ভারত-পাকিস্তান সীমান্তে চরম উত্তেজনার প্রেক্ষাপটে আইপিএল ২০২৫ এক সপ্তাহের জন্য স্থগিত করেছে বিসিসিআই। শুক্রবার (৯ মে) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
বিসিসিআই এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ‘পরিস্থিতি পর্যবেক্ষণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও অংশীদারদের সঙ্গে আলোচনা করে নতুন সূচি ও ভেন্যুর বিষয়ে পরবর্তী ঘোষণা দেওয়া হবে।’
সীমান্ত উত্তেজনার কারণে টুর্নামেন্ট চালিয়ে যাওয়া নিরাপদ হবে কি না—এই প্রশ্নকে সামনে রেখেই বিসিসিআই এক জরুরি বৈঠকে বসে। সম্ভাব্য ভেন্যু পরিবর্তনের চিন্তাভাবনাও হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সব পক্ষের নিরাপত্তার স্বার্থে আপাতত সাত দিনের জন্য টুর্নামেন্ট স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
বিসিসিআই আরও জানায়, ‘আমরা আমাদের সশস্ত্র বাহিনীর দক্ষতা ও প্রস্তুতির প্রতি পূর্ণ আস্থা রাখি। কিন্তু খেলোয়াড়, সম্প্রচারক, স্পনসর ও ভক্তদের নিরাপত্তা এবং আবেগ বিবেচনায় আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।’
এই সিদ্ধান্ত আসে পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচটি বৃহস্পতিবার (৮ মে) ধর্মশালায় বাতিল হওয়ার পরপরই। তখন থেকেই বিদেশি খেলোয়াড়দের মধ্যে উদ্বেগ বাড়তে থাকে।
ধর্মশালা থেকে খেলোয়াড় ও কর্মকর্তা, সম্প্রচারক ও স্টাফদের দিল্লি স্থানান্তরের কাজ গোপনীয়তার সঙ্গে চলছে। অংশগ্রহণকারীদের হোটেল থেকে বাসে উঠতে বলা হলেও কোথা থেকে ট্রেনে উঠানো হবে, সে তথ্য জানানো হয়নি।
আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল বলেন, ‘পরিস্থিতি প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। এখনো সরকারের পক্ষ থেকে কোনো নির্দেশনা আসেনি। আমরা প্রতিটি সিদ্ধান্ত নেব নিরাপত্তা ও লজিস্টিক বিবেচনায়।’
যদিও এখনো সিদ্ধান্তটি আনুষ্ঠানিকভাবে সাত দিনের জন্য, তবে পরবর্তী পদক্ষেপ নির্ভর করবে পরিস্থিতির উন্নতির ওপর। বিসিসিআই’র পরবর্তী ঘোষণা নির্ধারণ করবে—আইপিএল কত দ্রুত আবার মাঠে ফিরতে পারবে।
মন্তব্য করুন