ভারত-পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা বাড়ছে যা রূপ নিতে পারে বড় যুদ্ধে। এ নিয়ে মুখ খুলেছেন দুই দেশের ক্রীড়াঙ্গনের তারকারাও। যার মধ্যে রয়েছেন প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র শেবাগ ও শিখর ধাওয়ানও। এরমধ্যে বীরেন্দ্র শেবাগ দাবি করেছেন যে যুদ্ধ নাকি ভারত নয় পাকিস্তান শুরু করেছে।
সম্প্রতি জম্মু ও কাশ্মীর, রাজস্থান এবং পাঞ্জাবের বিভিন্ন এলাকায় পাকিস্তান থেকে ড্রোন ও মিসাইল আক্রমণের ঘটনা ঘটে। ভারতের সূত্রের দাবি অনুযায়ী, ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা সব ক্ষেপণাস্ত্রই আটকাতে সক্ষম হয়েছে। বিস্ফোরণের শব্দ, আকাশে আলো ঝলকানির দৃশ্য ও সতর্কতামূলক ব্ল্যাকআউট চরম নিরাপত্তা উদ্বেগ সৃষ্টি করেছে।
এমন পরিস্থিতিতে ভারতের হয়ে খেলেছেন এমন তারকারা কণ্ঠ মেলাচ্ছেন সেনাবাহিনীর প্রতি আস্থার বার্তা দিতে।
এক্স (পূর্বতন টুইটার) এ বীরেন্দ্র শেবাগ লেখেন, ‘যুদ্ধ বেছে নিয়েছে পাকিস্তান, যখন তারা চুপ থাকতে পারত। আমাদের সেনাবাহিনী এর উপযুক্ত জবাব দেবে, এমন জবাব যা তারা ভুলবে না।’
অন্যদিকে, শিখর ধাওয়ান তার পোস্টে বলেন, ‘সীমান্তে সাহসিকতার সঙ্গে দেশকে রক্ষা করার জন্য আমাদের জওয়ানদের প্রতি শ্রদ্ধা। ভারত শক্তভাবে দাঁড়িয়ে আছে। জয় হিন্দ!’
ভারতের প্রতিরক্ষা সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, পাকিস্তান আটটি ক্ষেপণাস্ত্র ছুড়েছিল, লক্ষ্য ছিল জম্মুর সাটওয়ারি, সাম্বা, আরএস পুরা এবং অর্ণিয়া। তবে ভারতীয় এয়ার ডিফেন্স সব ক্ষেপণাস্ত্রই মাঝপথে ধ্বংস করতে সক্ষম হয়েছে।
এরই মধ্যে চলছে ভারতের ‘অপারেশন সিঁদুর’, যা এপ্রিল ২২ তারিখে পেহেলগামে সংঘটিত সন্ত্রাসী হামলার জবাবে একটি সামরিক প্রতিক্রিয়া। সেই হামলায় প্রাণ হারান অন্তত ২৮ জন নিরীহ বেসামরিক মানুষ।
এই প্রেক্ষাপটে চণ্ডীগড়, আমৃতসর, বিকানের, কিশতওয়ার, আকনূর-সহ একাধিক এলাকায় ব্ল্যাকআউট কার্যকর করা হয়েছে এবং জনগণকে ঘরের ভিতরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
বর্তমান পরিস্থিতি আরও কোন দিকে মোড় নেয়, তা নিয়ে সারা দেশ নজর রাখছে। ক্রীড়াবিদদের এই বার্তা পরিস্থিতির গুরুত্ব ও সেনাবাহিনীর প্রতি জনগণের ভরসার প্রতিফলন।
War has been chosen by Pakistan when they had an opportunity to keep quiet. They have escalated to save its terrorist assets, speaks so much about them. Our forces will reply in the most appropriate manner, a manner Pakistan will never forget. — Virrender Sehwag (@virendersehwag) May 8, 2025
মন্তব্য করুন