। বৃষ্টি দ্রুত কেটে গেলে খেলা পুনরায় শুরু হবে বলে আশা করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফায়ারফক্সে নতুন ফিচার, ব্যবহারকারীর নিয়ন্ত্রণে এআই সহকারী

আশুলিয়ার ভূমিকম্প নরসিংদীর আফটারশক : ভূমিকম্প গবেষণা কেন্দ্র 

আ.লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না : ইশরাক

নিরাপদ অভিবাসন ও ন্যায্য নিয়োগের জন্য ‘ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম’ উদ্বোধন

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে অবরোধ 

ন্যায়ভিত্তিক ও নারীবান্ধব সমাজ গঠনে সবাইকে কাজ করতে হবে : পরিবেশ উপদেষ্টা

শেখ হাসিনার রায় নিয়ে পাকিস্তানের প্রতিক্রিয়া

বাংলায় জন্ম, তবু শুদ্ধ উচ্চারণে ব্যর্থ কেন

ভারতের সঙ্গে যুদ্ধের ঝুঁকি এখনো রয়ে গেছে: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

নির্বাচন বিলম্ব করতে এখনো ষড়যন্ত্র চলছে : আমীর খসরু

১০

টি-টোয়েন্টি বিশ্বকাপ: ভারতের স্কোয়াড নিয়ে মিলল আভাস

১১

সময় না থাকলেও পুরুষদের জন্য কেন ব্যায়াম করা জরুরি

১২

ভারতের বিধ্বস্ত যুদ্ধবিমানের নতুন ছবি-ভিডিও প্রকাশ, জানা গেল কারণ

১৩

যাত্রীবাহী গাড়ি থেকে বিপুল জাটকা জব্দ

১৪

ডিবি হেফাজতে সন্দেহভাজন আসামির মৃত্যু, পুলিশের দাবি ‘শ্বাসকষ্ট’

১৫

পিরিয়ডে পেটব্যথা, কমবে ভেষজ চায়ে

১৬

জামায়াত ফ্যাসিবাদবিরোধী দৃশ্যমান কিছুই করেনি : মির্জা ফখরুল

১৭

সুষ্ঠু নির্বাচন দিতে নির্বাচন কমিশন প্রস্তুত: ইসি সানাউল্লাহ

১৮

সাকিবকে পেছনে ফেলে ইতিহাস গড়লেন তাইজুল

১৯

কারিশমার সাবেক স্বামীর সম্পত্তি নিয়ে নতুন বিতর্ক

২০
X