স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ মে ২০২৫, ০২:০৪ এএম
অনলাইন সংস্করণ

এবার আমিরাতের কাছে হার বাংলাদেশের

ম্যাচের দৃশ্য। ছবি: সংগৃহীত
ম্যাচের দৃশ্য। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ইনিংস শেষে মনে হচ্ছিল, এই ম্যাচের গল্প হয়তো আগেই লেখা হয়ে গেছে। ২০৫ রানের পাহাড় গড়ে যখন বাংলাদেশ ডাগআউটে ফিরে যায়, তখন খুব কম মানুষই ভাবতে পেরেছিল—শারজাহর রাতে সেই গল্পের শেষ পৃষ্ঠা আমিরাত লিখে দেবে। কিন্তু ক্রিকেট, যার শেষ বল না হওয়া পর্যন্ত কিছুই নিশ্চিত নয়, আবারও প্রমাণ করল নিজের নাটকীয়তা। আর নাটকীয়তায় ভরা ম্যাচটি জিতে নিল স্বাগতিক আরব আমিরাত।

২০৬ রানের টার্গেটে আমিরাতের শুরুটাই ছিল তাণ্ডবের। অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম যেন নেমেছিলেন সব কিছু ওলট-পালট করে দিতে। মাত্র ৪২ বলে ৮২ রানের এক ধ্বংসাত্মক ইনিংসে বাংলাদেশের বোলিং লাইনআপকে ছিন্নভিন্ন করে দেন তিনি। পাওয়ারপ্লেতেই আসে ৬৮ রান—একেবারে ভিত্তিটাই গড়ে ফেলা। তার সঙ্গে ৩৮ রানের ইনিংস খেলেন মোহাম্মদ জোহাইব। এই জুটি আমিরাতের রান তাড়ায় মূল চালিকাশক্তি হয়ে ওঠে।

বাংলাদেশ যদিও মাঝপথে ম্যাচে ফিরে এসেছিল। ওয়াসিম ফিরলে পরপরই ভাঙতে থাকে আমিরাতের ব্যাটিং। এক পর্যায়ে হিসাব দাঁড়ায়—৬ বলে ১২ রান। তানজিম হাসান সাকিবের প্রথম বলটি ওয়াইড—হিসাব হয় ৬ বলে ১১। এরপরের বলেই সিঙ্গেল, তারপর তৃতীয় বলে পরাশর মারেন ছক্কা—ম্যাচ হেলে পড়ে আমিরাতের দিকে।

কিন্তু নাটকের এখানেই শেষ নয়! পরের বলেই পরাশরকে বোল্ড করেন তানজিম। এরপর শেষ চার বলে লাগে মাত্র ৪ রান। পরপর এক রান, তারপর একটি নো বল, আর তার পরে হায়দার আলীর ২ রান—সব হিসেব মিলিয়ে নেয় আমিরাত। ১ বল হাতে রেখেই ২ উইকেটে জয় তুলে নেয় তারা। পুরো ম্যাচ যেন এক রোমাঞ্চকর থ্রিলার!

বাংলাদেশের পক্ষে সবচেয়ে উজ্জ্বল ছিলেন তানজিদ হাসান (৩৩ বলে ৫৯) ও তাওহিদ হৃদয় (২৪ বলে ৪৫)। লিটন দাস, শান্ত, জাকের—সবাই খেলেছেন কার্যকর ছোট ছোট ইনিংস। রানে ছিল হাত খরচের মত উইকেট পড়া, আর তাইই ২০৫/৫-এ থামে ইনিংস।

কিন্তু সব ছাপিয়ে গেছে শেষ ৫ ওভারে বাংলাদেশের বোলিং বিশৃঙ্খলায়। শরীফুলের ৪ রান অতিরিক্ত দিয়ে দেওয়া ওভার আর তানজিমের শেষ ওভারের পরিকল্পনাহীন বোলিং—সব মিলিয়ে ম্যাচটা হাত ফসকে যায়।

এই জয়ের ফলে দুই ম্যাচের সিরিজ এখন ১-১ সমতায়। তবে দুই বোর্ডের সম্মতিতে যোগ হওয়া তৃতীয় ম্যাচে সিরিজ নির্ধারণ হবে। আগামী পরশু, আবারও শারজাহতে, বাংলাদেশের সামনে থাকবে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ—আর আমিরাতের সামনে ইতিহাস গড়ার সুবর্ণ সুযোগ।

এই নাটকীয় ম্যাচটা মনে থাকবে বহুদিন। কারণ, আজ রাতটা ছিল আমিরাতের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সাহসী, সবচেয়ে গর্বের এক রাত!

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকালের মধ্যে যেসব জেলায় হতে পারে ঝড়

ইরানের সঙ্গে যুদ্ধে জড়ালে ‘শাস্তি হতে পারে’ ব্রিটিশ প্রধানমন্ত্রীর

জামিন নিতে গিয়ে কারাগারে সাবেক এমপি নূর মোহাম্মদ

চ্যাটজিপিটি ব্যবহার করে ইংরেজিতে দক্ষ হবেন যেভাবে 

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের কাছে আসার গল্প

থানা লুটের অস্ত্রে ছিনতাই করতেন ‘ব্লেড’ মাসুম

ইরান-ইসরায়েল সংঘাত / দুটি হাসপাতালে বোমা হামলা : কেন শুধু একটি খবরে এলো

পুলিশ হেফাজতে বিএনপি কর্মীর মৃত্যুর অভিযোগ

‘ইসরায়েলের পরবর্তী টার্গেট পাকিস্তান’

কূটনৈতিক সমাধানের আশা করছে যুক্তরাষ্ট্র

১০

হাসপাতালের বাথরুমে পড়ে করোনা রোগীর মৃত্যু

১১

২০ জুন : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১২

বাজান তেল শোধনাগারে আরও বিপদের শঙ্কা

১৩

শুক্রবার ঢাকার যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৪

২০ জুন : আজকের নামাজের সময়সূচি

১৫

আল জাজিরার বিশ্লেষণ / ট্রাম্পের সময়সীমা হতে পারে কৌশল বা ছল

১৬

ইরানের ক্ষেপণাস্ত্র বিশ্বের মর্যাদাবান মানুষকে আনন্দ দিয়েছে : খামেনি

১৭

খুলনায় করোনা-ডেঙ্গু মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেই

১৮

পাওনা টাকা না পেয়ে শ্বশুরকে গাছে বেঁধে নির্যাতন

১৯

দেশের সাড়ে ৪ কোটি মানুষ ফ্যাটি লিভারে আক্রান্ত

২০
X