স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৫, ১২:০৫ পিএম
আপডেট : ২১ জানুয়ারি ২০২৫, ১২:০৬ পিএম
অনলাইন সংস্করণ

ভারতের হয়ে খেলার জন্য দুই মাস বিরিয়ানি খাননি শামি

মোহাম্মদ শামি। ছবি : সংগৃহীত
মোহাম্মদ শামি। ছবি : সংগৃহীত

ভারতীয় পেসার মোহাম্মদ শামি, এক বছরের বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকার পর, আসন্ন ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারতের স্কোয়াডে জায়গা করে নিয়েছেন। একইসঙ্গে তিনি ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এবং চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডেও অন্তর্ভুক্ত হয়েছেন।

শামির এই কামব্যাকের পেছনে রয়েছে পরিশ্রম, আত্মত্যাগ এবং অদম্য ইচ্ছাশক্তির এক অনন্য দৃষ্টান্ত। শামির রঞ্জি ট্রফির দল বেঙ্গলের ফাস্ট বোলিং কোচ শিব শঙ্কর পালের ভাষায়, ‘শামি এতটাই ক্ষুধার্ত ছিলেন যে, ম্যাচ শেষ হওয়ার পরেও ৩০-৪৫ মিনিট বাড়তি বোলিং করার অনুরোধ করতেন। এমনকি ম্যাচের দিনও ভোর ৬টায় পুরো দলের আগে মাঠে উপস্থিত থাকতেন।’

শামির ডেডিকেশনের আরেকটি উদাহরণ হলো তার খাদ্যাভ্যাসের পরিবর্তন। কোচ পালের মতে, ‘তিনি তার প্রিয় বিরিয়ানি পুরোপুরি এড়িয়ে চলেছেন গত দুই মাস ধরে। শুধুমাত্র একবেলা খাবার খেয়েছেন, যা তাকে শারীরিকভাবে ফিট এবং মানসিকভাবে প্রস্তুত করেছে কামব্যাকের জন্য।’

শামি বেঙ্গল দলের হয়ে রঞ্জি ট্রফি দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছিলেন। এরপর সৈয়দ মুস্তাক আলি ট্রফি এবং বিজয় হাজারে ট্রফিতে বেঙ্গলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখান।

রোববার ইডেন গার্ডেন্সে শামি দলের সঙ্গে তার প্রথম আনুষ্ঠানিক অনুশীলন সেশন করেন। বোলিং কোচ মরনে মর্কেলের কাছ থেকে উষ্ণ আলিঙ্গন পাওয়ার পাশাপাশি, তিনি হার্দিক পান্ডিয়ার সঙ্গে নেট বোলিংয়ে অংশ নেন। মাঠে কয়েক দফা দৌড়ানোর পর শামি তার বোলিংয়ে মনোনিবেশ করেন।

২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেছিলেন শামি। কিন্তু এরপর থেকেই চোটের কারণে তিনি মাঠের বাইরে ছিলেন। জসপ্রিত বুমরার চোট নিয়ে অনিশ্চয়তার মাঝে শামির এই কামব্যাক ভারতীয় দলের জন্য একটি বড় স্বস্তির খবর।

শামির এই ফিরে আসা কেবলমাত্র তার শারীরিক সক্ষমতার নয়, তার মানসিক দৃঢ়তারও প্রতীক। ক্রিকেটপ্রেমীরা এখন তাকিয়ে আছেন, শামি কীভাবে আবার ভারতীয় পেস আক্রমণের নেতৃত্ব দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০তম বিসিএস পরীক্ষা শুরু

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু, ভরি কত

গণভোটের পর সরকারের মেয়াদ বৃদ্ধির প্রসঙ্গে প্রেস উইংয়ের বিবৃতি

সোহরাওয়ার্দীর পরীক্ষাকেন্দ্রে কবি নজরুল কলেজ শিক্ষার্থীদের নকলের ছড়াছড়ি

ইরানের পারমাণবিক কেন্দ্র থেকে কর্মীদের সরিয়ে নিতে প্রস্তুত রাশিয়া

জামিন ছাড়াই কারামুক্তি পাওয়া সেই ৩ আসামি গ্রেপ্তার

সন্ত্রাসীদের পক্ষে দাঁড়ালে ১৭ বছরের নিপীড়নের গল্পকে ভুয়া ধরব : আসিফ মাহমুদ

রাজধানীতে আজ কোথায় কী

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

চাকরি দিচ্ছে আবুল খায়ের গ্রুপ, লাগবে না অভিজ্ঞতা 

১০

৫০তম বিসিএসের প্রিলি আজ

১১

বন্দি বিনিময়ের শেষ ধাপে ১৫ ফিলিস্তিনির মরদেহ হস্তান্তর করল ইসরায়েল

১২

টিভিতে আজকের যত খেলা

১৩

আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

১৪

আজ টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৫

আজ যেসব এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না

১৬

৩০ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

১৭

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১৮

সম্প্রীতির চট্টগ্রাম গড়তে রাজনীতি করছি : সাঈদ আল নোমান

১৯

শুধু বগুড়া নয়, পুরো দেশের কথা চিন্তা করতে হবে : তারেক রহমান

২০
X