স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

প্রথম সেশন শেষে স্বস্তিতে বাংলাদেশ

শট খেলার পথে মুমিনুল। ছবি : সংগৃহীত
শট খেলার পথে মুমিনুল। ছবি : সংগৃহীত

কানপুরে ভারত ও বাংলাদেশের মধ্যকার দ্বিতীয় টেস্টের প্রথম সেশনটি বেশ উত্তেজনাপূর্ণভাবেই শেষ হয়েছে। কিছুটা চমকপ্রদ ভাবে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তবে আকাশে ঘন মেঘের কারণে নতুন বলে সুবিধা পাওয়ার আশায় এই সিদ্ধান্তটি নেন তিনি। ভারতীয় পেসাররা শুরু থেকেই সেই সুযোগটি কাজে লাগাতে শুরু করেন, বিশেষ করে আকাশ দীপের বোলিংয়ে বাংলাদেশের ওপেনারদের দ্রুত বিদায় ঘটে। কিন্তু এরপরই প্রতিরোধ শুরু করেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) কানপুরে সিরিজের দ্বিতীয় টেস্টে বাংলাদেশের ব্যাটিং ইনিংসের শুরুটা ছিল বেশ নড়বড়ে। ওপেনার জাকির হাসান ২৪ বল খেলেও কোনো রান করতে পারেননি এবং নবম ওভারে আকাশ দীপের বলে ক্যাচ দিয়ে বিদায় নেন। তার বিদায়ের পরেই আরেক ওপেনার শাদমান ইসলামও আকাশ দীপের শিকার হন। ৩৬ বলে ২৪ রান করে এলবিডব্লিউ হওয়ার আগে তিনি কিছুটা স্বস্তিদায়ক ইনিংস খেললেও, ভারতীয়দের রিভিউতে সিদ্ধান্ত বদলে ফেরেন প্যাভিলিয়নে।

দুই দ্রুত উইকেট হারিয়ে বিপদে পড়া বাংলাদেশের হয়ে মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্ত দলের হাল ধরেন। প্রথম সেশনে বাকি সময়টি তারা ধৈর্যের সঙ্গে কাটিয়ে দেন এবং চাপের মুখে সাহসিকতার পরিচয় দেন। ভারতের বোলাররা নিয়মিত আক্রমণ করে গেলেও, শান্ত এবং মুমিনুল ক্রিজে স্থির থেকে প্রতিরোধ গড়ে তুলেন। তাদের জুটি ৪৫ রানের অবিচ্ছিন্ন পার্টনারশিপ গড়ে তুলে বাংলাদেশকে কিছুটা নিরাপদ অবস্থানে নিয়ে আসে।

প্রথম সেশনে ২৬ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৭৪ রান। নাজমুল হোসেন শান্ত ২৮ রান এবং মুমিনুল হক ১৭ রানে অপরাজিত রয়েছেন। দুজনই সতর্ক এবং মন্থর গতিতে ব্যাটিং করে যাচ্ছেন, কারণ ভারতের পেস এবং স্পিন আক্রমণ ভালোই পরীক্ষা নিচ্ছে দুই ব্যাটারের।

এদিকে, মাঠ থেকে প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী, বৃষ্টির কারণে দ্বিতীয় সেশনের শুরুতে দেরি হওয়ার সম্ভাবনা রয়েছে। পুরো মাঠ এখন কাভার দিয়ে ঢেকে রাখা হয়েছে। বৃষ্টি দ্রুত কেটে গেলে খেলা পুনরায় শুরু হবে বলে আশা করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রিন কার্ডধারীদের জন্য নতুন কড়া সতর্কতা যুক্তরাষ্ট্রের

ভারত-পাকিস্তান উত্তেজনায় অবস্থান স্পষ্ট করলে চীন

সীমিত পরিসরে ইলিশ বেচাকেনা শুরু

ধান শুকানোকে কেন্দ্র করে ভাইকে খুন

ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান বিলাওয়াল ভুট্টোর

‘নিজেরাই ফ্যাসিস্ট হয়ে উঠছি কিনা, খেয়াল রাখতে হবে’

সাবেক এমপি শেখ সুজাতের ওপর হামলা

পাগলিটা মা হয়েছে, বাবা হয়নি কেউ

৩৬৩ জনকে নিয়োগ দেবে ইসলামিক ফাউন্ডেশন

বগুড়ায় সাংবাদিককে বেধড়ক মারধর

১০

সবার আগে বাংলাদেশ, এটিই হবে আমাদের একমাত্র লক্ষ্য : তারেক রহমান 

১১

ইসরায়েলে দাবানল নিয়ন্ত্রণে ফায়ারফাইটারদের লড়াই, দেখুন ছবিতে

১২

জ্বলছে ইসরায়েল, সহায়তার প্রস্তাব ফিলিস্তিনি কর্তৃপক্ষের

১৩

লেবাননে ইসরায়েলের ড্রোন হামলা

১৪

ভারতে পাকিস্তানি শিল্পীদের এখন আর খুঁজে পাওয়া যাবে না

১৫

নারীদের কাজ নিয়ে যে প্রতিশ্রুতি দিলেন জামায়াত আমির

১৬

হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

১৭

নুসরাতের কঠিন জবাব 

১৮

‘ভারতের সাত রাজ্য দখল’ নিয়ে ফজলুর রহমানের মন্তব্যে সরকার একমত না

১৯

চলমান উত্তেজনা নিয়ে দক্ষিণ কোরিয়ার সঙ্গে ভারত-পাকিস্তানের আলাপ

২০
X