স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

প্রথম সেশন শেষে স্বস্তিতে বাংলাদেশ

শট খেলার পথে মুমিনুল। ছবি : সংগৃহীত
শট খেলার পথে মুমিনুল। ছবি : সংগৃহীত

কানপুরে ভারত ও বাংলাদেশের মধ্যকার দ্বিতীয় টেস্টের প্রথম সেশনটি বেশ উত্তেজনাপূর্ণভাবেই শেষ হয়েছে। কিছুটা চমকপ্রদ ভাবে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তবে আকাশে ঘন মেঘের কারণে নতুন বলে সুবিধা পাওয়ার আশায় এই সিদ্ধান্তটি নেন তিনি। ভারতীয় পেসাররা শুরু থেকেই সেই সুযোগটি কাজে লাগাতে শুরু করেন, বিশেষ করে আকাশ দীপের বোলিংয়ে বাংলাদেশের ওপেনারদের দ্রুত বিদায় ঘটে। কিন্তু এরপরই প্রতিরোধ শুরু করেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) কানপুরে সিরিজের দ্বিতীয় টেস্টে বাংলাদেশের ব্যাটিং ইনিংসের শুরুটা ছিল বেশ নড়বড়ে। ওপেনার জাকির হাসান ২৪ বল খেলেও কোনো রান করতে পারেননি এবং নবম ওভারে আকাশ দীপের বলে ক্যাচ দিয়ে বিদায় নেন। তার বিদায়ের পরেই আরেক ওপেনার শাদমান ইসলামও আকাশ দীপের শিকার হন। ৩৬ বলে ২৪ রান করে এলবিডব্লিউ হওয়ার আগে তিনি কিছুটা স্বস্তিদায়ক ইনিংস খেললেও, ভারতীয়দের রিভিউতে সিদ্ধান্ত বদলে ফেরেন প্যাভিলিয়নে।

দুই দ্রুত উইকেট হারিয়ে বিপদে পড়া বাংলাদেশের হয়ে মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্ত দলের হাল ধরেন। প্রথম সেশনে বাকি সময়টি তারা ধৈর্যের সঙ্গে কাটিয়ে দেন এবং চাপের মুখে সাহসিকতার পরিচয় দেন। ভারতের বোলাররা নিয়মিত আক্রমণ করে গেলেও, শান্ত এবং মুমিনুল ক্রিজে স্থির থেকে প্রতিরোধ গড়ে তুলেন। তাদের জুটি ৪৫ রানের অবিচ্ছিন্ন পার্টনারশিপ গড়ে তুলে বাংলাদেশকে কিছুটা নিরাপদ অবস্থানে নিয়ে আসে।

প্রথম সেশনে ২৬ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৭৪ রান। নাজমুল হোসেন শান্ত ২৮ রান এবং মুমিনুল হক ১৭ রানে অপরাজিত রয়েছেন। দুজনই সতর্ক এবং মন্থর গতিতে ব্যাটিং করে যাচ্ছেন, কারণ ভারতের পেস এবং স্পিন আক্রমণ ভালোই পরীক্ষা নিচ্ছে দুই ব্যাটারের।

এদিকে, মাঠ থেকে প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী, বৃষ্টির কারণে দ্বিতীয় সেশনের শুরুতে দেরি হওয়ার সম্ভাবনা রয়েছে। পুরো মাঠ এখন কাভার দিয়ে ঢেকে রাখা হয়েছে। বৃষ্টি দ্রুত কেটে গেলে খেলা পুনরায় শুরু হবে বলে আশা করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবাদ সম্মেলন করে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার পদত্যাগ

নেতাকর্মীদের উদ্দেশে জামায়াত আমিরের নির্দেশনা

মার্কিন আইনপ্রণেতাদের প্রতি রেজা পাহলভির বার্তা

জুলাই জাতীয় সনদ আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব : সালাহউদ্দিন আহমদ

সেনাবাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার ৩

ইরানে মাত্র দুদিনের বিচারে মৃত্যুদণ্ড হওয়া কে এই এরফান?

হাঁস কিনতে গিয়ে প্রতারণার শিকার পুলিশ সুপার

দেশের বাইরে থেকে নির্বাচন বানচালের চেষ্টা হলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা

জামায়াত প্রার্থীর বাসার সামনে ককটেল হামলা

যে কারণে স্থগিত হলো ১১ দলীয় জোটের সংবাদ সম্মেলন

১০

বিবিসি বাংলার প্রতিবেদন / বাংলাদেশের ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে ক্ষতির আশঙ্কায় কলকাতা

১১

সীমান্ত দিয়ে ১৭ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ

১২

শিক্ষার্থীদের মাঝে খেলার সামগ্রী বিতরণ করলেন নুরুদ্দিন অপু

১৩

পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, গ্রেপ্তার ৭

১৪

১১ দলীয় জোটের সংবাদ সম্মেলন স্থগিত 

১৫

শিপিং করপোরেশনকে লাভজনক প্রতিষ্ঠান থাকতে হবে : প্রধান উপদেষ্টা 

১৬

ঢাকার তিন জায়গায় সাত কলেজ শিক্ষার্থীদের অবরোধ, তীব্র যানজট

১৭

জামায়াত প্রার্থীর সভায় আ.লীগ নেতার বক্তব্য

১৮

রাফসান-জেফারের বিয়ের ছবি প্রকাশ্যে

১৯

স্বর্ণের দামে নতুন ইতিহাস, রেকর্ড গড়েছে রুপাও

২০
X