পাকিস্তান-শ্রীলংকা মিলে আয়োজিত হাইব্রিড মডেলের এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে আগামীকাল বৃহস্পতিবার মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। যেখানে টাইগারদের প্রতিপক্ষ স্বাগতিক শ্রীলঙ্কা। ম্যাচ শুরুর একদিন আগে আজ (বুধবার) ক্যান্ডিতে সংবাদ সম্মেলনে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসেছিলেন সাকিব আল হাসান। সেখানে নিজেদের ব্যাটিং অর্ডার নিয়ে প্রশ্নে জবাবটা দিয়েছেন ঘুরিয়ে।
প্রথম ম্যাচে বাংলাদেশের ব্যাটিং পজিশনটা কেমন হবে, এমন প্রশ্নে সাকিব বলেন, ‘এখন আসলে যদি পরিকল্পনা থাকে সেটা আপনাকে বলতে পারব না। এই হচ্ছে কথা। অবশ্য আমাদের কিছু পরিকল্পনা আছে, আমাদের ব্যাকআপ ক্রিকেটার যারা আছে তাদেরকে দেখার একটি সুযোগ। নতুন যারা আসবে তাদের জন্য ভালো কিছু করার একটা সুযোগ থাকবে।’
এশিয়া কাপ শেষেই অক্টোবরে ভারতের মাটিতে গড়াবে বিশ্বকাপের আসর। আর বিশ্বকাপের আত্মবিশ্বাস এই এশিয়া কাপ থেকেই নিতে চান অলরাউন্ডার সাকিব, ‘এ আসরে ভালো করলে বিশ্বকাপে ভালো করার আত্মবিশ্বাস পাওয়া যাবে।’ এছাড়া সংবাদ সম্মেলনে আত্মবিশ্বাসের সুরে সাকিব বলেন, ‘শেষ ৪-৫ টা এশিয়া কাপে ফাইনাল খেলছি, আমরা ধারাবাহিক।’
এছাড়াও বিশ্বকাপ শেষ হয়ে যাওয়া এবাদত নিয়েও কথা বলেন সাকিব। তিনি বলেন, হ্যাঁ, সেটা আসলে ফিজিও ভালো উত্তর দিতে পারে যে এবাদতের পরিস্থিতিটা কী... এ সময় আমরা জানি এশিয়া কাপে কোনো চান্স নেই। বাকিটা আসলে ফিজিও আপনাদের ভালো বলতে পারবে।
মন্তব্য করুন