রবিবার, ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৪, ০৫:২৫ পিএম
আপডেট : ২৪ অক্টোবর ২০২৪, ০৫:২৮ পিএম
অনলাইন সংস্করণ

মিরাজের ইনিংস সেঞ্চুরির যোগ্য ছিল : মার্করাম

মিরাজের প্রশংসা করলেন মার্করাম। ছবি : সংগৃহীত
মিরাজের প্রশংসা করলেন মার্করাম। ছবি : সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্টে ৮৯.৫ ওভার খেলে বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংসে লড়াই করে ৩০৭ রান সংগ্রহ করে । ইনিংস ব্যবধানে হার এড়ানো ম্যাচের অন্যতম নায়ক ছিলেন মেহেদী হাসান মিরাজ, যিনি ৯৭ রানের অসাধারণ ইনিংস খেলে দলকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অবস্থানে নিয়ে আসেন। যদিও শেষ পর্যন্ত বাংলাদেশ ৭ উইকেটের ব্যবধানে ম্যাচটি হেরে যায়। কিন্তু মিরাজের দারুণ ব্যাটিং পারফরম্যান্সে বিপক্ষ দলের অধিনায়ক এইডেন মার্করাম মুগ্ধ হয়ে তার প্রশংসা করেন।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মার্করাম বলেন, ‘বাংলাদেশ আমাদের কঠিন সময়ে ফেলেছিল, বিশেষ করে নতুন বল সামলাতে গিয়ে। তাদের ব্যাটাররা কঠিন পরিস্থিতিতে দারুণ প্রতিরোধ গড়েছিল। মিরাজ সত্যিই অসাধারণ খেলেছে। আমি মনে করি, সে সেঞ্চুরির যোগ্য ছিল। নতুন বলে তাদের সামলাতে আমাদের বেশ পরিশ্রম করতে হয়েছে। তারা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করেছিল, বিশেষ করে বল নরম হয়ে যাওয়ার পর তাদের ব্যাটারদের আউট করা আরও কঠিন হয়ে পড়েছিল। মিরাজ এবং তার দলের প্রতি আমার কৃতিত্ব থাকবে।”

মার্করাম আরও বলেন, ‘বাংলাদেশের মতো দলকে হারাতে পারা অবশ্যই আমাদের জন্য সন্তোষজনক। প্রতিটি ক্রীড়াবিদই চায় বেশি করে ম্যাচ জিততে, এবং ধারাবাহিকভাবে জেতার ক্ষমতাই একটি ভালো দলের ভিত্তি। আমরা পরিশ্রম করেছি এবং এর ফল পেয়েছি। এটি আমাদের দল হিসেবে গর্বিত করে তুলেছে। ভবিষ্যতে এমন সাফল্য অব্যাহত রাখার জন্য আমরা রোমাঞ্চিত।’

মার্করাম বাংলাদেশের প্রতিরোধের প্রতি সম্মান জানিয়েও বলেন, ‘এই ম্যাচে বাংলাদেশ আমাদের কঠিন প্রতিপক্ষ হিসেবে সামনে ছিল। মিরাজের পারফরম্যান্স বিশেষভাবে প্রশংসাযোগ্য। আমাদের দলকে জয়ের পথে রাখতে অনেক পরিশ্রম করতে হয়েছে। তবে এই ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করেই আমরা ভালো দল হয়ে উঠছি, এবং এমন জয়ে দল হিসেবে আমরা খুবই সন্তুষ্ট।’

এই ম্যাচে মিরাজের কাছাকাছি সেঞ্চুরির ইনিংস কেবল তার প্রতিভা নয়, বাংলাদেশের ক্রিকেটের শক্তি ও মনোবলকেও প্রতিফলিত করে, যা তাদের ভবিষ্যৎ প্রতিযোগিতায় নিশ্চিত উজ্জীবিত রাখবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বিআইটি মডেল’ বাস্তবায়ন দাবিতে উত্তাল ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ

প্রতিদ্বন্দ্বিতামূলক উৎসবমুখর নিরপেক্ষ নির্বাচন চায় বিএনপি : প্রিন্স

তপশিল ঘোষণার পর জোট বিষয়ে সিদ্ধান্ত হবে : ফারুক

কুমিল্লায় ৩ খুনের নেতৃত্বে ছিলেন চেয়ারম্যান-মেম্বার

চালের দাম নিয়ে সুখবর দিলেন খাদ্য উপদেষ্টা

আন্তর্জাতিক ইসলামি সংগঠনের প্রতিনিধির সঙ্গে ছাত্রশিবিরের সভা

প্রধান উপদেষ্টা নির্বাচনের ঘোষণা দিয়েছেন : ধর্ম উপদেষ্টা

বিচার ও সংস্কারকে নির্বাচনের মুখোমুখি না করার আহ্বান সাকির

বিএনপির সদস্য সংগ্রহ অনুষ্ঠানে হামলা

আবুধাবিতে সাড়ে ৮৩ কোটি টাকার লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি

১০

ব্লাকমেইল করে সাংবাদিকের কাছে চাঁদা দাবি

১১

বিমানের ডানা থেকে লাফ দিয়ে আহত ১৮

১২

ইবিতে মাস্টার্সে পুনঃভর্তি / ছাত্রদল নেতাদের বিশেষ বিবেচনা, অন্যদের ক্ষেত্রে বঞ্চনা!

১৩

তানভীরের ফাইফারে সিরিজে সমতায় ফিরল টাইগাররা

১৪

প্রজাতন্ত্র নির্মাণে নতুন রাজনৈতিক ইশতেহার প্রয়োজন: জেএসডি 

১৫

চসিক মেয়রের সঙ্গে কানাডার ফেডারেল এমপির বৈঠক

১৬

যে কারণে জোতার শেষকৃত্যে ছিলেন না রোনালদো

১৭

চাঁদাবাজির সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার কালবেলার সাংবাদিক

১৮

উল্টোরথে শেষ হলো রথযাত্রার মহোৎসব

১৯

আশুরায় শুধু কারবালার নয়, রয়েছে আরও যত ঘটনা

২০
X