শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ১৯ আশ্বিন ১৪৩২
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৫, ০৬:২৫ পিএম
অনলাইন সংস্করণ

বুমরাহ-শামিকে নিয়েই ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা

শামি-বুমরাহকে নিয়েই মাঠে নামার পরিকল্পনা ভারতের। ছবি : সংগৃহীত
শামি-বুমরাহকে নিয়েই মাঠে নামার পরিকল্পনা ভারতের। ছবি : সংগৃহীত

আগামী মাস থেকে শুরু হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর জন্য ভারতের ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। দলে জাসপ্রীত বুমরাহ, মোহাম্মদ শামি এবং হার্দিক পাণ্ডিয়ার মতো তারকা ক্রিকেটারদের অন্তর্ভুক্তি ক্রিকেটপ্রেমীদের উত্তেজনা বাড়িয়েছে। তবে বুমরাহর অন্তর্ভুক্তি নির্ভর করছে তার সম্পূর্ণ ফিটনেসের ওপর, কারণ সাম্প্রতিক ইনজুরির কারণে তার খেলা নিয়ে এখনও সংশয় রয়েছে।

দলের নেতৃত্বে থাকছেন রোহিত শর্মা এবং সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন শুভমান গিল। সবচেয়ে চমকপ্রদ সংযোজন হলেন যশস্বী জয়সওয়াল, যিনি এখনও ওডিআই অভিষেক করেননি।

ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াড:

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), ঋষভ পান্ত (উইকেটরক্ষক), হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, জাসপ্রীত বুমরাহ, মোহাম্মদ শামি, আর্শদীপ সিং, যশস্বী জয়সওয়াল।

বুমরাহর ফিটনেস নিয়ে প্রশ্ন থাকায় ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের সিরিজে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। তার পরিবর্তে খেলবেন তরুণ পেসার হর্ষিত রানা। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ফিট হলে বুমরাহ দলে যোগ দেবেন এবং শামির সঙ্গে ভারতের পেস আক্রমণের নেতৃত্ব দেবেন।

মোহাম্মদ শামি দীর্ঘদিনের চোট কাটিয়ে ফিরেছেন। গত বিশ্বকাপে তিনি ছিলেন সর্বোচ্চ উইকেট শিকারী। তার সঙ্গে থাকবেন তরুণ আর্শদীপ সিং।

হার্দিক পাণ্ডিয়ার ফেরা ভারতের অলরাউন্ডার বিভাগের শক্তি বাড়িয়েছে। পাশাপাশি রয়েছেন রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল ও ওয়াশিংটন সুন্দর। চোট কাটিয়ে কুলদীপ যাদব দলে ফিরে স্পিন আক্রমণে ভারসাম্য আনবেন।

অভিষেকের অপেক্ষায় থাকা যশস্বী জয়সওয়াল ব্যাটিং লাইনআপে নতুন মাত্রা যোগ করতে পারেন। তার ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্স তাকে দলে জায়গা করে দিয়েছে। অন্যদিকে, অধিনায়ক রোহিত শর্মা ও সহ-অধিনায়ক শুভমান গিলের অভিজ্ঞতা দলের মেরুদণ্ড শক্ত করবে।

ভারত গ্রুপ ‘এ’-তে রয়েছে পাকিস্তান, বাংলাদেশ ও নিউজিল্যান্ডের সঙ্গে। তাদের প্রথম ম্যাচ ২০ ফেব্রুয়ারি, দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ দলের বিপক্ষে। তার আগে ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে তিনটি প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত।

এই দল ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি পুনরুদ্ধারের স্বপ্ন পূরণ করতে পারে কি না, সেটিই এখন দেখার বিষয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর

ফের জামায়াতের সমালোচনা করলেন হেফাজত আমির

জবি ক্যাম্পাসে ছাত্রদল নেতা হাসিবুলের প্রথম জানাজা সম্পন্ন

গণতন্ত্রে উত্তরণে বিশ্বের সমর্থন পাওয়া গেছে : মির্জা ফখরুল

আমরা পা ছেড়ে মাথার রগে ফোকাস করছি, মজার ছলে সর্ব মিত্র

নাটকীয় ম্যাচ জিতে টাইগারদের সিরিজ জয়

জবি ছাত্রদল নেতার মৃত্যুতে হাসপাতালে ভিপি সাদিক কায়েম

হঠাৎ খিঁচুনিতে জবি ছাত্রদল নেতার মৃত্যু

আবারও ইনজুরিতে ইয়ামাল

ঈদগাহের নামকরণ নিয়ে দ্বন্দ্ব, দুই গ্রামবাসীর সংঘর্ষ

১০

খুলনায় ছেলের হাতে বাবা খুন

১১

চাকসু নির্বাচন / ১৫ সেকেন্ডে দিতে হবে ১ ভোট

১২

‘ভোটের অধিকার না থাকায় শ্রমজীবীরা বেশি অমর্যাদার শিকার’

১৩

এক গ্রামে ১১ জনের শরীরে মিলল অ্যানথ্রাক্সের উপসর্গ

১৪

থানায় জিডি করলেন সালাউদ্দিন টুকু

১৫

সংস্কৃতির ভেতরেই রাজনীতির সৃজনশীলতা নিহিত : দুদু

১৬

সাইফের চোখ বাঁচাতে প্রয়োজন ৩০ লাখ টাকা

১৭

সিরিজ জিততে বাংলাদেশের দরকার ১৪৮ রান

১৮

জাতিসংঘে ড. ইউনূসের সফর গণতন্ত্র ও মানবিক সংহতির বার্তা : প্রেস সচিব

১৯

বিরক্ত মেহজাবীন চৌধুরী

২০
X