স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৫, ০১:১৯ পিএম
অনলাইন সংস্করণ

বিপিএলে আসছেন আইসিসি এলিট আম্পায়ার সৈকত

শরফুদৌল্লা ইবনে সৈকত। ছবি : সংগৃহীত
শরফুদৌল্লা ইবনে সৈকত। ছবি : সংগৃহীত

২০২৫ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) গত বছরের ৩০ ডিসেম্বর শুরু হওয়ার পর থেকেই উত্তেজনার পারদ চড়ছে। বিসিবি সভাপতি ফারুক আহমেদ এবারের আসরকে সম্পূর্ণ নতুন আঙ্গিকে আয়োজনের ঘোষণা দিয়েছিলেন, যা ইতোমধ্যে মাঠের খেলায় প্রতিফলিত হচ্ছে। যদিও কিছু অফ-ফিল্ড বিতর্ক দেখা গেছে, তবে ব্যাটে-বলের লড়াই দর্শকদের দারুণ আনন্দ দিচ্ছে।

ঢাকা পর্ব শেষে বিপিএল এখন সিলেটের মাটিতে গড়িয়েছে, যেখানে ইতোমধ্যে ব্যাটারদের দাপট দেখা গেছে। বিশেষ করে ইংলিশ তারকা অ্যালেক্স হেলসের সেঞ্চুরি নজর কাড়ে। বিসিবির পরিচালক নাজমুল আবেদিন ফাহিম আগেই বলেছিলেন, ঢাকার ফিরতি পর্বসহ সিলেট ও চট্টগ্রামে দর্শকদের জন্য আরও চমক অপেক্ষা করছে। সেই চমকের অংশ হিসেবেই এবার বিপিএলের আম্পায়ারিং প্যানেলে যুক্ত হচ্ছেন আন্তর্জাতিকভাবে প্রশংসিত আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত।

আইসিসির এলিট প্যানেলের এই আম্পায়ার গত কয়েক বছরে আন্তর্জাতিক অঙ্গনে দারুণ সুনাম কুড়িয়েছেন। সবশেষ ভারতের বিপক্ষে বর্ডার-গাভাস্কার ট্রফিতে যশস্বী জয়সওয়ালকে আউট দেওয়ার সময় তার সাহসী সিদ্ধান্ত ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। এবার সেই অভিজ্ঞ আম্পায়ার বিপিএলে নাম লেখাচ্ছেন, যা দেশীয় ক্রিকেটের জন্যও বড় এক অর্জন।

বিসিবির একটি সূত্র নিশ্চিত করেছে, সৈকত আগামী ১০ জানুয়ারি দেশে ফিরবেন। বিশ্রামের পর ১৬ জানুয়ারি চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে মাঠে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন। এবারের বিপিএলে ১২ জন আম্পায়ার আছেন, যার মধ্যে ১০ জন দেশীয় এবং ২ জন বিদেশি। এছাড়া, পাঁচজন ম্যাচ রেফারি নিয়োজিত রয়েছেন।

বিপিএল ২০২৫-এ দর্শকদের জন্য বেশ কিছু নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। উন্নতমানের ডিআরএস থাকলেও এখনো স্পাই ক্যামেরা ও ব্যাগি ক্যামেরার ব্যবহার দেখা যায়নি। তবে দর্শকদের জন্য গ্যালারিতে বিনামূল্যে পানির ব্যবস্থা রাখা হয়েছে, পরিবেশবান্ধব ‘জিরো ওয়েস্ট জোন’ তৈরি করা হয়েছে এবং ই-টিকিটিং চালু করা হয়েছে, যা মাঠে প্রবেশকে আরও সহজ করেছে।

সৈকতের মতো একজন অভিজ্ঞ আম্পায়ারের অন্তর্ভুক্তি বিপিএলের মান আরও উন্নত করবে বলে আশা করা হচ্ছে। বিপিএল যখন চট্টগ্রাম ও ঢাকার ফিরতি পর্বে প্রবেশ করবে, তখন আরও উত্তেজনাপূর্ণ ম্যাচ এবং নতুন অভিজ্ঞতা অপেক্ষা করছে ক্রিকেটপ্রেমীদের জন্য।

বিশ্বের অন্যতম সেরা আম্পায়ার যখন দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় মঞ্চে থাকবেন, তখন স্বাভাবিকভাবেই ক্রিকেটপ্রেমীদের প্রত্যাশাও আরও বেড়ে যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই বাংলাদেশি যুবককে ফেরত দিল বিএসএফ

বিএনপির প্রতিটি নেতাকর্মী জনগণের পাশে রয়েছে : নীরব

শুভ প্রবারণা পূর্ণিমা আজ

ছক্কার ঝড় তুলে ম্যাচসেরা সাইফের মুখে আত্মবিশ্বাসের কথা

আফগানদের হোয়াইটওয়াশ করে তৃপ্ত জাকের

আবারও ভারতের কাছে কুপোকাত পাকিস্তান

সাবেক যুবদল নেতার উদ্যোগে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার 

আজ কোজাগরী লক্ষ্মীপূজা

কাশিয়ানীতে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ

দাবি আদায়ে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চান মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসীরা

১০

নির্বাচনের জন্য দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রাম করেছি : লায়ন ফারুক 

১১

সাইফ ঝড়ে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

১২

আফগানদের বিরুদ্ধে জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ

১৩

বৃষ্টিসহ আগামী ৫ দিনের পূর্বাভাস দিল আবহাওয়া অফিস

১৪

প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ও কার্টিন ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর

১৫

স্মার্ট কার্ডের সংকট কাটাতে আসছে ‘ব্ল্যাংক কার্ড’

১৬

সেই বিয়ের কথা স্বীকার করলেন পরীমনি

১৭

দুর্গোৎসবে টাইমস স্কয়ারে ঢাকেশ্বরী মন্দিরের আবহ

১৮

‘নির্বাচন কমিশন সচিবালয় আইন ২০০৯’ সংশোধন করে অধ্যাদেশ জারি

১৯

জুনিয়র বৃত্তি পরীক্ষার নীতিমালা সংশোধন

২০
X