স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ জুন ২০২৫, ০২:৪৮ পিএম
আপডেট : ২০ জুন ২০২৫, ০২:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

ইংল্যান্ড সফরে ভারতের জয় দেখছেন শচীন

ইংল্যান্ড পাত্তাই পাবে না ভারতের কাছে এমনটাই মনে করেন শচীন।ছবি : সংগৃহীত
ইংল্যান্ড পাত্তাই পাবে না ভারতের কাছে এমনটাই মনে করেন শচীন।ছবি : সংগৃহীত

ভারতের ইংল্যান্ড সফর সামনে রেখে নতুন টেস্ট অধিনায়ক শুবমান গিলের ওপর পূর্ণ আস্থা রাখছেন শচীন টেন্ডুলকার। কিংবদন্তি এই ব্যাটার মনে করেন, গিল ইংল্যান্ডে ‘বিশেষ কিছু’ করে দেখাবেন এবং পাঁচ ম্যাচের সিরিজে ভারত ৩-১ ব্যবধানে জয় পাবে।

সম্প্রতি ইএসপিএনক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে টেন্ডুলকার বলেন, ‘আমার পরামর্শ হবে—গিল যেন বাইরের কথায় কান না দেয়। কেউ বলছে সে আগ্রাসী নয়, কেউ বলছে সে বেশি রক্ষণাত্মক—এসব উপেক্ষা করা উচিত। সিদ্ধান্তগুলো যেন দলের পরিকল্পনা অনুযায়ী হয়, সেটাই গুরুত্বপূর্ণ। বাইরের মানুষ তো শুধু মতামত দেবে, মাঠে নামবে না। খেলোয়াড়দের আসল দায়িত্ব মাঠেই প্রমাণ করতে হয়।’

গিলকে চার নম্বরে ব্যাট করতে দেখা যাবে, যেখানে একসময় খেলেছেন স্বয়ং শচীন এবং পরে বিরাট কোহলি। এই পজিশনে ২৭৫ ইনিংসে ১৩,৪৯২ রান করা টেন্ডুলকার বলেন, ‘এই পজিশনে ব্যাট করাটাও একটা দায়িত্ব। তবে এটা প্রমাণ করে যে দলের আস্থা তার প্রতি আছে। তাকে নিজের খেলাটা খেলতে হবে, নিজের মতো করে এগিয়ে যেতে হবে।’

ইংল্যান্ডে নিজের দারুণ পারফরম্যান্সের অভিজ্ঞতা থেকে বর্তমান তরুণ ব্যাটারদের জন্য পরামর্শ দিয়ে শচীন বলেন, ‘ওভারহেড কন্ডিশন, উইন্ড এবং পিচ—এই তিনটি ব্যাপার গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে। সামনে ডিফেন্স ভালো হলে, বাকি সবকিছু সহজ হয়ে যায়। হাত শরীরের কাছাকাছি রাখতে হবে, যাতে অপ্রয়োজনীয় শট খেলে বিপদে না পড়তে হয়।’

রিশভ পন্তের মতো ব্যাটারের ক্ষেত্রেও নিজের মত জানিয়েছেন টেন্ডুলকার বলেন, ‘আমি অধিনায়ক হলে নয়বার বলতাম, ‘তুমি নিজের খেলাটা খেলো। কিন্তু যখন ম্যাচ বাঁচানো দরকার, তখন একটু সংযমী হতে হবে। এক ঘণ্টা, কখনো দুই ঘণ্টা—যতক্ষণ দরকার, একটু ধৈর্য ধরতে হবে।’

২০০৭ সালে ভারতের ইংল্যান্ডে টেস্ট সিরিজ জয়ের স্মৃতিচারণ করে শচীন বলেন, ‘নটিংহ্যামে দ্বিতীয় টেস্ট জিতে সিরিজ ১-০ তে জিতেছিলাম। সবাই মিলে অবদান রেখেছিল, বিশেষ করে জাহির খান। সিরিজ জয়ের পর লন্ডনের ওভালে ড্রেসিং রুমে আমরা যেভাবে উদযাপন করেছিলাম, সেই মুহূর্ত আজও মনে আছে। আশা করি, এবারও তেমন কিছু করতে পারবে দল।’

সিরিজের ভবিষ্যদ্বাণী দিতে গিয়ে টেন্ডুলকার বলেন, ‘আমি ৩-১ ভারতকেই এগিয়ে রাখছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোয়ানার টিজারে ক্যাথরিনের চমক

কারাগারে গাঁজাসহ দর্শনার্থীকে আটক, ৩ মাসের কারাদণ্ড

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার তারিখ নিয়ে এনসিপির বিবৃতি

পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানের প্রযুক্তি পাচ্ছে ভারত

এমপি হতে আসিনি, শুধু দোয়া চাই : নুরুদ্দিন আহাম্মেদ অপু

যুক্তরাষ্ট্রের খসড়া শান্তি প্রস্তাব / ইউক্রেনকে ভূমি ও সামরিক শক্তি কমানোর শর্ত

নতুন ক্যারিয়ার পোর্টাল ‘নেক্সটজবজ্’-এর যাত্রা শুরু

দুধ দিয়ে কফি খাচ্ছেন, এই অভ্যাস ভালো নাকি ক্ষতিকর জানাল গবেষণা

গাজীপুর মহানগর পুলিশের নতুন কমিশনারের দায়িত্ব গ্রহণ

নিজ আসনে নুরের গণসংযোগ

১০

বিচারকের ছেলে হত্যা : আসামি লিমন ফের ৫ দিনের রিমান্ডে

১১

বিএসটিআই-এর সেবা মিলবে এখন অনলাইনে

১২

টিভি পর্দায় রুক্মিনি মিত্র

১৩

টাইমস হায়ারের ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স র‌্যাংকিংয়ে দক্ষিণ এশিয়ায় প্রথম ঢাবি

১৪

যশোরে এবার রস-গুড় বিক্রির লক্ষ্যমাত্রা ১০০ কোটি টাকা

১৫

স্কুলে ভর্তির আবেদন শুরু শুক্রবার, কীভাবে করা যাবে জানাল মাউশি

১৬

মানব পাচার মোকাবিলায় বিচারিক প্রক্রিয়ার সহায়তায় বেঞ্চবুক উদ্বোধন

১৭

তারেক রহমানের ৬১তম জন্মদিনে ৬১টি কোরআন বিতরণ

১৮

খুলনায় বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা

১৯

সোনমের ঘরে আসছে নতুন অতিথি

২০
X