স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৫, ০১:১৯ পিএম
অনলাইন সংস্করণ

বিপিএলে আসছেন আইসিসি এলিট আম্পায়ার সৈকত

শরফুদৌল্লা ইবনে সৈকত। ছবি : সংগৃহীত
শরফুদৌল্লা ইবনে সৈকত। ছবি : সংগৃহীত

২০২৫ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) গত বছরের ৩০ ডিসেম্বর শুরু হওয়ার পর থেকেই উত্তেজনার পারদ চড়ছে। বিসিবি সভাপতি ফারুক আহমেদ এবারের আসরকে সম্পূর্ণ নতুন আঙ্গিকে আয়োজনের ঘোষণা দিয়েছিলেন, যা ইতোমধ্যে মাঠের খেলায় প্রতিফলিত হচ্ছে। যদিও কিছু অফ-ফিল্ড বিতর্ক দেখা গেছে, তবে ব্যাটে-বলের লড়াই দর্শকদের দারুণ আনন্দ দিচ্ছে।

ঢাকা পর্ব শেষে বিপিএল এখন সিলেটের মাটিতে গড়িয়েছে, যেখানে ইতোমধ্যে ব্যাটারদের দাপট দেখা গেছে। বিশেষ করে ইংলিশ তারকা অ্যালেক্স হেলসের সেঞ্চুরি নজর কাড়ে। বিসিবির পরিচালক নাজমুল আবেদিন ফাহিম আগেই বলেছিলেন, ঢাকার ফিরতি পর্বসহ সিলেট ও চট্টগ্রামে দর্শকদের জন্য আরও চমক অপেক্ষা করছে। সেই চমকের অংশ হিসেবেই এবার বিপিএলের আম্পায়ারিং প্যানেলে যুক্ত হচ্ছেন আন্তর্জাতিকভাবে প্রশংসিত আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত।

আইসিসির এলিট প্যানেলের এই আম্পায়ার গত কয়েক বছরে আন্তর্জাতিক অঙ্গনে দারুণ সুনাম কুড়িয়েছেন। সবশেষ ভারতের বিপক্ষে বর্ডার-গাভাস্কার ট্রফিতে যশস্বী জয়সওয়ালকে আউট দেওয়ার সময় তার সাহসী সিদ্ধান্ত ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। এবার সেই অভিজ্ঞ আম্পায়ার বিপিএলে নাম লেখাচ্ছেন, যা দেশীয় ক্রিকেটের জন্যও বড় এক অর্জন।

বিসিবির একটি সূত্র নিশ্চিত করেছে, সৈকত আগামী ১০ জানুয়ারি দেশে ফিরবেন। বিশ্রামের পর ১৬ জানুয়ারি চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে মাঠে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন। এবারের বিপিএলে ১২ জন আম্পায়ার আছেন, যার মধ্যে ১০ জন দেশীয় এবং ২ জন বিদেশি। এছাড়া, পাঁচজন ম্যাচ রেফারি নিয়োজিত রয়েছেন।

বিপিএল ২০২৫-এ দর্শকদের জন্য বেশ কিছু নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। উন্নতমানের ডিআরএস থাকলেও এখনো স্পাই ক্যামেরা ও ব্যাগি ক্যামেরার ব্যবহার দেখা যায়নি। তবে দর্শকদের জন্য গ্যালারিতে বিনামূল্যে পানির ব্যবস্থা রাখা হয়েছে, পরিবেশবান্ধব ‘জিরো ওয়েস্ট জোন’ তৈরি করা হয়েছে এবং ই-টিকিটিং চালু করা হয়েছে, যা মাঠে প্রবেশকে আরও সহজ করেছে।

সৈকতের মতো একজন অভিজ্ঞ আম্পায়ারের অন্তর্ভুক্তি বিপিএলের মান আরও উন্নত করবে বলে আশা করা হচ্ছে। বিপিএল যখন চট্টগ্রাম ও ঢাকার ফিরতি পর্বে প্রবেশ করবে, তখন আরও উত্তেজনাপূর্ণ ম্যাচ এবং নতুন অভিজ্ঞতা অপেক্ষা করছে ক্রিকেটপ্রেমীদের জন্য।

বিশ্বের অন্যতম সেরা আম্পায়ার যখন দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় মঞ্চে থাকবেন, তখন স্বাভাবিকভাবেই ক্রিকেটপ্রেমীদের প্রত্যাশাও আরও বেড়ে যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলের ‘পুরো আকাশ অবরোধের’ হুঁশিয়ারি, ক্ষুব্ধ নেতানিয়াহু

সাতসকালে ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

ইরানের ‘কাসেম বাসির’ : মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থাও ফেল!

যুক্তরাষ্ট্রের নতুন হামলায় আহত ১৪, উত্তপ্ত ইয়েমেন

আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে বিপাকে ছাত্রদল নেতা

৫ মে : আজকের নামাজের সময়সূচি

৫ মে : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

সোমবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে সাংবাদিক গ্রেপ্তার

১০

হাসনাতের গাড়িতে হামলার প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ

১১

বগুড়ায় বিয়াম মডেল স্কুল ও কলেজের ৮ শিক্ষকের বিরুদ্ধে মামলা

১২

হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মশাল মিছিল

১৩

পিকনিককে কেন্দ্র করে গ্রামবাসীর দুপক্ষে সংঘর্ষ, নিহত ১

১৪

স্বাস্থ্য পরামর্শ / নবজাতকের জন্ডিস হলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে

১৫

হাসনাতের ওপর হামলার পর আলোচনায় আসা কে এই নাসির মোড়ল

১৬

নড়াইলে প্রবাসীর বাড়ি ভাঙচুর, ১০ লাখ টাকা চাঁদা দাবি

১৭

হাসনাতের ওপর হামলা / শিবির সভাপতির কড়া হুঁশিয়ারি

১৮

জুবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের অসুবিধা চান না তারেক রহমান

১৯

হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় পিনাকীর প্রতিক্রিয়া

২০
X