স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৪, ১২:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

জয়সওয়ালকে আউট দেওয়ায় আলোচনায় বাংলাদেশের আম্পায়ার সৈকত

বিতর্কিত সেই মুহূর্তটি। ছবি : সংগৃহীত
বিতর্কিত সেই মুহূর্তটি। ছবি : সংগৃহীত

মেলবোর্ন টেস্টের পঞ্চম দিনে এক বিতর্কিত সিদ্ধান্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে মেলবোর্নে টেস্টের তৃতীয় আম্পায়ার বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। যশস্বী জয়সোয়ালকে আউট দেওয়ার তার এই সিদ্ধান্ত প্রযুক্তি নিশ্চিত করতে ব্যর্থ হলেও শরফুদ্দৌলার আত্মবিশ্বাস ও সাহসিকতার নজির ক্রিকেট বিশ্লেষকদের নজর কেড়েছে ।

পঞ্চম দিনের ২১.২ ওভার বাকি থাকতে ভারত টেস্ট ড্রয়ের জন্য লড়াই করছিল। ভারতের স্কোর তখন ১৪০ রান, আর ওপেনার যশস্বী জয়সোয়াল ৮৪ রানে অপরাজিত থেকে দলকে টেস্টে টিকে থাকার আশা জাগাচ্ছিলেন। অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল মাত্র ৪টি উইকেট।

প্যাট কামিন্সের একটি বাউন্সারে উইকেটকিপার অ্যালেক্স ক্যারি ক্যাচের আবেদন করেন, যা মাঠের আম্পায়ার নট আউট দেন। তবে কামিন্স রিভিউ চাইলে বিষয়টি তৃতীয় আম্পায়ার শরফুদ্দৌলার কাছে যায়।

রিপ্লে পর্যবেক্ষণের পর শরফুদ্দৌলা জানান, তিনি স্পষ্ট দেখতে পেয়েছেন বলের গতিপথ পরিবর্তন হয়েছে। তবে আরও নিশ্চিত হওয়ার জন্য স্নিকোর সাহায্য নেওয়া হয়। কিন্তু স্নিকোতে বল ব্যাট বা গ্লাভসে লাগার কোনো স্পষ্ট সিগন্যাল পাওয়া যায়নি। এরপরও শরফুদ্দৌলা জয়সোয়ালকে আউটের সিদ্ধান্ত দেন।

এই সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান জয়সোয়াল। মাঠ ছাড়ার সময়ও তিনি কিছু মন্তব্য করেন। তবে শরফুদ্দৌলার এই সিদ্ধান্তকে সাহসী এবং সঠিক বলেছেন কিংবদন্তি অজি অধিনায়ক রিকি পন্টিং ও সাবেক আম্পায়ার সাইমন টফেল ।

রিকি পন্টিং বলেন, ‘তারা বিষয়টি যেভাবে ব্যাখ্যা করতে চায়, করুক। এটা স্পষ্ট যে বল গ্লাভসে লেগেছে। আমি মুহূর্তেই এটি ধরে ফেলেছিলাম, এবং জয়সোয়াল আসলে হাঁটতে শুরু করেছিল। স্নিকো এটি নিশ্চিত করতে পারেনি, তবে আম্পায়ার বলের গতিপথের পরিবর্তন দেখে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন এবং বল যেখানে গ্লাভসের শেষ প্রান্তে ছিল, সেখানে ফ্রিজ করেছেন। আমার দৃষ্টিকোণে এটি নিয়ে কোনো বিতর্ক নেই।’

আইসিসির সাবেক এলিট প্যানেলের আম্পায়ার সাইমন টফেল বলেন, ‘তৃতীয় আম্পায়ার শেষ পর্যন্ত সঠিক সিদ্ধান্তই নিয়েছেন। প্রযুক্তি প্রোটোকল অনুযায়ী আমাদের একটি রিডান্ডেন্সি হায়ারার্কি রয়েছে। যখন আম্পায়ার স্পষ্টভাবে ব্যাট থেকে বলের গতিপথের পরিবর্তন দেখেন, তখন অতিরিক্ত প্রযুক্তি ব্যবহারের প্রয়োজন নেই। এই স্পষ্ট ডিফ্লেকশনই যথেষ্ট প্রমাণ।’

পন্টিং এবং টফেল উভয়ই মনে করেন, শরফুদ্দৌলা ইবনে শহীদ স্নিকোর সীমাবদ্ধতার মাঝেও পরিস্থিতি বিশ্লেষণ করে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। তাদের বক্তব্য থেকে পরিষ্কার যে, এই সিদ্ধান্ত সাহসিকতা ও অভিজ্ঞতার এক দুর্দান্ত উদাহরণ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সবাইকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাব: নীরব

‘হামজা আমার দলে হলে বেঞ্চেই বসে থাকত’

লন্ডনে টাওয়ার হ্যামলেটসের মেয়রের সঙ্গে বাসস চেয়ারম্যানের মতবিনিময়

আফগানদের কাছে হারার পর যা বললেন মিরাজ

অল্প পুঁজি নিয়ে আফগানদের সাথে পারল না বাংলাদেশ

‘দেশের সার্বিক উন্নয়নে প্রবীণদের অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে’

রাবেতাতুল ওয়ায়েজীনের সঙ্গে সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের মতবিনিময়

ডিএনসিসি এলাকায় টাইফয়েডের টিকা পাবে ১৩ লাখ শিশু

অক্টোবরের প্রথম সপ্তাহে রেমিট্যান্স এসেছে ৬৯ কোটি ডলার

৭ বছর পর শহীদ জিয়ার মাজার জিয়ারত করলেন খালেদা জিয়া

১০

ফার্মগেটে ককটেল বিস্ফোরণ

১১

কালবেলার সংবাদের পর স্বপ্নের রঙিন ঘরে শাহারবানু

১২

আখিরাতের কল্যাণ নিশ্চিতে কাজ করছে জামায়াত : মুজিবুর রহমান

১৩

রাজধানীতে তারেক রহমানের সাক্ষাৎকারের রেকর্ডেড ভিডিও প্রদর্শন

১৪

জবাব দিতে পিএসসিকে আলটিমেটাম

১৫

অসদাচরণের অভিযোগে বদলি চিকিৎসক দম্পতি

১৬

সড়কের পাশে ময়লার ভাগাড়, দুর্গন্ধে অতিষ্ঠ মানুষ

১৭

শহীদ জিয়ার মাজারে দোয়া করলেন খালেদা জিয়া

১৮

নোয়াখালী বিভাগ চাইলেন ‘কাবিলা’

১৯

বেথ মুনির রেকর্ডে অস্ট্রেলিয়ার দুর্দান্ত জয়

২০
X