এশিয়া কাপ ক্রিকেটে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস জিতে প্রথমে ব্যাটিংয় করতে নামে বাংলাদেশ। তবে শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে বিপদে পড়েছে বাংলাদেশ।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) ক্যান্ডিতে টস জিতে প্রথমে ব্যাটিং নেমে ২৭ রানের মধ্যে দুই ওপেনার তানজিদ তামিম (০) এবং নাঈম শেখ (১৬) রান করে সাজঘরে ফিরে যান।
লিটন কুমার দাসের জ্বরের কারণে এশিয়া কাপের প্রথম ম্যাচেই বাংলাদেশের জার্সিতে অভিষেক ঘটে তানজিদ হাসান তামিমের। কিন্তু শুরুটা হয়েছে বিষাদময়। ইনিংসের দ্বিতীয় ওভারে লঙ্কান স্পিনার থিকশানার ক্যারম বলে লাইন মিস করেন বাঁহাতি ওপেনার। বল তার পায়ে আঘাত হানলে আম্পায়ার আঙুল তুলতে খুব একটা সময় নেননি। ফলে অভিষেকে ১৬তম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ডাক মারেন তামিম।
বাংলাদেশের একাদশ
মোহাম্মদ নাঈম শেখ, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম (উইকেটকিপার), সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন পাটোয়ারী, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম।
মন্তব্য করুন