শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ৭ অগ্রহায়ণ ১৪৩২
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ মে ২০২৫, ০২:০৪ এএম
অনলাইন সংস্করণ

এবার আমিরাতের কাছে হার বাংলাদেশের

ম্যাচের দৃশ্য। ছবি: সংগৃহীত
ম্যাচের দৃশ্য। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ইনিংস শেষে মনে হচ্ছিল, এই ম্যাচের গল্প হয়তো আগেই লেখা হয়ে গেছে। ২০৫ রানের পাহাড় গড়ে যখন বাংলাদেশ ডাগআউটে ফিরে যায়, তখন খুব কম মানুষই ভাবতে পেরেছিল—শারজাহর রাতে সেই গল্পের শেষ পৃষ্ঠা আমিরাত লিখে দেবে। কিন্তু ক্রিকেট, যার শেষ বল না হওয়া পর্যন্ত কিছুই নিশ্চিত নয়, আবারও প্রমাণ করল নিজের নাটকীয়তা। আর নাটকীয়তায় ভরা ম্যাচটি জিতে নিল স্বাগতিক আরব আমিরাত।

২০৬ রানের টার্গেটে আমিরাতের শুরুটাই ছিল তাণ্ডবের। অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম যেন নেমেছিলেন সব কিছু ওলট-পালট করে দিতে। মাত্র ৪২ বলে ৮২ রানের এক ধ্বংসাত্মক ইনিংসে বাংলাদেশের বোলিং লাইনআপকে ছিন্নভিন্ন করে দেন তিনি। পাওয়ারপ্লেতেই আসে ৬৮ রান—একেবারে ভিত্তিটাই গড়ে ফেলা। তার সঙ্গে ৩৮ রানের ইনিংস খেলেন মোহাম্মদ জোহাইব। এই জুটি আমিরাতের রান তাড়ায় মূল চালিকাশক্তি হয়ে ওঠে।

বাংলাদেশ যদিও মাঝপথে ম্যাচে ফিরে এসেছিল। ওয়াসিম ফিরলে পরপরই ভাঙতে থাকে আমিরাতের ব্যাটিং। এক পর্যায়ে হিসাব দাঁড়ায়—৬ বলে ১২ রান। তানজিম হাসান সাকিবের প্রথম বলটি ওয়াইড—হিসাব হয় ৬ বলে ১১। এরপরের বলেই সিঙ্গেল, তারপর তৃতীয় বলে পরাশর মারেন ছক্কা—ম্যাচ হেলে পড়ে আমিরাতের দিকে।

কিন্তু নাটকের এখানেই শেষ নয়! পরের বলেই পরাশরকে বোল্ড করেন তানজিম। এরপর শেষ চার বলে লাগে মাত্র ৪ রান। পরপর এক রান, তারপর একটি নো বল, আর তার পরে হায়দার আলীর ২ রান—সব হিসেব মিলিয়ে নেয় আমিরাত। ১ বল হাতে রেখেই ২ উইকেটে জয় তুলে নেয় তারা। পুরো ম্যাচ যেন এক রোমাঞ্চকর থ্রিলার!

বাংলাদেশের পক্ষে সবচেয়ে উজ্জ্বল ছিলেন তানজিদ হাসান (৩৩ বলে ৫৯) ও তাওহিদ হৃদয় (২৪ বলে ৪৫)। লিটন দাস, শান্ত, জাকের—সবাই খেলেছেন কার্যকর ছোট ছোট ইনিংস। রানে ছিল হাত খরচের মত উইকেট পড়া, আর তাইই ২০৫/৫-এ থামে ইনিংস।

কিন্তু সব ছাপিয়ে গেছে শেষ ৫ ওভারে বাংলাদেশের বোলিং বিশৃঙ্খলায়। শরীফুলের ৪ রান অতিরিক্ত দিয়ে দেওয়া ওভার আর তানজিমের শেষ ওভারের পরিকল্পনাহীন বোলিং—সব মিলিয়ে ম্যাচটা হাত ফসকে যায়।

এই জয়ের ফলে দুই ম্যাচের সিরিজ এখন ১-১ সমতায়। তবে দুই বোর্ডের সম্মতিতে যোগ হওয়া তৃতীয় ম্যাচে সিরিজ নির্ধারণ হবে। আগামী পরশু, আবারও শারজাহতে, বাংলাদেশের সামনে থাকবে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ—আর আমিরাতের সামনে ইতিহাস গড়ার সুবর্ণ সুযোগ।

এই নাটকীয় ম্যাচটা মনে থাকবে বহুদিন। কারণ, আজ রাতটা ছিল আমিরাতের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সাহসী, সবচেয়ে গর্বের এক রাত!

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরাকের সরকার গঠনে বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে সতর্ক করল যুক্তরাষ্ট্র

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলা

আগামী সপ্তাহের মধ্যে ইউক্রেনকে শান্তি পরিকল্পনা মানতে হবে: ট্রাম্প

ভেড়ামারায় দুর্বৃত্তের গুলিতে গরু ব্যবসায়ী নিহত

রুয়েট প্রাক্তন ছাত্রদল অ্যাসোসিয়েশন সভাপতি তুষার, সম্পাদক হাবীব

ভূমিকম্পে শিশু উন্নয়ন কেন্দ্রে ৪১ জন আহত

ক্যারিয়ার শেষে কত উইকেট চান জানালেন তাইজুল

 ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করতে রাজউকের তাৎক্ষণিক পরিদর্শন

মেসিকে ফিরিয়ে আনার ব্যাপারে যা বললেন ফ্লিক

গৌহাটি টেস্টের আগে ভারত শিবিরে দুঃসংবাদ

১০

শনিবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১১

এই প্রজন্মে অন্ধ আনুগত্য, ভাই পলিটিক্স চলবে না : শিবির সভাপতি

১২

নাটকীয় জয়ের পরও নিজের ভুলে হতবাক আকবর

১৩

স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জিয়াউর রহমান : প্রধান উপদেষ্টা

১৪

নিউমার্কেট এলাকায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ 

১৫

ভূমিকম্পে ছেলের পর এবার চিকিৎসাধীন বাবার মৃত্যু

১৬

তারেক রহমানের জন্মদিনে ৫ হাজার মানুষকে উপহার দিলেন যুবদল নেতা

১৭

জামায়াতের নাড়িপোতা পাকিস্তানে : মাহমুদ হাসান 

১৮

ঐক্যবদ্ধভাবে পরস্পরের পাশে দাঁড়ানোর আহ্বান গণসংহতির

১৯

তারেক রহমান : ইতিহাসের অগ্নিপথ পেরিয়ে জাতির প্রত্যাশার শিখরে

২০
X