সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬, ১৩ মাঘ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৪, ১২:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

জয়সওয়ালকে আউট দেওয়ায় আলোচনায় বাংলাদেশের আম্পায়ার সৈকত

বিতর্কিত সেই মুহূর্তটি। ছবি : সংগৃহীত
বিতর্কিত সেই মুহূর্তটি। ছবি : সংগৃহীত

মেলবোর্ন টেস্টের পঞ্চম দিনে এক বিতর্কিত সিদ্ধান্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে মেলবোর্নে টেস্টের তৃতীয় আম্পায়ার বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। যশস্বী জয়সোয়ালকে আউট দেওয়ার তার এই সিদ্ধান্ত প্রযুক্তি নিশ্চিত করতে ব্যর্থ হলেও শরফুদ্দৌলার আত্মবিশ্বাস ও সাহসিকতার নজির ক্রিকেট বিশ্লেষকদের নজর কেড়েছে ।

পঞ্চম দিনের ২১.২ ওভার বাকি থাকতে ভারত টেস্ট ড্রয়ের জন্য লড়াই করছিল। ভারতের স্কোর তখন ১৪০ রান, আর ওপেনার যশস্বী জয়সোয়াল ৮৪ রানে অপরাজিত থেকে দলকে টেস্টে টিকে থাকার আশা জাগাচ্ছিলেন। অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল মাত্র ৪টি উইকেট।

প্যাট কামিন্সের একটি বাউন্সারে উইকেটকিপার অ্যালেক্স ক্যারি ক্যাচের আবেদন করেন, যা মাঠের আম্পায়ার নট আউট দেন। তবে কামিন্স রিভিউ চাইলে বিষয়টি তৃতীয় আম্পায়ার শরফুদ্দৌলার কাছে যায়।

রিপ্লে পর্যবেক্ষণের পর শরফুদ্দৌলা জানান, তিনি স্পষ্ট দেখতে পেয়েছেন বলের গতিপথ পরিবর্তন হয়েছে। তবে আরও নিশ্চিত হওয়ার জন্য স্নিকোর সাহায্য নেওয়া হয়। কিন্তু স্নিকোতে বল ব্যাট বা গ্লাভসে লাগার কোনো স্পষ্ট সিগন্যাল পাওয়া যায়নি। এরপরও শরফুদ্দৌলা জয়সোয়ালকে আউটের সিদ্ধান্ত দেন।

এই সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান জয়সোয়াল। মাঠ ছাড়ার সময়ও তিনি কিছু মন্তব্য করেন। তবে শরফুদ্দৌলার এই সিদ্ধান্তকে সাহসী এবং সঠিক বলেছেন কিংবদন্তি অজি অধিনায়ক রিকি পন্টিং ও সাবেক আম্পায়ার সাইমন টফেল ।

রিকি পন্টিং বলেন, ‘তারা বিষয়টি যেভাবে ব্যাখ্যা করতে চায়, করুক। এটা স্পষ্ট যে বল গ্লাভসে লেগেছে। আমি মুহূর্তেই এটি ধরে ফেলেছিলাম, এবং জয়সোয়াল আসলে হাঁটতে শুরু করেছিল। স্নিকো এটি নিশ্চিত করতে পারেনি, তবে আম্পায়ার বলের গতিপথের পরিবর্তন দেখে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন এবং বল যেখানে গ্লাভসের শেষ প্রান্তে ছিল, সেখানে ফ্রিজ করেছেন। আমার দৃষ্টিকোণে এটি নিয়ে কোনো বিতর্ক নেই।’

আইসিসির সাবেক এলিট প্যানেলের আম্পায়ার সাইমন টফেল বলেন, ‘তৃতীয় আম্পায়ার শেষ পর্যন্ত সঠিক সিদ্ধান্তই নিয়েছেন। প্রযুক্তি প্রোটোকল অনুযায়ী আমাদের একটি রিডান্ডেন্সি হায়ারার্কি রয়েছে। যখন আম্পায়ার স্পষ্টভাবে ব্যাট থেকে বলের গতিপথের পরিবর্তন দেখেন, তখন অতিরিক্ত প্রযুক্তি ব্যবহারের প্রয়োজন নেই। এই স্পষ্ট ডিফ্লেকশনই যথেষ্ট প্রমাণ।’

পন্টিং এবং টফেল উভয়ই মনে করেন, শরফুদ্দৌলা ইবনে শহীদ স্নিকোর সীমাবদ্ধতার মাঝেও পরিস্থিতি বিশ্লেষণ করে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। তাদের বক্তব্য থেকে পরিষ্কার যে, এই সিদ্ধান্ত সাহসিকতা ও অভিজ্ঞতার এক দুর্দান্ত উদাহরণ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরদের কানে ধরে ওঠবস বিতর্ক, ব্যাখ্যা দিলেন ডাকসুর সর্বমিত্র

বাগেরহাটের ডিসি-এসপিকে ফোন করে হুমকি

বিএনপির জনসভার ১৮টি মাইক, ৫ কয়েল তার চুরি

দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই বিএনপির রাজনীতি : রিজভী

সিরাজগঞ্জে বুদ্ধিস্ট ফেডারেশনের শীতবস্ত্র বিতরণ

তারেক রহমানই বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে পারবেন :  সালাম

খালেদা জিয়ার মৃত্যুতে ঢামেকে শোক বই, উদ্বোধন করলেন ড্যাব সভাপতি 

শাকিবের গ্রিন কার্ড পাওয়ার ‘গোপন’ খবর ফাঁস করলেন অমিত হাসান

ইসিকে নিরপেক্ষতা ও স্বচ্ছ ভোট গণনা নিশ্চিত করতে হবে : রবিউল

ঢাবির মাঠে খেলতে আসায় কানে ধরালেন ডাকসুর সর্বমিত্র

১০

সোমবার গ্যাস থাকবে না যেসব এলাকায়

১১

তারেক রহমানের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই : মঈন খান

১২

মাদুরোকে গ্রেপ্তারে মার্কিন অভিযানের চাঞ্চল্যকর তথ্য ফাঁস

১৩

‘ভারতীয় প্রক্সি বাহিনীর’ সঙ্গে পাকিস্তানি বাহিনীর তুমুল সংঘর্ষ

১৪

কোনো কোনো দল বলছে আমরা নাকি মানুষকে ধোঁকা দিচ্ছি : তারেক রহমান

১৫

সাদ্দামের প্যারোলে মুক্তির বিষয়ে কারা কর্তৃপক্ষের বক্তব্য 

১৬

স্বর্ণের দামে নতুন ইতিহাস, সোমবার থেকে কার্যকর

১৭

ডিবির জালে আটক মাদক সম্রাট স্বেচ্ছাসেবক লীগ নেতা বিল্লাল

১৮

দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপির বিকল্প নেই : সালাহউদ্দিন

১৯

পাকিস্তানি সেনাদের সহযোগিতাকারীরা ভোটের জন্য এসেছে : মির্জা ফখরুল

২০
X