স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৪, ০৮:১৪ পিএম
আপডেট : ০৪ অক্টোবর ২০২৪, ০৮:১৬ পিএম
অনলাইন সংস্করণ

ইংলিশদের হারাতে চায় টাইগ্রেসরা

জাহানারা আলম। ছবি : সংগৃহীত
জাহানারা আলম। ছবি : সংগৃহীত

এক দশক বা ১০ বছর পর নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম জয় পেয়েছে বাংলাদেশ দল। যদিও নারী বিশ্বকাপের প্রথমবারের মতো খেলতে আসা স্কটল্যান্ডের বিপক্ষে জয়টা ছিল অনুমেয়।

তবে নিগার সুলতানা জ্যোতিদের ‘আসল’ লড়াই শুরু হবে শনিবার (৫ অক্টোবর) থেকে। এ দিন শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে লড়বে বাংলাদেশ। উদ্বোধনী ম্যাচে স্কটিশদের বিপক্ষে পাওয়া জয়টি এ ম্যাচে বাড়তি আত্মবিশ্বাস বাড়াবে বলে বিশ্বাস দলের সিনিয়র ক্রিকেটার জাহানারা আলমের।

শুক্রবার (৪ অক্টোবর) ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে এ কথা বলেন ডানহাতি এ পেসার। জাহানারা বলেন, ‘এটা (জয়) আমাদের বাড়তি আত্মবিশ্বাস জোগাবে। এভাবে শুরু করাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। আমরা এখন দ্বিতীয় ম্যাচের দিকে তাকিয়ে আছি।’

টিম কম্বিনেশনের কারণে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে খেলা হয়নি জাহানারার। তবে দলের সবাই ইংল্যান্ডকে হারাতে প্রস্তুত বলে জানান তিনি, ‘সবাই ভাবছে ইংল্যান্ড বিশেষ কিছু করবে। কিন্তু বিষয়টা হচ্ছে, নির্দিষ্ট একটা দিন আপনারও দিন। আপনি যদি সে ম্যাচে ভালো করতে পারেন তাহলে কেউ জানে না কী ধরনের ফলাফল হতে পারে। আমাদের শুরুটা ভালো হয়েছে এবং আমরা ইংল্যান্ডের বিপক্ষে ভালো করতে প্রত্যয়ী। এবারের বিশ্বকাপে আমাদের দ্বিতীয় জয়ের জন্য মুখিয়ে আছি।’

নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলে, ইংলিশদের হারানোর মতো বড় অর্জন সম্ভব বলে জানান জাহানারা, ‘এটা আমাদের জন্য বড় একটা অর্জনও হবে। অবশ্যই, আমরা জয়ের জন্যই খেলব। অবশ্যই, ইংল্যান্ড খুবই কঠিন প্রতিপক্ষ। আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলার চেষ্টা করব। তাদের জন্য আমাদের বিশেষ কোনো পরিকল্পনা আছে ব্যাপারটা এমন নয়। হ্যাঁ, আমাদের একটা পরিকল্পনা আছে এবং আমরা সেটা বাস্তবায়নের চেষ্টা করব।’

শারজার গরম থেকে বাংলাদেশ বাড়তি সুবিধা পাবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘শুধু আবহাওয়া দিয়ে ইংল্যান্ডকে বিবেচনা করাটা উপযুক্ত হবে না। এখানে সবাই পেশাদার। আমরা একটি প্রপার গেমের দিকে তাকিয়ে আছি। আপনি যদি ইংল্যান্ডকে হারাতে চান তাহলে কোনো নির্দিষ্ট খেলোয়াড়কে নিয়ে পরিকল্পনা করলে হবে না, সবাইকে নিয়েই ভাবতে হবে।’

দলের বর্তমান অবস্থার ব্যাপারে জাহানারা বলেছেন, ‘আমাদেরও প্রত্যেকের এক হয়ে নিজের জায়গা থেকে সেরাটা দিতে হবে। আর আমাদের একটা গুড মোমেন্টাম আছে। আমরা চেষ্টা করব সে মোমেন্টাম নিয়েই সামনের দিকে এগোতে এবং এ ম্যাচটা জিততে। টি-টোয়েন্টি সংস্করণের মজাটাই এখানে যে, ছোট ছোট মুহূর্তের উপর অনেক কিছু নির্ভর করে। বিশ্বমঞ্চে এই ম্যাচটি তাই বাংলাদেশের ক্রিকেটারদের নিজেদের সামর্থ্য প্রমাণের বড় একটি সুযোগ।

পরিসংখ্যানে এককভাবে ফেভারিট ইংল্যান্ড। এর আগে ২০১৪, ২০১৬ ও ২০১৮ সালের তিন বিশ্ব আসরে ইংলিশদের কাছে হেরেছে বাংলাদেশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পৌরসভায় বড় নিয়োগ, আজেই আবেদন করুন

৮ জেলায় নিয়োগ দিচ্ছে ব্র্যাক

কেমন থাকবে আজ ঢাকার আবহাওয়া

এইচএসসি পাসেই আবেদন করুন সেলস অ্যাসিস্ট্যান্ট পদে

রাজধানীতে আজ কোথায় কী

গাজীপুরে ঝুট গুদামে ভয়াবহ আগুন

আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১৯ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি

বরিশালে চলতি বছরে ২০ হাজার ছাড়াল ডেঙ্গু রোগী

১০

আলোচিত চেয়ারম্যান হত্যা মামলার আসামি শুটার শামীম আটক

১১

ব্রাকসু নির্বাচনের তপশিল ঘোষণা, ভোট ২৯ ডিসেম্বর

১২

চিরকুটে লেখা ‘মান সম্মান সব গেছে’, পাশে দম্প‌তির মরদেহ

১৩

কেশবপুরে বিএনপি নেতা আবু হত্যার রহস্য উন্মোচনসহ দোষীদের গ্রেপ্তারের দাবি

১৪

ঢাকায় গাইবেন আতিফ আসলাম, আয় যাবে জুলাই শহীদদের পরিবারে

১৫

ঢাকা-৭ আসনে ৩১ দফার প্রচারণা মীর নেওয়াজের

১৬

গভীর রাতে সাংবাদিক সোহেলকে তুলে নিয়ে গেছে ডিবি

১৭

বাংলাদেশের কাছে হারের পর যা বললেন ভারতের কোচ

১৮

ভারতের বিপক্ষে জয় ক্যারিয়ারের সেরা মুহূর্তের একটি : হামজা চৌধুরী

১৯

হাসিনাকে ফেরাতে দিল্লিকে চিঠি দিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়

২০
X