প্রথম দল হিসেবে আসন্ন এশিয়া কাপের জন্য স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এশিয়া কাপ ছাড়াও আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেন প্রধান নির্বাচকের দায়িত্ব পাওয়া ইনজামাম-উল-হক। দীর্ঘদিন পর দলে ফিরেছেন অলরাউন্ডার ফাহিম আশরাফ এবং প্রথমবারের মতো ডাক পেয়েছেন তায়েব তাহির।
বুধবার (৯ আগস্ট) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এশিয়া কাপ ও আফগানিস্থান সিরিজের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করে পিসিবি। গত নিউজিল্যান্ড সিরিজের দল থেকে বাদ পড়েছেন শান মাসুদ ও ইহসানউল্লাহ। তবে ২০২১ সালের পর আবারও দলে ফিরছেন পেস অলরাউন্ডার ফাহিম আশরাফ এবং ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে ঝোড়ো সেঞ্চুরি হাঁকানো তায়েব তাহির।
এশিয়া কাপের জন্য পাকিস্তান দলে থাকবেন ১৭ জন ক্রিকেটার। সেক্ষেত্রে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শেষে বাদ পড়বেন সৌদ শাকিল। আজ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তান দল ঘোষণা করেন প্রধান নির্বাচকের দায়িত্বে ফেরা ইনজামাম-উল-হক।
সর্বশেষ ২০২১ সালে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ম্যাচ খেলেছিলেন পেস অলরাউন্ডার ফাহিম আশরাফ। এ অলরাউন্ডারকে দলে অর্ন্তভুক্তির কারণ হিসেবে পিসিবির নতুন প্রধান নির্বাচক ইনজামাম-উল-হক বলেন, ‘দলে একজন পেস বোলিং অলরাউন্ডারের প্রয়োজন। তাই অলরাউন্ডার না থাকায় তাকে প্রাধান্য দেয়া হয়েছেন।’
পাকিস্তান এবার অভিজ্ঞদের পাশাপাশি নতুন খেলোয়াড়দের ওপরও ভরসা রেখেছে। সেই কারণে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ইর্মাজিং এশিয়া কাপের ফাইনালে ঝোড়ো সেঞ্চুরি হাাঁকানো তায়িব তাহিরকে ডেকেছে নির্বাচক প্যানেল। তবে লঙ্কানদের মাটিতে টেস্টে ডাবল সেঞ্চুরি হাঁকানো সৌদ শাকিল শুধু আফগান সিরিজের দলে থাকবেন।
শান মাসুদ দল থেকে বাদ পড়েছেন বাজে ফর্মের কারণে, আর পেস বোলার ইহসানউল্লাহ চোটের কারণে বাদ পড়েছেন। বর্তমান ইনজুরি থেকে ফিরতে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে রয়েছেন পাকিস্তানি ফাস্টবোলার।
এশিয়া কাপের জন্য পাকিস্তান দল:
বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আবদুল্লাহ শফিক, ফখর জামান, ইমাম-উল-হক, আগা সালমান, ইফতিখার আহমেদ, তায়েব তাহির, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নওয়াজ, উসামা মীর, হারিস রউফ, মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি।
মন্তব্য করুন