স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ জুন ২০২৫, ১০:৫৫ এএম
অনলাইন সংস্করণ

১৪৫ বছরে প্রথমবারের মতো অনন্য ঘটনার সাক্ষী লর্ডস

ব্যাট করছেন খাজা। ছবি : সংগৃহীত
ব্যাট করছেন খাজা। ছবি : সংগৃহীত

ক্রিকেটের ১৪৫ বছরের ইতিহাসে এমন ঘটনা কখনো ঘটেনি। লর্ডসের ঐতিহাসিক মাটিতে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) ফাইনালের প্রথম দিন এমনই এক ব্যতিক্রমী ঘটনার সাক্ষী হয়ে রইল।

প্রথম ইনিংসে দুই দলের শীর্ষস্থানীয় ব্যাটার—অস্ট্রেলিয়ার উসমান খাজা ও দক্ষিণ আফ্রিকার এইডেন মারকরাম—দুজনেই ফিরে গেলেন শূন্য রানে। ইংল্যান্ডে খেলা ৫৬১ টেস্টের ইতিহাসে এবারই প্রথমবার এমন ঘটনা ঘটল, যেখানে দুই দলের ওপেনার (নম্বর ১ ব্যাটার) প্রথম ইনিংসে শূন্য রানে আউট হলেন।

কিন্তু এই নজির ছাপিয়ে ক্রিকেটবিশ্বে নতুন আলোচনার জন্ম দিয়েছেন দক্ষিণ আফ্রিকার পেস সেনসেশন কাগিসো রাবাদা। লর্ডসের এই মহারণে তিনি ঝলসে উঠলেন ৫ উইকেট নিয়ে। মাত্র ১৫.৪ ওভারে ৫১ রানে ৫ উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে ২১২ রানে অলআউট করতে বড় ভূমিকা রাখেন রাবাদা। তার সঙ্গে মার্কো ইয়ানসেন নেন ৩ উইকেট।

দক্ষিণ আফ্রিকাও তবে ব্যাট হাতে সুবিধা করতে পারেনি। মিচেল স্টার্কের তোপে পড়ে দিন শেষে তাদের স্কোর ৪ উইকেটে ৪৩। স্টার্ক নিয়েছেন ২ উইকেট, আর কামিন্স ও হ্যাজলউড ১টি করে।

তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে রাবাদা। শুধু ডব্লিউটিসি ফাইনালের পাঁচ উইকেট নেওয়াতেই নয়, তিনি ছুঁয়ে ফেলেছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি অ্যালান ডোনাল্ডকেও। ৭১ টেস্টে এখন তাঁর উইকেটসংখ্যা ৩৩২—ডোনাল্ডের ৭২ টেস্টের ৩৩০ উইকেটকে পেছনে ফেলে রাবাদা উঠে এসেছেন প্রোটিয়াদের সর্বকালের চতুর্থ সর্বোচ্চ টেস্ট উইকেটশিকারির তালিকায়।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে রাবাদার এই ‘ফাইফার’ এনে দিয়েছে আরও কিছু রেকর্ড। তিনি কাইল জেমিসনের (২০২১ ডব্লিউটিসি ফাইনাল, ভারত বনাম নিউজিল্যান্ড) পর মাত্র দ্বিতীয় বোলার হিসেবে ডব্লিউটিসি ফাইনালে পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন। পাশাপাশি, আইসিসির কোনো বড় টুর্নামেন্টের ফাইনালে প্রোটিয়া কিংবদন্তি (৫/৩০, ১৯৯৮ আইসিসি নকআউট)–এর পর দ্বিতীয় দক্ষিণ আফ্রিকান হিসেবে ফাইনালে পাঁচ উইকেটের কীর্তি গড়লেন।

আইসিসি নকআউট ম্যাচগুলোতে এখন পর্যন্ত রাবাদার উইকেটসংখ্যা ৫ ম্যাচে ১১টি, গড় ১৯.২৭। বুধবার লর্ডসে পাওয়া এই পাঁচ উইকেটই আইসিসি নকআউটে তাঁর সেরা পারফরম্যান্স।

লর্ডস মাঠে রাবাদার রেকর্ডও এখন ঈর্ষণীয়। এই নিয়ে তিন টেস্টে তাঁর উইকেট ১৮টি, গড় ১৬.৮৩ এবং স্ট্রাইক রেট ৩০.২। এই পারফরম্যান্সের মধ্য দিয়ে তিনি পেছনে ফেলেছেন মর্নে মর্কেলকে (১৫ উইকেট), হয়ে উঠেছেন লর্ডসে সর্বোচ্চ উইকেটপ্রাপ্ত দক্ষিণ আফ্রিকান। পাশাপাশি, অ্যালান ডোনাল্ড ও মাখায়া এনটিনির পর তৃতীয় দক্ষিণ আফ্রিকান বোলার হিসেবে ঐতিহাসিক এই মাঠে একাধিকবার পাঁচ উইকেট নেওয়ার কীর্তিও গড়েছেন।

ডব্লিউটিসি ফাইনালের প্রথম দিনের এই রোমাঞ্চ আরও অনেক ইতিহাসের দরজা খুলে দিল। দ্বিতীয় দিন কী আনছে—সেটিই এখন দেখার অপেক্ষা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হিরো আলমের ওপর হামলা

বেসরকারি বিশ্ববিদ্যালয় সংস্কার নিয়ে শিক্ষা উপদেষ্টার সঙ্গে পুসাবের বৈঠক

বিদেশে পাঠানোর ফাঁদে মানুষকে ‘পথে বসানো’ সেলিম গ্রেপ্তার

ধর্মীয় সম্প্রীতির দেশ গড়তে এনসিপি কাজ করছে : সারজিস

সারা দেশে বৃষ্টি নিয়ে আবহাওয়ার পূর্বাভাস

ভারতের ভিসা নিয়ে যে তথ্য দিলেন হাইকমিশনার

হাজত থেকে পালানো সেই যুবলীগ নেতা গ্রেপ্তার

‘ইউনিভার্সেল মেডিকেলে ফ্রি হার্ট ক্যাম্প’ সম্পন্ন

ক্যাম্পাসে চাকসু নির্বাচনের উন্মাদনা, ১ মাস ধরে হাসপাতালে ইমতিয়াজ-মামুন

ঘরের চারদিকে দুর্গন্ধ, দরজা খুলতেই দেখা গেল মর্মান্তিক দৃশ্য

১০

ইসলামী ব্যাংকের ২০০ কর্মী ছাঁটাই, ৪৯৭১ জনকে ওএসডি

১১

করোনা পরবর্তী সময়ে যুবকদের মধ্যে হৃদরোগ বাড়ছে

১২

হংকং ম্যাচ নিয়ে যা বললেন জামাল

১৩

তারেক রহমানের পক্ষে ৪৫টি মণ্ডপে সহায়তা দিলেন সেলিম

১৪

ব্র্যাক ব্যাংকের নীলফামারী অঞ্চলে এজেন্ট মিট আয়োজন

১৫

স্বর্ণের নতুন দাম নির্ধারণ, মঙ্গলবার থেকে কার্যকর

১৬

প্রবাসীর দেওয়া পাথরে নতুন পথ নোয়াপাড়ার মানুষের

১৭

ভারতে ঢুকতে বিদেশিদের জন্য নতুন নিয়ম

১৮

স্মারক রৌপ্যমুদ্রার নতুন দাম নির্ধারণ

১৯

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের

২০
X