স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:২৯ পিএম
অনলাইন সংস্করণ

ভালো শুরু করেও ধীর গতিতে বাংলাদেশ, শান্তর কাঁধে দায়িত্ব

নাজমুল হোসেন শান্ত। ছবি : সংগৃহীত
নাজমুল হোসেন শান্ত। ছবি : সংগৃহীত

রাওয়ালপিন্ডিতে চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিং করছে বাংলাদেশ। টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৯ ওভারে ৯১ রান তুলেছে টাইগাররা, হারিয়েছে দুইটি উইকেট। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৪১ রানে অপরাজিত থেকে দলের ইনিংস এগিয়ে নিচ্ছেন।

বাংলাদেশের ইনিংসের শুরুটা ছিল স্বস্তিদায়ক। ওপেনার তানজিদ হাসান ও নাজমুল হোসেন শান্ত মিলে ৮ ওভারেই ৪৫ রান তোলেন। তবে ইনিংস জমে ওঠার মুহূর্তেই ব্রেকথ্রু এনে দেন মাইকেল ব্রেসওয়েল। ২৪ বলে ২৪ রান করা তানজিদ উইলিয়ামসনের হাতে ক্যাচ দিয়ে ফিরলে ভাঙে উদ্বোধনী জুটি।

এরপর মেহেদি হাসান মিরাজ কিছুটা আক্রমণাত্মক ব্যাটিং করেন, ১৪ বলে ১৩ রান করার পর উইল ও’রউর্কের বলে স্যান্টনারের হাতে ক্যাচ তুলে দেন তিনি। একপ্রান্ত আগলে রেখে ব্যাট চালিয়ে যাচ্ছেন অধিনায়ক শান্ত। তবে তার ব্যাটিং ধরণ বেশ রক্ষণাত্মক, ৫১ বলে করেছেন ৩৫ রান। অপরপ্রান্তে রয়েছেন তাওহিদ হৃদয়, যিনি ১২ বলে মাত্র ৩ রান করেছেন।

কিউই বোলাররা শুরু থেকেই নিয়ন্ত্রিত লাইন-লেন্থে বোলিং করেছে। ম্যাট হেনরি ও কাইল জেমিসন কিছুটা খরুচে ছিলেন, তবে ব্রেসওয়েল ও ও'রউর্ক ভালো বোলিং করেছেন।

রাওয়ালপিন্ডির উইকেট সাধারণত ব্যাটিংবান্ধব, তাই বাংলাদেশকে বড় স্কোর গড়তে হলে রান তোলার গতি বাড়াতে হবে। ব্যাটিং অর্ডারে এখনো আছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ, যারা মিডল অর্ডারে দায়িত্বশীল ব্যাটিং করতে পারেন। শেষ দিকে জাকের আলি ও রিশাদ হোসেনের ব্যাটও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বাংলাদেশের সামনের লক্ষ্য ৩০০ রান সংগ্রহ করা, যা এই কন্ডিশনে প্রতিদ্বন্দ্বিতামূলক হতে পারে। তবে তার জন্য শান্তকে বড় ইনিংস খেলতে হবে এবং মিডল অর্ডারকে দ্রুত রান তুলতে হবে।

টাইগার ভক্তদের এখন আশায় থাকতে হবে যে, শান্ত-মুশফিক-মাহমুদউল্লাহরা দায়িত্ব নিয়ে দলকে বড় সংগ্রহের দিকে এগিয়ে নেবেন। বাংলাদেশ কি লড়াকু স্কোর গড়তে পারবে, নাকি নিউজিল্যান্ড বোলারদের দাপটে ধুঁকবে? সেটিই দেখার অপেক্ষা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিপিএল ছাড়ার হুমকি ঢাকা ক্যাপিটালসের

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই : জামায়াত

প্রিমিয়ার লিগ জয়ের জন্য শক্তি বাড়াল ম্যানসিটি

যুদ্ধবিমান নিয়ে বাংলাদেশ-পাকিস্তান আলোচনা, নিবিড় পর্যবেক্ষণে ভারত

আলজাজিরার এক্সপ্লেইনার / কেন বাংলাদেশে জেএফ-১৭ যুদ্ধবিমান বিক্রি করতে চাইছে পাকিস্তান

খালেদা জিয়া জনগণের মুক্তির দূত হিসেবে আবির্ভূত হয়েছিলেন : কবীর ভূঁইয়া

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় জেডআরএফের দোয়া মাহফিল

মাঠেই মৃত্যুর কোলে ঢোলে পড়লেন ক্রিকেটার

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ 

বিড়িতে সুখটান দেওয়া বক্তব্যের ব‍্যাখ‍্যা দিলেন ফয়জুল হক

১০

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে ইউট্যাবের শ্রদ্ধাঞ্জলি

১১

ফাইনালের রাজা হ্যান্সি ফ্লিক

১২

মনোনয়ন বাতিল চেয়ে ইসিতে হাসনাত-মঞ্জুরুলের পাল্টা আবেদন

১৩

মিয়ানমার সীমান্তের ওপারে ফের গোলাগুলি, সতর্ক অবস্থানে বিজিবি

১৪

খালেদা জিয়ার মৃত্যুতে ফিফা সভাপতির গভীর শোক

১৫

ইরানে বিক্ষোভ কেন, সরকার কি পতনের মুখে?

১৬

ট্রাম্পকে হুমকি দিয়ে মার্কিন হামলার আশঙ্কায় কলম্বিয়ার প্রেসিডেন্ট

১৭

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হলেন নাজিমুদ্দিন

১৮

অস্ত্র ও হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার 

১৯

বিগ ব্যাশে আবারও রিশাদের জাদু

২০
X