আগামী অক্টোবর মাসে ভারতে অনুষ্ঠিত হবে ১৩তম ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ। ইতোমধ্যে বৈশ্বিক এই আসরের পূর্ণাঙ্গ সূচিও প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সূচি প্রকাশের পর থেকেই গুঞ্জন ছিল একাধিক ম্যাচের সূচিতে পরিবর্তন আনবে আইসিসি। অবশেষে সেই গুঞ্জন সত্য হলো। এবারের বিশ্বকাপ আসরে বাংলাদেশের ৩টি ম্যাচসহ মোট ৯ ম্যাচের সূচিতে পরিবর্তন করেছে আইসিসি।
বিশ্বকাপ ক্রিকেটের সবচেয়ে বহুল প্রতিক্ষীত ভারত-পাকিস্তান ম্যাচের তারিখ একদিন এগিয়ে আনছে আইসিসি। একইসঙ্গে বিশ্বকাপে বাংলাদেশের তিন ম্যাচের সূচি পরিবর্তন করেছে ক্রিকেটরে সর্বোচ্চা সংস্থা।
ভারত বিশ্বকাপে পরিবর্তিত তারিখ অনুযায়ী বাংলাদেশ বনাম ইংল্যান্ডের খেলা হবে ১০ অক্টোবর। সাবেক বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচটি অনুষ্ঠিত হবে ১১ নভেম্বর আর নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি একদিন এগিয়ে ১৩ অক্টোবর মাঠে গড়াবে।
বাংলাদেশ বনাম ইংল্যান্ড ম্যাচে সময়ে পরিবর্তন এনেছে আইসিসি। দিবারাত্রির ম্যাচটি এগিয়ে বাংলাদেশ সময় সকাল ১১টায় শুরু হবে। অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশের ম্যাচটি একদিন এগিয়ে অনুষ্ঠিত হবে ১১ নভেম্বর।
১২ নভেম্বর কালীপূজার কারণে কলকাতা পুলিশ এবং পশ্চিমবাংলার ক্রিকেট অ্যাসোসিয়েশনের অনুরোধে ১২ নভেম্বরের পরিবর্তে ১১ নভেম্বর ইডেন গার্ডেনে অনুষ্ঠিত হবে। এছাড়াও ভারত-পাকিস্তান মহরণের আগে পাকিস্তান দলকে পর্যাপ্ত বিশ্রামের সুযোগ করে দিতে এগিয়ে আনা হয়েছে পাকিস্তান ও শ্রীলঙ্কার ম্যাচটি। পরিবর্তিত সূচি অনুযায়ী, ১০ অক্টোবর অনুষ্ঠিত হবে ম্যাচটি।
বিশ্বকাপের দিনক্ষণ ও সময়ে পরিবর্তন আনলেও ভেন্যুতে কোনো পরিবর্তন আনেনি আইসিসি। বাংলাদেশের তিন ম্যাচসহ মোট নয়টি ম্যাচের সূচিতে পরিবর্তন আনা হয়েছে। সর্বোচ্চ তিনটি ম্যাচ বাংলাদেশের, দুইটি করে পরিবর্তন এসেছে অস্ট্রেলিয়া ও ভারতের। এছাড়া একটি করে ম্যাচে পরিবর্তন এসেছে নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস, আফগানিস্তান এবং দক্ষিণ আফ্রিকার ম্যাচে।
মন্তব্য করুন