স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৪৫ পিএম
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৫১ পিএম
অনলাইন সংস্করণ

বিসিবি থেকে পদত্যাগ করে নতুন মিশনে হান্নান সরকার

হান্নান সরকার । ছবি : সংগৃহীত
হান্নান সরকার । ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক পদ থেকে সরে দাঁড়ালেন হান্নান সরকার! দীর্ঘ ৮ বছর ৮ মাসের পথচলার ইতি টেনে এবার নতুন এক অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছেন জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার। জাতীয় দলের নির্বাচক পদ ছাড়লেও ক্রিকেট থেকে দূরে থাকছেন না, বরং এবার মাঠে নামছেন কোচের ভূমিকায়।

শনিবার (০১ ফেব্রুয়ারি) বিসিবিতে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন হান্নান। ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) দিয়ে তার কোচিং ক্যারিয়ারের নতুন যাত্রা শুরু হবে। ইতোমধ্যেই কয়েকটি দলের সঙ্গে আলোচনা চলছে বলে নিশ্চিত করেছেন তিনি।

হঠাৎ নির্বাচকের মতো সম্মানজনক পদ ছাড়ার কারণ কী? প্রশ্নটা উঠতেই পারে। তবে হান্নানের ব্যাখ্যা, এটা কোনো তাৎক্ষণিক সিদ্ধান্ত নয়, বরং দীর্ঘদিন ধরে ভাবনা-চিন্তার ফল।

‘আমি আমার ভবিষ্যতের কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছি। মনে হয়েছে, কোচিংয়ে গেলে আমি নিজে যেমন উপকৃত হব, তেমনি বাংলাদেশ ক্রিকেটেরও উপকার হবে। তাই এখনই সরে যাওয়ার সঠিক সময় বলে মনে হয়েছে,’ বলছিলেন হান্নান।

তিনি আরও জানান, গত তিন মাস ধরে বিসিবির সঙ্গে আলোচনার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন। ‘এটা এক-দুই দিনের সিদ্ধান্ত নয়। সামনে ডিপিএল আছে, বিসিএল আছে, আরও কিছু সম্ভাবনা আছে। তাই মনে হয়েছে, এখনই উপযুক্ত সময় কোচিংয়ে মনোনিবেশ করার।’

নির্বাচক হিসেবে হান্নান সরকারের ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। বয়সভিত্তিক ক্রিকেটে নির্বাচক থাকার সময় যুব বিশ্বকাপ ও দুটি যুব এশিয়া কাপ জয়ের অভিজ্ঞতা তার ঝুলিতে। পরে জাতীয় দলের নির্বাচক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

তবে কোচিংয়ের অভিজ্ঞতাও তার কম নয়। বিপিএলে রাজশাহী ফ্র্যাঞ্চাইজির সহকারী কোচ হিসেবে কাজ করেছেন ২০১২, ২০১৩, ২০১৬ ও ২০১৭ মৌসুমে। এছাড়া ডিপিএলে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ব্যাটিং কোচ ছিলেন, কাজ করেছেন এনসিএল ও বিসিএলেও। কোচিং ক্যারিয়ার শুরুর অনেক আগেই বিসিবির লেভেল ১ ও ২ কোচিং কোর্স সম্পন্ন করেছিলেন তিনি।

নির্বাচকের চাকরি অনেকের কাছে সম্মানের, কেউ সহজে এই পদ ছাড়তে চান না। কিন্তু হান্নান সরকার নিজের স্বপ্নের পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন।

‘নির্বাচক হিসেবে সময়টা দারুণ উপভোগ করেছি। কিন্তু একটা সময় পরে মনে হলো, এখন আমার ভিন্ন কিছু ভাবার সময় এসেছে। এটা সাহসী সিদ্ধান্ত, নাকি ঝুঁকিপূর্ণ – সেটা সময় বলবে। তবে আমার মনে হয়েছে, আমার ও দেশের ক্রিকেটের জন্য এটাই সঠিক পথ,’ বলেন হান্নান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিআরটিসি বাসে আগুন

মারা গেলেন তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী

সুখবর পেলেন ইন্দোনেশিয়ার মুসলিমরা

ভৈরবে সড়ক-রেল-নৌপথ অবরোধের ঘোষণা

জাতীয় নির্বাচনের আগে গণভোটের সুপারিশ ঐকমত্য কমিশনের 

মিরাজ-শান্তরা পেলেন নতুন দায়িত্ব

শিক্ষার্থীশূন্য সিটি ইউনিভার্সিটি, ক্যাম্পাসে হামলার ক্ষতচিহ্ন

মস্কোকে মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি ইউরোপীয় দেশের

ইসমাইল হোসেন সম্রাটকে যাবজ্জীবন কারাদণ্ড 

পোশাক নিয়ে বিতর্কিত মন্তব্য, রাবির সেই অধ্যাপকের দুঃখ প্রকাশ

১০

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশমালা প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর

১১

নিজ ইচ্ছায় আত্মগোপনে গিয়েছিলেন খতিব মহিবুল্লাহ 

১২

গণপূর্তের প্রধান প্রকৌশলী হলেন খালেকুজ্জামান চৌধুরী

১৩

নির্বাচনে প্রতি কেন্দ্রে আনসার থাকবে ১৩ জন : স্বরাষ্ট্র উপদেষ্টা

১৪

যশোরে তরুণদের মধ্যে বেড়েছে এইডস আক্রান্তের সংখ্যা

১৫

১ নভেম্বর থেকে শুরু হচ্ছে সেন্টমার্টিনে জাহাজ চলাচল

১৬

আরও ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘মোন্থা’

১৭

সারজিসের সঙ্গে তর্কে জড়ালেন বৈষ্যমবিরোধীর সাবেক জেলা আহ্বায়ক

১৮

নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি ও সিনেটের সম্মাননা পেল বিজিএমইএ

১৯

১০০ কিলোমিটার বেগে তাণ্ডবের আশঙ্কা, বাতিল বিমান-ট্রেন চলাচল

২০
X