স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ জুন ২০২৫, ০২:৪৮ পিএম
আপডেট : ২০ জুন ২০২৫, ০২:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

ইংল্যান্ড সফরে ভারতের জয় দেখছেন শচীন

ইংল্যান্ড পাত্তাই পাবে না ভারতের কাছে এমনটাই মনে করেন শচীন।ছবি : সংগৃহীত
ইংল্যান্ড পাত্তাই পাবে না ভারতের কাছে এমনটাই মনে করেন শচীন।ছবি : সংগৃহীত

ভারতের ইংল্যান্ড সফর সামনে রেখে নতুন টেস্ট অধিনায়ক শুবমান গিলের ওপর পূর্ণ আস্থা রাখছেন শচীন টেন্ডুলকার। কিংবদন্তি এই ব্যাটার মনে করেন, গিল ইংল্যান্ডে ‘বিশেষ কিছু’ করে দেখাবেন এবং পাঁচ ম্যাচের সিরিজে ভারত ৩-১ ব্যবধানে জয় পাবে।

সম্প্রতি ইএসপিএনক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে টেন্ডুলকার বলেন, ‘আমার পরামর্শ হবে—গিল যেন বাইরের কথায় কান না দেয়। কেউ বলছে সে আগ্রাসী নয়, কেউ বলছে সে বেশি রক্ষণাত্মক—এসব উপেক্ষা করা উচিত। সিদ্ধান্তগুলো যেন দলের পরিকল্পনা অনুযায়ী হয়, সেটাই গুরুত্বপূর্ণ। বাইরের মানুষ তো শুধু মতামত দেবে, মাঠে নামবে না। খেলোয়াড়দের আসল দায়িত্ব মাঠেই প্রমাণ করতে হয়।’

গিলকে চার নম্বরে ব্যাট করতে দেখা যাবে, যেখানে একসময় খেলেছেন স্বয়ং শচীন এবং পরে বিরাট কোহলি। এই পজিশনে ২৭৫ ইনিংসে ১৩,৪৯২ রান করা টেন্ডুলকার বলেন, ‘এই পজিশনে ব্যাট করাটাও একটা দায়িত্ব। তবে এটা প্রমাণ করে যে দলের আস্থা তার প্রতি আছে। তাকে নিজের খেলাটা খেলতে হবে, নিজের মতো করে এগিয়ে যেতে হবে।’

ইংল্যান্ডে নিজের দারুণ পারফরম্যান্সের অভিজ্ঞতা থেকে বর্তমান তরুণ ব্যাটারদের জন্য পরামর্শ দিয়ে শচীন বলেন, ‘ওভারহেড কন্ডিশন, উইন্ড এবং পিচ—এই তিনটি ব্যাপার গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে। সামনে ডিফেন্স ভালো হলে, বাকি সবকিছু সহজ হয়ে যায়। হাত শরীরের কাছাকাছি রাখতে হবে, যাতে অপ্রয়োজনীয় শট খেলে বিপদে না পড়তে হয়।’

রিশভ পন্তের মতো ব্যাটারের ক্ষেত্রেও নিজের মত জানিয়েছেন টেন্ডুলকার বলেন, ‘আমি অধিনায়ক হলে নয়বার বলতাম, ‘তুমি নিজের খেলাটা খেলো। কিন্তু যখন ম্যাচ বাঁচানো দরকার, তখন একটু সংযমী হতে হবে। এক ঘণ্টা, কখনো দুই ঘণ্টা—যতক্ষণ দরকার, একটু ধৈর্য ধরতে হবে।’

২০০৭ সালে ভারতের ইংল্যান্ডে টেস্ট সিরিজ জয়ের স্মৃতিচারণ করে শচীন বলেন, ‘নটিংহ্যামে দ্বিতীয় টেস্ট জিতে সিরিজ ১-০ তে জিতেছিলাম। সবাই মিলে অবদান রেখেছিল, বিশেষ করে জাহির খান। সিরিজ জয়ের পর লন্ডনের ওভালে ড্রেসিং রুমে আমরা যেভাবে উদযাপন করেছিলাম, সেই মুহূর্ত আজও মনে আছে। আশা করি, এবারও তেমন কিছু করতে পারবে দল।’

সিরিজের ভবিষ্যদ্বাণী দিতে গিয়ে টেন্ডুলকার বলেন, ‘আমি ৩-১ ভারতকেই এগিয়ে রাখছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাইযোদ্ধা সুরভীর জামিন

কনকনে শীতে সড়ক থেকে উদ্ধার হওয়া সেই দুই শিশুর একজনের মৃত্যু

দুপক্ষের সংঘর্ষে বিএনপি নেতাসহ আহত ২

যেসব এলাকায় তাপমাত্রা নামতে পারে ৭ ডিগ্রিতে

১০৬টি পার্ক ও খেলার মাঠ রক্ষায় ডিএনসিসির কমিটি গঠন

খালেদা জিয়া ছিলেন রাজনীতির বাতিঘর : কবীর আহমেদ ভূইয়া

বগুড়ায় ৯ নেতাকে সুখবর দিল বিএনপি

সন্তানের পাপের কারণে মা-বাবার শাস্তি হবে কি না, যা বলছেন আলেমরা

পা দিয়ে জায়নামাজ সোজা করলে কি গোনাহ হয়?

আইপিএল সম্প্রচার বন্ধের সিদ্ধান্তে ইশরাকের সাধুবাদ

১০

সুন্দরবনে উদ্ধার বাঘের অবস্থা আশংকাজনক

১১

শীর্ষ সন্ত্রাসী রাসেল অস্ত্রসহ গ্রেপ্তার

১২

কুয়েত থেকে ৪০ হাজার প্রবাসী বিতাড়িত

১৩

নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠা রিটার্নিং কর্মকর্তাদের অব্যাহতির দাবি

১৪

মাইলস্টোনে বিমান ট্র্যাডেজি / নিহত ও আহত পরিবার পাচ্ছে ১০ কোটি টাকার সরকারি অনুদান

১৫

শীতে ছিন্নমূল মানুষের পাশে ‘স্বপ্ন’

১৬

কক্সবাজারে অস্ত্র তৈরির কারখানার সন্ধান

১৭

১৪ জানুয়ারি থেকে কর্মবিরতিতে যাচ্ছে হোটেল-রেস্তোরাঁ কর্মীরা

১৮

ইয়াবাকাণ্ডে ৮ পুলিশ বরখাস্ত

১৯

ইরানজুড়ে বিক্ষোভ নিয়ে কঠোর হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

২০
X