স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৪, ০৫:১৪ পিএম
অনলাইন সংস্করণ

লিটনের প্রশংসায় পঞ্চমুখ সালাউদ্দিন

মোহাম্মদ সালাউদ্দিন ও লিটন দাস। ছবি : সংগৃহীত
মোহাম্মদ সালাউদ্দিন ও লিটন দাস। ছবি : সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ অধিনায়ক লিটন দাসের জন্য এটি একটি মিশ্র অভিজ্ঞতা হয়ে রইল। যদিও তার নেতৃত্ব প্রশংসনীয় ছিল, ব্যাট হাতে তিনি আশানুরূপ পারফরম্যান্স দেখাতে পারেননি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে লিটনের সংগ্রহ মাত্র ১৪ রান। তবে ব্যাটিংয়ে ব্যর্থতা সত্ত্বেও তার অধিনায়কত্ব নিয়ে প্রশংসা করেছেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন।

সালাউদ্দিন ম্যাচ-পরবর্তী এক সাক্ষাৎকারে লিটনের নেতৃত্বের গুণাবলি তুলে ধরে বলেন, ‘অধিনায়ক হিসেবে লিটন অসাধারণ। আমরা যখন প্রথম তাকে কুমিল্লার অধিনায়ক করেছিলাম, তখন অনেকেই সমালোচনা করেছিলেন। তবে আমি সবসময় গভীর চিন্তা-ভাবনা করেই সিদ্ধান্ত নিই। একজন খেলোয়াড়ের খেলা সম্পর্কে ধারণা, দূরদর্শিতা, এবং পরিস্থিতি পড়ার ক্ষমতা বিবেচনা করেই তাকে অধিনায়ক বানানো হয়েছিল। আমার মতে, লিটনের মধ্যে সেই গুণাবলি রয়েছে।’

তিনি আরও বলেন, ‘লিটন খেলার সময় সাধারণত ৩-৪ ওভার আগে থেকেই পরিস্থিতি অনুমান করতে পারে। এটি একজন অধিনায়কের বড় গুণ। সে বুঝতে পারে কী ঘটছে এবং সামনের দুই ওভারে কী ঘটতে পারে। তার ফিল্ড সেটআপ ও বোলারদের ব্যবহার দেখুন—আমরা স্বল্প রান করেও দুইটি ম্যাচ জিতেছি। এগুলো তার নেতৃত্বের দক্ষতারই প্রমাণ।’

ব্যাট হাতে সাম্প্রতিক সময়ের ব্যর্থতা নিয়ে কোচ সালাউদ্দিন বলেন, ‘যেকোনো ব্যাটারের খারাপ সময় আসতে পারে। তবে টেকনিক্যাল কোনো ত্রুটি আমি লিটনের মধ্যে দেখছি না। আমার বিশ্বাস, সে দ্রুত এই পরিস্থিতি থেকে বের হয়ে আসবে। লিটন বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটার, সেটা যেকোনো ফরম্যাটেই হোক। তাই এটি নিয়ে আমি খুব বেশি চিন্তিত নই।’

তিনি আরও যোগ করেন, ‘যখন কোনো ব্যাটার রান করতে পারে না, তখন সেটা তার জন্য যেমন কষ্টের, আমাদের মতো কোচদের জন্যও সমান কষ্টের। তবে এই খারাপ সময় পেরোতে হলে মানসিকভাবে আরও কিছুটা রিল্যাক্স থাকা প্রয়োজন। আমি নিশ্চিত, লিটন খুব দ্রুতই নিজের স্বরূপে ফিরে আসবে।’

ব্যাট হাতে ব্যর্থতা সত্ত্বেও লিটনের নেতৃত্বে যে কৌশলগত গভীরতা ও দূরদর্শিতা রয়েছে, তা টাইগারদের সাম্প্রতিক সাফল্যে বড় ভূমিকা রেখেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেরিয়ে এলো মা-মেয়ে হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর তথ্য

নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘এনপিএ’র আত্মপ্রকাশ

৩২ আসনে কাদের সমর্থন দেবে, জানাল ইসলামী আন্দোলন

ওসমান হাদির ভাইকে যুক্তরাজ্যে সহকারী হাইকমিশনে নিয়োগ

ক্রিকেটারদের বহিষ্কারের স্ট্যাটাস দিয়ে আলোচনায় আসিফপত্নী

সরকারের কাজ জনগণকে ভোটদানে উদ্বুদ্ধ করা : আমীর খসরু

মির্জা আব্বাস-পাটওয়ারীকে মেঘনা আলমের বার্তা

ইরানে চলমান বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ২,৬৭৭

গবেষণার সারসংক্ষেপ উপস্থাপনা নিয়ে জরুরি নির্দেশনা মাউশির

‘গণভোটে হ্যাঁ-এর পক্ষে প্রচার রাষ্ট্রের জন্য ফরজে কিফায়া’

১০

বিএনপির ১ প্রার্থীর প্রার্থিতা স্থগিত

১১

জোট ছাড়ার কারণ জানাল ইসলামী আন্দোলন

১২

আগুন পোহাতে গিয়ে দগ্ধ গৃহবধূর মৃত্যু

১৩

গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা ফ্রান্সের

১৪

খালেদা জিয়া স্মরণে নাগরিক শোকসভা চলছে

১৫

ইরান ইস্যুতে সামরিক নয়, কূটনৈতিক সমাধান চায় যুক্তরাষ্ট্র

১৬

যে কারণে একক নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের

১৭

যাত্রীবাহী গাড়ি থেকে উদ্ধার ২১ মণ জাটকা গেল এতিমখানায়

১৮

প্রেমের টানে আসা কিশোরীকে ‘সংঘবদ্ধ ধর্ষণ’

১৯

গাজা পরিচালনায় নতুন নির্দলীয় টেকনোক্র্যাট সরকার

২০
X