অবশেষে অবসর ভেঙে ইংল্যান্ডের রঙিন জার্সিতে ফিরেছেন ২০১৯ বিশ্বকাপ জয়ের নায়ক বেন স্টোকস। ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপের আগে দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে ইংলিশরা। ইংল্যান্ডের ঘোষিত ১৫ সদস্যের ওয়ানডে দলে ফেরানো হয়েছে গত বিশ্বকাপের ফাইনালসেরা এই অলরাউন্ডারকে।
বুধবার (১৬ আগস্ট) ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের স্কোয়াডে বেন স্টোকসকে রেখে স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
২০১৯ বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে অতিমানবীয় এক ইনিংস খেলে ফাইনালসেরার পুরস্কার পেয়েছিলেন স্টোকস। ২০২২ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালেও ৫৫ রানের ম্যাচজয়ী ইনিংস খেলেন তিনি। স্বভাবতই ভারতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপে স্টোকসকে দলে ফেরাতে উদগ্রীব ছিলেন অধিনায়ক জস বাটলার ও কোচ ম্যাথু মট।
যদিও ওয়ানডে বিশ্বকাপের প্রাথমিক দল এখনো ঘোষণা করেনি ইসিবি। তবে কিউইদের বিপক্ষে ১৫ সদস্যের দলে ফেরার মাধ্যমে ভারত বিশ্বকাপ খেলা অনেকটাই নিশ্চিত হয়ে গেল বেন স্টোকসের। নিউজিল্যান্ড সিরিজে বা বিশ্বকাপে বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে খেলার সম্ভাবনা বেশি বর্তমান ইংলিশ টেস্ট অধিনায়কের। ওয়ানডে দলের প্রধান কোচ ম্যাথু মট তাকে বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে দলে চাওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন।
ইংল্যান্ডের ঘোষিত ১৫ জনের ওয়ানডে দলে স্টোকসের সঙ্গে প্রথমবারের মতো ডাক পেয়েছেন কাউন্টি ক্লাব সারে পেসার গাস অ্যাটকিনসন। টি-টোয়েন্টি ব্লাস্টের পর চলমান দ্য হানড্রেডেও গতির ঝলক দেখিয়ে চলছেন ওভাল ইনভিনসিবলসের হয়ে খেলা এ পেসার।
ইংল্যান্ডের টি-টোয়েন্টি দলে রয়েছেন গাস অ্যাটকিনসন। তিনি ছাড়াও ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে ডাক পেয়েছেন পেসার জশ টাং ও জন টার্নার। টাং টেস্টে অভিষিক্ত হলেও টার্নার প্রথমবারের মতো ইংল্যান্ডের দলে ডাক পেলেন।
মন্তব্য করুন