ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৫, ১১:০৮ পিএম
অনলাইন সংস্করণ

পেসারদের নেতৃত্বের বাধা দেখেন না সুজন

খালেদ মাহমুদ সুজন। ছবি : সংগৃহীত
খালেদ মাহমুদ সুজন। ছবি : সংগৃহীত

এক সংবাদ সম্মেলনের পর তাসকিন আহমেদের উদ্দেশে এক সংবাদকর্মী বলে উঠলেন, ‘প্যাট তাসকিন’। অর্থাৎ প্যাট শব্দটা আনলেন প্যাট কামিন্স থেকে—যিনি অস্ট্রেলিয়ার অধিনায়ক। তাসকিনকেও একই রোলে দেখা যাবে কি না—এমন কিছু বুঝাতেই তাসকিনের সঙ্গে এই রসিকতা। তাসকিনও বুঝতে পেরে অট্ট হেসে উড়িয়ে দেওয়ার চেষ্টা করলেন। কেননা অধিনায়কত্বের বিষয়টি পুরোপুরিভাবে বোর্ডের ব্যাপার। সেখানে তাসকিন ‘হ্যাঁ’ কিংবা ‘না’ বেশি বলতেও পারবেন না। অনেকদিন কেটে যাওয়ার পর এখন আবার সেই আলোচনায় তাসকিন।

নাজমুল হোসেন শান্ত টি-টোয়েন্টি সংস্করণের নেতৃত্ব ছেড়ে দিচ্ছেন, এমন খবরেই পত্রিকার শিরোনামে এখন তাসকিনের নাম। আলোচনায় আছেন লিটন দাসও। কিন্তু তার ব্যক্তিগত পারফরম্যান্সের জন্য নেতৃত্ব পাওয়া নিয়ে শঙ্কা আছে অভিজ্ঞ এই ওপেনারের। সেক্ষেত্রে বেশি সুযোগ তাসকিনেরই দেখছেন অনেকেই। কিন্তু পেসার হওয়াতে নেতৃত্ব পাওয়ার ক্ষেত্রে যে একটা ভয়ের সংস্কৃতি দেখা যাচ্ছে, সেটা উড়িয়ে দিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। শনিবার (০৫ এপ্রিল) মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপা কালে সুজন বলেন, ‘পেস বোলাররা অধিনায়কত্ব করতে পারবেন না এই কথাটা একদম ঠিক না।’

উদাহরণ হিসেবে সুজন সামনে আনলেন পাকিস্তানের দুই কিংবদন্তি পেসার ইমরান খান, ওয়াসিম আকরাম ও ইংলিশ কিংবদন্তি পেসার ইয়ান বোথামের নেতৃত্বের কথা, ‘ওয়াসিম আকরাম পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছেন। ইমরান খান দিয়েছেন, ইয়ান বোথাম দিয়েছেন। তারা অলরাউন্ডার ছিলেন যদিও এটা বলতেই পারেন।’

মাশরাফী বিন মোর্ত্তজার পর আর কোনো পেসারকেই অধিনায়ক হিসেবে নেয়নি বিসিবি। অবশ্য এর জন্য কিছু কারণ ছিল নেতৃত্বের গুণাবলির ঘাটতি ও চোটের ভয়। কিন্তু সম্প্রতি সময়ে তাসকিন নিজেকে অন্য মাত্রায় নিয়ে গেছেন। ঘরোয়া পর্যায়ে নেতৃত্বের সাফল্য দেখিয়েছেন তিনি। চোট থেকে বাঁচতেও তার ফিটনেস পদ্ধতি এখন প্রশংসনীয়। আর তা ছাড়াও চোটে পড়লে তখন ভাইস ক্যাপ্টেন বিষয়টি সামলে নেবেন বলে মত সুজনের। তাইতো নেতৃত্বের গুণাবলি থাকলে তাসকিনকে অধিনায়ক করতে চাইলে সমস্যা দেখেন না জাতীয় দলের সাবেক পেসার সুজন, ‘যদি তাসকিনের ইনজুরি হয়, অধিনায়কত্ব করতে না পারে—তো দলে একজন ভাইস ক্যাপ্টেন থাকবেন সে চালিয়ে নিবে। এটা তো আসলে বোর্ডের ব্যাপার। পেসাররা অধিনায়কত্ব করতে পারবে না, এটা ভুল কথা। নলেজ থাকাটা গুরুত্বপূর্ণ, তাসকিনের মধ্যে অধিনায়কত্ব ম্যাটেরিয়ালন্স আছে কিনা এটা গুরুত্বপূর্ণ।’

অবশ্য অতীতে অধিনায়ক ঘিরে নানা সমালোচনাও দেখা গেছে। নুরুল হাসান সোহানকে সাকিব আল হাসানের সঙ্গে সহ-অধিনায়ক করা হলেও পরে দেখা গেছে দলেই নেই তিনি। তাইতো সিদ্ধান্তটা বিসিবিকে নিতে হবে জানিয়ে তিনি বলেন, ‘বোর্ডের সিদ্ধান্ত তাকে দলে নিবে কি নিবে না, আগে চিন্তা করতে হবে। যদি দলে না থাকে তাহলে অধিনায়কত্ব কিভাবে দেবেন। আগে সে দলে ফিরুক, আমি মনে করি লিটন এখনো বাংলাদেশের টপ ব্যাটারদের একজন। খারাপ সময় মানুষের থাকতেই পারে।’

নেতৃত্ব দিতে গেলে পেসার কোনো সমস্যা না মনে করেন জাতীয় দলের আরেক সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদীন নান্নুও, ‘প্রথমত আপানার নেতৃত্বের গুণাবলি থাকতে হবে। এরপর বোর্ড যদি মনে করে আপনি নেতৃত্ব দিতে সক্ষম; তখনই একজন পেসার জাতীয় দলের অধিনায়ক হতে পারেন।’

এখানে পেসার বলে কোনো বাধা নেই বলেও জানান লম্বা সময় জাতীয় দলের প্রধান নির্বাচকের ভূমিকায় থাকা নান্নু।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এপ্রিলে সীমান্তে ১০১ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ বিজিবির

আওয়ামী লীগকে নিষিদ্ধে সর্বদলীয় কনভেনশনের আহ্বান এবি পার্টির

আওয়ামী লীগসহ তাদের অঙ্গসংগঠনকে নিষিদ্ধ করতে হবে : সপু

সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘুর ওপর নিরাপত্তা নির্ভর করে না : তারেক রহমান

বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দলীয়করণ করা হবে না : আমিনুল হক

কেশবপুরে পূজা উদযাপন ফ্রন্টের কর্মীসভা

আ.লীগ নিষিদ্ধের আন্দোলনে পানি ছেটানো নিয়ে যা জানাল ডিএনসিসি

স্কুল পড়ুয়া ৩৭ শিক্ষার্থী পেল বাইসাইকেল

স্বাস্থ্য পরামর্শ / হিটস্ট্রোক থেকে বাঁচতে পর্যাপ্ত পানি পান করতে হবে

বাবাকে হত্যায় মেয়ে শিফার দোষ স্বীকার

১০

সুন্দরবন দিয়ে ৬২ জনকে পুশইন বিএসএফের

১১

বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ

১২

নরসিংদীতে সাংবাদিকের ওপর দুর্বৃত্তদের হামলা, প্রাণনাশের হুমকি

১৩

আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন নিয়ে এনসিপির বিশেষ বার্তা

১৪

পিবিপ্রবিতে গুচ্ছভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

১৫

ডিআইইউসাসের দিনব্যাপী সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের রেল যোগাযোগ বন্ধ

১৭

শিক্ষার্থীদের জন্য পানির ফিল্টার দিলেন ঢাবি ছাত্রদল নেতা

১৮

ঢাকা ছাড়াও আ.লীগ নিষিদ্ধের আন্দোলন হয়েছে যেসব জায়াগায়

১৯

পাক-ভারত উত্তেজনা : অতীতে কারা পেয়েছে সুবিধা, এবার সামনে কে?

২০
X