স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৪, ১২:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

জয়সওয়ালকে আউট দেওয়ায় আলোচনায় বাংলাদেশের আম্পায়ার সৈকত

বিতর্কিত সেই মুহূর্তটি। ছবি : সংগৃহীত
বিতর্কিত সেই মুহূর্তটি। ছবি : সংগৃহীত

মেলবোর্ন টেস্টের পঞ্চম দিনে এক বিতর্কিত সিদ্ধান্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে মেলবোর্নে টেস্টের তৃতীয় আম্পায়ার বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। যশস্বী জয়সোয়ালকে আউট দেওয়ার তার এই সিদ্ধান্ত প্রযুক্তি নিশ্চিত করতে ব্যর্থ হলেও শরফুদ্দৌলার আত্মবিশ্বাস ও সাহসিকতার নজির ক্রিকেট বিশ্লেষকদের নজর কেড়েছে ।

পঞ্চম দিনের ২১.২ ওভার বাকি থাকতে ভারত টেস্ট ড্রয়ের জন্য লড়াই করছিল। ভারতের স্কোর তখন ১৪০ রান, আর ওপেনার যশস্বী জয়সোয়াল ৮৪ রানে অপরাজিত থেকে দলকে টেস্টে টিকে থাকার আশা জাগাচ্ছিলেন। অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল মাত্র ৪টি উইকেট।

প্যাট কামিন্সের একটি বাউন্সারে উইকেটকিপার অ্যালেক্স ক্যারি ক্যাচের আবেদন করেন, যা মাঠের আম্পায়ার নট আউট দেন। তবে কামিন্স রিভিউ চাইলে বিষয়টি তৃতীয় আম্পায়ার শরফুদ্দৌলার কাছে যায়।

রিপ্লে পর্যবেক্ষণের পর শরফুদ্দৌলা জানান, তিনি স্পষ্ট দেখতে পেয়েছেন বলের গতিপথ পরিবর্তন হয়েছে। তবে আরও নিশ্চিত হওয়ার জন্য স্নিকোর সাহায্য নেওয়া হয়। কিন্তু স্নিকোতে বল ব্যাট বা গ্লাভসে লাগার কোনো স্পষ্ট সিগন্যাল পাওয়া যায়নি। এরপরও শরফুদ্দৌলা জয়সোয়ালকে আউটের সিদ্ধান্ত দেন।

এই সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান জয়সোয়াল। মাঠ ছাড়ার সময়ও তিনি কিছু মন্তব্য করেন। তবে শরফুদ্দৌলার এই সিদ্ধান্তকে সাহসী এবং সঠিক বলেছেন কিংবদন্তি অজি অধিনায়ক রিকি পন্টিং ও সাবেক আম্পায়ার সাইমন টফেল ।

রিকি পন্টিং বলেন, ‘তারা বিষয়টি যেভাবে ব্যাখ্যা করতে চায়, করুক। এটা স্পষ্ট যে বল গ্লাভসে লেগেছে। আমি মুহূর্তেই এটি ধরে ফেলেছিলাম, এবং জয়সোয়াল আসলে হাঁটতে শুরু করেছিল। স্নিকো এটি নিশ্চিত করতে পারেনি, তবে আম্পায়ার বলের গতিপথের পরিবর্তন দেখে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন এবং বল যেখানে গ্লাভসের শেষ প্রান্তে ছিল, সেখানে ফ্রিজ করেছেন। আমার দৃষ্টিকোণে এটি নিয়ে কোনো বিতর্ক নেই।’

আইসিসির সাবেক এলিট প্যানেলের আম্পায়ার সাইমন টফেল বলেন, ‘তৃতীয় আম্পায়ার শেষ পর্যন্ত সঠিক সিদ্ধান্তই নিয়েছেন। প্রযুক্তি প্রোটোকল অনুযায়ী আমাদের একটি রিডান্ডেন্সি হায়ারার্কি রয়েছে। যখন আম্পায়ার স্পষ্টভাবে ব্যাট থেকে বলের গতিপথের পরিবর্তন দেখেন, তখন অতিরিক্ত প্রযুক্তি ব্যবহারের প্রয়োজন নেই। এই স্পষ্ট ডিফ্লেকশনই যথেষ্ট প্রমাণ।’

পন্টিং এবং টফেল উভয়ই মনে করেন, শরফুদ্দৌলা ইবনে শহীদ স্নিকোর সীমাবদ্ধতার মাঝেও পরিস্থিতি বিশ্লেষণ করে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। তাদের বক্তব্য থেকে পরিষ্কার যে, এই সিদ্ধান্ত সাহসিকতা ও অভিজ্ঞতার এক দুর্দান্ত উদাহরণ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রদলের ১ ইউনিটের কমিটি স্থগিত

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনে নেবে ১ হাজার ১৫২ জন

এরিয়া সেলস ম্যানেজার পদে নিয়োগ দিচ্ছে ট্রান্সকম ইলেকট্রনিক্স

বাংলাদেশ সি-সুইট অ্যাওয়ার্ডসের ‘সিইও অব দ্য ইয়ার ২০২৫’ সিটি ব্যাংকের মাসরুর আরেফিন

ইসরায়েলসহ মিত্রদের হয়ে গুপ্তচরবৃত্তি, ১৭ জনের মৃত্যুদণ্ড

জাতীয় ইমাম-খতিব সম্মেলনে চরমোনাই পীর / আলেমদেরকে ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহারের কোনো সুযোগ দেওয়া যাবে না

ইপিআই টিকাকেন্দ্রে আগুন

কৃষি ব্যাংক স্টাফ কলেজে বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত

৪৮ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ের শঙ্কা

বগুড়ায় হৃদরোগীর চিকিৎসায় সহায়তা দিলেন তারেক রহমান

১০

৪৭তম বিসিএসের সময় পেছানোর দাবিতে খুলনায় রেলপথ অবরোধ

১১

২৪ শীর্ষ নির্বাহী পেলেন চতুর্থ বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস

১২

ভূমিকম্প / জবি ক্যাম্পাস বন্ধ ঘোষণা, হল ছাড়ছেন শিক্ষার্থীরা

১৩

ইবির ব্যবসায় প্রশাসন অনুষদের নতুন ডিন ড. আব্দুস শাহীদ

১৪

সামুদ্রিক নিরাপত্তা নিয়ে চীন-যুক্তরাষ্ট্রের বৈঠক

১৫

সাংবাদিকদের ওপর হঠাৎ কেন ক্ষুব্ধ সোহেল রানা

১৬

‘তৌহিদি জনতার’ সঙ্গে বাউল শিল্পীদের ধাওয়া-পাল্টাধাওয়া, আহত ৪

১৭

ভূমিকম্প ঝুঁকি / গ্যাস কূপ খনন কার্যক্রম বন্ধ

১৮

তরুণদের নিয়ে প্লাস্টিকমুক্ত ভবিষ্যৎ গড়ার অভিযানে ‘তারুণ্যের উৎসব ২০২৫’

১৯

না ফেরার দেশে সাবেক খেলোয়াড় ও আম্পায়ার

২০
X