স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৫, ০৫:১২ পিএম
অনলাইন সংস্করণ

সিডনিতে বোলান্ডের আগুনে বোলিংয়ে অস্ট্রেলিয়ার দাপট

উইকেট শিকারের পর বোলান্ডের উল্লাস। ছবি : সংগৃহীত
উইকেট শিকারের পর বোলান্ডের উল্লাস। ছবি : সংগৃহীত

বর্ডার-গাভাস্কার সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে সিডনির সবুজ পিচে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে কঠিন পরিস্থিতির মুখে পড়েছে ভারত। স্কট বোলান্ডের মাপা লাইন-লেংথ এবং পিচ থেকে পাওয়া সিম মুভমেন্টের কোন জবাব ছিল না ভারতের কাছে। বোলান্ডের ৪ উইকেট শিকারের পর ভারতের প্রথম ইনিংস মাত্র ১৮৫ রানে শেষ হয়।

অধিনায়ক রোহিত শর্মার অনুপস্থিতিতে নেতৃত্বের দায়িত্বে থাকা জাসপ্রীত বুমরাহ টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। তবে রোহিতকে ‘বিশ্রাম’ দিয়েও ভারতীয় ব্যাটিংয়ের কোন উন্নতি হয়নি। উল্টো কিছুটা অগোছালোও মনে হচ্ছিল তাদের।

কেএল রাহুল এবং যশস্বী জয়সওয়াল সতর্ক শুরু করলেও বেশিদূর এগোতে পারেননি। মিচেল স্টার্কের একটি লেগ-স্টাম্প হাফ-ভলি সোজা স্কয়ার লেগে ক্যাচ দিয়ে রাহুল (৪) বিদায় নেন। যশস্বী (১০) স্কট বলান্ডের বল সামলাতে গিয়ে স্লিপে অভিষিক্ত বো ওয়েবস্টারের হাতে ক্যাচ দেন।

বিরাট কোহলি প্রথম বলেই আউট হতে পারতেন, কিন্তু স্টিভ স্মিথের ক্যাচ নেওয়ার চেষ্টায় বল মাটিতে স্পর্শ করায় আম্পায়ার নট-আউট ঘোষণা করেন। তবে কোহলি এই সুযোগ কাজে লাগাতে পারেননি। বোলান্ডের এক দুর্দান্ত ডেলিভারিতে স্লিপে ক্যাচ দিয়ে তিনি ১৭ রানে ফেরেন।

শুভমান গিল (২০) এবং কোহলির মধ্যে ৪০ রানের একটি পার্টনারশিপ তৈরি হলেও তা যথেষ্ট হয়নি। গিল নাথান লায়নের বলে স্লিপে ক্যাচ দেন। এরপর ঋষভ পান্ত দায়িত্বশীল ব্যাটিং করেন। শরীরের আঘাত সহ্য করেও তিনি ৪০ রানের ইনিংস খেলেন, যেখানে একটি ছক্কাও ছিল। তবে পান্ত বোলান্ডের শর্ট বল পুল করতে গিয়ে মিড উইকেটে ক্যাচ দেন।

নীতিশ রেড্ডি প্রথম বলেই আউট হন, আর রবীন্দ্র জাদেজা (২৬) স্টার্কের বলে এলবিডব্লিউ হয়ে বিদায় নেন। ওয়াশিংটন সুন্দর (১২) কিছু রান যোগ করলেও দীর্ঘ সময় টিকতে পারেননি।

শেষদিকে বুমরাহ ২২ রানের ঝোড়ো ইনিংস খেলেন। তবে তাতে লজ্জা এড়ানো যায়নি। ভারত ৮০ ওভারেই অলআউট হয়ে যায়।

ব্যাটিংয়ে নেমে স্বাগতিকরাও তেমন সুবিধা করতে পারেনি। মাত্র ৩ ওভার খেললেও এরই মধ্যে তারা উসমান খাজার উইকেট খুঁইয়েছে। দিনের শেষ ওভারে অজি ওপেনার কনস্টাস ও জাসপ্রীত বুমরাহর মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত: ১৮৫ (ঋষভ পান্ত ৪০, শুবমান গিল ২০; স্কট বলান্ড ৪/৩১)

অস্ট্রেলিয়া: ৯/১ (জসপ্রীত বুমরাহ ১/৭)

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কোরআন বিতরণ 

ঢাকা বিশ্ববিদ্যালয় ১৫ দিন বন্ধ ঘোষণা, হল ত্যাগের নির্দেশ

সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণ, ৬ শ্রমিক দগ্ধ

বাংলাদেশ সমাজকর্ম শিক্ষক সমিতির আত্মপ্রকাশ 

জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন ও ইউনিভার্সেল মেডিকেলের স্বাস্থ্য চুক্তি

ভূমিকম্পে নিহত রাফিকে শেষ দেখা দেখলেন মুর্মূষু মা

নরসিংদীতে ফের ভূমিকম্প, বাড়ছে আতঙ্ক

বাংলাদেশ গড়তে তারেক রহমানের বিকল্প নেই : দুলু

এক যুগ আগে ঝুঁকিপূর্ণ ঘোষণা, ৩২ ভবনে এখনো মানুষের বাস

মেট্রোরেল লাইনের ওপর পড়ল ড্রোন, অতঃপর...

১০

জাতীয় নার্স কমিশন হতেই হবে : ফরহাদ মজহার

১১

রাজধানীতে চলন্ত বাসে আগুন

১২

আগামীতে দিনের ভোট রাতে আর হবে না : সেলিমুজ্জামান

১৩

জামায়াত প্রার্থীর শোডাউনে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

১৪

ঢাকা বিশ্ববিদ্যালয় সাময়িক বন্ধ ঘোষণার দাবি ডাকসুর

১৫

কালিগঞ্জে লিফলেট বিতরণ কর্মসূচি : ডা. শহিদুলের সঙ্গে হাজারো নেতাকর্মীর পদযাত্রা

১৬

বান্দরবান বিশ্ববিদ্যালয় / শিক্ষার মান উন্নয়নে স্থায়ী ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম স্থানান্তরের সিদ্ধান্ত

১৭

আইসল্যান্ডে দিনে ১,৬০০ ভূমিকম্প, স্বাভাবিক না ভয়াবহ সংকেত?

১৮

ভূমিকম্পে হতাহত পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা

১৯

অবরোধের ঘোষণা চট্টগ্রাম বন্দর রক্ষা পরিষদের

২০
X