ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৫, ১২:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

দুর্বার রাজশাহীর যত ‘দুর্নাম’

দুর্বার রাজশাহী দল। ছবি : সংগৃহীত
দুর্বার রাজশাহী দল। ছবি : সংগৃহীত

ম্যাচ শুরু হতে তখনও ঘণ্টাখানেক বাকি। টিম বাসে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে প্রবেশ করে দুর্বার রাজশাহী দলের সদস্যরা। ১৪জন দেশি ক্রিকেটারের সঙ্গে একমাত্র প্রধান কোচ ইজাজ আহমেদ; নেই কোনো বিদেশি খেলোয়াড়। ড্রেসিংরুমে প্রবেশের নির্ধারিত সময় পেরিয়ে গেলেও দেখা নেই মোহাম্মদ হারিস, রায়ান বার্লদের। খোঁজ নিয়ে জানা যায়, মালিকপক্ষের সঙ্গে পারিশ্রমিক ইস্যুতে বৈঠকে বসেছেন তারা। চুক্তির অর্থ না পাওয়াতে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত হারিস, বার্লদের। অথচ টুর্নামেন্টের বাইলজ বলছে, একাদশে অন্তত ২ জন বিদেশি রাখতেই হবে ফ্র‌্যাঞ্চাইজিকে। শেষ মুহূর্তে সে নিয়মও ভাঙতে হয়েছে বিসিবিকে। বিশেষ ব্যবস্থায় স্থানীয়দের নিয়েই রাজশাহীকে মাঠে নামার অনুমতি দেয় বিপিএল টেকনিক্যাল কমিটি। টুর্নামেন্টের শুরু থেকে নেতিবাচক ঘটনার শিরোনাম হওয়া দলটি যেন কফিনে শেষ পেরেকটাই গাঁথলো। দুর্বার নামের দলটি ঘটাল যত দুর্নাম—সেসবই থাকবে এই আলোচনায়।

বিতর্কেই শুরু

দুর্বার রাজশাহী দলটির বিপিএলে এবারই প্রথম অংশ নেওয়া। অথচ নিজেদের প্রথম ম্যাচেই খেলতে নামার আগে জার্সি নিয়ে সমস্যা দেখা যায় দলটির। সময় মতো জার্সি না পেয়ে উদ্বোধনী ম্যাচের টসে অধিনায়ক এনামুল হককে অনুশীলনের জার্সিতে মাঠে নামতে দেখা গিয়েছিল।

পারিশ্রমিক নিয়ে নয়-ছয়

নিয়ম অনুযায়ী বিপিএল শুরুর আগেই ৫০ শতাংশ পারিশ্রমিক পাওয়ার কথা ছিল ক্রিকেটারদের। বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজিই এবার সে নিয়মের তোয়াক্কা করেনি। তবে রাজশাহী যেন অন্যদের চেয়েও একটু বেশিই ছিল। টুর্নামেন্টের দুই পর্ব যাওয়ার পরও ক্রিকেটারদের কোনো পারিশ্রমিক দেয়নি তারা। কয়েকজনকে চেক দেওয়া হলেও সেটা বাউন্স করলে ক্ষিপ্ত হয়ে চট্টগ্রাম পর্বে অনুশীলন বাতিল করেন এনামুল হক বিজয়, তাসকিন আহমেদরা। ম্যাচ বয়কটের হুমকির মধ্যে বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদের সরাসরি হতক্ষেপে কিছু পারিশ্রমিক বুঝে পান তারা। এরপর মাঠেও নিজেদের সর্বোচ্চ দিতে দেখা যায় ক্রিকেটারদের।

চুক্তি না করে পারিশ্রমিক নিয়ে গড়িমসি

বিপিএলে ড্রাফট থেকে ১০জন দেশি ক্রিকেটারকে দলে নিয়েছিল রাজশাহী। ড্রাফটের আগে নেওয়া এনামুল হক বিজয়সহ মোট তা ১১ জনে দাঁড়াল। ড্রাফটের পর আরও বেশ কয়েকজনকে তারা দলভুক্ত করে। পেসার মৃত্যুঞ্জয় চৌধুরিকে দলে নিলেও শুরুতে তার সঙ্গে চুক্তিপত্র সাক্ষর করেনি তারা। পারিশ্রমিক ইস্যুতে সমস্যা সৃষ্টি হলে মৃত্যুঞ্জয়কে ঘিরেও দলটির ম্যানেজমেন্টের মধ্যে সমস্যার কথা শোনা যায়। কত টাকা দেবে বা কত সে পাবে—কিছুই খোলাখুলি ছিল না। এমনকি বিসিবির টেকনিক্যাল কমিটিতেও সেটা জমা দেওয়া হয়নি। অথচ ততদিনে দলটির জার্সিতে দুই ম্যাচও খেলেছিলেন মৃত্যুঞ্জয়। কিন্তু পারিশ্রমিক নিতে গিয়েই চুক্তিপত্রের ঝামেলা পোহাতে হয়েছিল তারও। দলটির সূত্রেই এ তথ্য জানা গেছে।

দৈনিক ভাতা না দিয়ে বোনাস প্রথা

সিলেট পর্বে গিয়ে খুলনা টাইগার্সকে হারিয়েছিল দুর্বার রাজশাহী। প্রথম জয়ের পর ১৭ ক্রিকেটারকে ১ লাখ করে বোনাস দিয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি। কিন্তু তাদের দৈনিক ভাতা বাবদ যেন ৫ হাজার টাকা করে দেওয়ার কথা ছিল, সেটার আর দেওয়া হয়নি। টিম ম্যানেজমেন্টের একপক্ষ বলছে, এই ১ লাখ বোনাসই তাদের দৈনিক ভাতা ভেবেছিল ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ। অথচ বোনাস আর ভাতা যে ভিন্ন—সেটাও বুঝেনি তারা।

অধিনায়ক পরিবর্তন

চট্টগ্রাম পর্বে গেলেই যেন বিপিএলে নানা ঘটনা ঘটতে শুরু করে। রাজশাহীর বেলাও সেটা দেখা গিয়েছিল। চট্টগ্রাম পর্বে হুট করেই অধিনায়ক বদল করতে দেখা যায় তাদের। ছন্দে থাকার পরও এনামুল হককে সরিয়ে দায়িত্ব দেওয়া হয় তাসকিনের কাঁধে। দলের পক্ষ থেকে বলা হয়েছিল, ব্যাটিংয়ে আরও মনোযোগী হতে এনামুলকে দায়িত্ব থেকে সরিয়েছে তারা। যদিও আড়ালে কি হয়েছে, সেটা আর সামনে আসেনি।

ম্যাচ পাতানোর সন্দেহে রাজশাহীর খেলোয়াড়ের নাম

এবারের বিপিএলের মাঝপথে এসে অনেকগুলো বিতর্কের মধ্যে সবচেয়ে আলোচিত হয়ে উঠে ম্যাচ পাতানোর সন্দেহ। গণমাধ্যমে প্রকাশিত খবর বলছে, ম্যাচ পাতানোর সন্দেহে রাজশাহীর কোনো এক ক্রিকেটারকে নাকি শুনাতিতে ডেকেছিল বিসিবির দুর্নীতি বিরোধী ইউনিট।

বাইলজ ভেঙে খেলতে নামা

টুর্নামেন্টের শুরু থেকে নেতিবাচক কার্মকাণ্ডে শিরোনাম রাজশাহী। নিজেদের ১১তম ম্যাচে এসে একাদশ সাজাতেই বিপাকে পড়ে তারা। শুরুতে দেশি ক্রিকেটারদেরও না খেলার গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে ম্যাচ শুরুর কয়েক ঘন্টা আগেই পারিশ্রমিক পেয়ে খামসহ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করতে দেখা যায় এনামুল হকদের। কিন্তু নিজেদের অবস্থানেই ছিল বিদেশিরা। পারিশ্রমিক ইস্যুতে মালিকের সঙ্গে বৈঠকে বসেছিল তারা। ম্যাচ শুরুর নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তারা আর মাঠে আসেনি। শেষ পর্যন্ত দলটির টিম ম্যানেজমেন্টের অনুরোধে নিয়ম ভেঙে খেলার অনুমতি মেলে তাদের। অর্থাৎ একাদশে অন্তত দুজন বিদেশি থাকার কথা থাকলেও সেটা আর মানতে হয়নি তাদের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিবেট সুবিধাসহ পৌরকর পরিশোধ-ট্রেড লাইসেন্স নবায়নের মেয়াদ বাড়ল

ডাক্তারদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত

এ দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির : মুতাছিম বিল্লাহ

১০ ঘণ্টা পরেও স্বাভাবিক হয়নি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, ভোগান্তি চরমে 

‘সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত জামিন সংক্রান্ত বক্তব্য আইজিপির নয়’

বান্ধবীর কাছে ‘হিরো’ হতে গিয়ে ৪২২৯ যাত্রী নিয়ে প্রমোদতরী ডুবিয়ে দেন ক্যাপ্টেন!

মায়ের পাশে ঘুমিয়ে ছিলেন যুবক‌, জানালা খুলে গুলি করে হত্যা

চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ২০০

কী এই গ্লোবাল সুমুদ ফ্লোটিলা, কেন আলোচনার কেন্দ্রবিন্দু?

হিন্দু সম্প্রদায়কে দুর্গাপূজার শুভেচ্ছা / প্রতিটি নাগরিকের নিরাপত্তা বিধানের দায়িত্ব রাষ্ট্রের : তারেক রহমান

১০

স্বস্তি ফিরেছে খাগড়াছড়িতে, যান চলাচল শুরু

১১

দেশের প্রশ্নে কোনো বিভাজন নয় : ডিসি তানভীর

১২

বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক গায়ক আসিফ

১৩

বরিশালে ৩০ সনাতন ধর্মাবলম্বীর বিএনপিতে যোগদান

১৪

আমি একজন মাদ্রাসার ছাত্র হিসেবে গর্ব করি : ধর্ম উপদেষ্টা

১৫

আ.লীগ গণশত্রুতে পরিণত হয়েছে : ডা. জাহিদ

১৬

আফগান সিরিজের আগে সুসংবাদ পেলেন একাধিক টাইগার ক্রিকেটার

১৭

সর্দার দুলালসহ আন্তঃজেলার ১৩ ডাকাত গ্রেপ্তার

১৮

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে আহত ৪০

১৯

আ.লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে কী বললেন আইন উপদেষ্টা

২০
X