স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ জুন ২০২৫, ০৯:৩১ পিএম
আপডেট : ২২ জুন ২০২৫, ১০:১৪ পিএম
অনলাইন সংস্করণ

ভারতের কোচ নাকি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী? সৌরভ দিলেন স্পষ্ট সিগনাল

সৌরভ গাঙ্গুলী। ছবি : সংগৃহীত
সৌরভ গাঙ্গুলী। ছবি : সংগৃহীত

ভারতের সাবেক অধিনায়ক ও বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)-এর সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলী ফের আলোচনায়। সাম্প্রতিক এক পডকাস্ট সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ভবিষ্যতে ভারতের জাতীয় দলের কোচের দায়িত্ব নিতে তিনি আগ্রহী। তবে রাজনৈতিক জীবন নিয়ে গুঞ্জন সরাসরি উড়িয়ে দিয়েছেন তিনি।

কলকাতায় পিটিআই আয়োজিত পডকাস্টে ৫৩ বছর বয়সী গাঙ্গুলী বলেন, ‘কখনোই ভেবে দেখিনি (কোচ হওয়া নিয়ে), কারণ খেলা শেষ করেই আমি বিভিন্ন ভূমিকায় জড়িয়ে পড়েছি। ২০১৩ সালে খেলোয়াড়ি জীবন শেষ করেছি, তারপরই বিসিসিআই সভাপতির দায়িত্ব নিয়েছিলাম।’

বিসিসিআই সভাপতি হিসেবে মেয়াদকালে নারীদের ক্রিকেট উন্নয়নের দিকটিকে সবচেয়ে বড় অর্জন হিসেবে উল্লেখ করেন ‘দাদা’। ‘মেয়েদের ক্রিকেটে যেভাবে অগ্রগতি হয়েছে, সেটা আমার সবচেয়ে বড় কনট্রিবিউশন।’

জাতীয় দলের কোচ হওয়ার সম্ভাবনা নিয়ে সৌরভ বলেন, ‘দেখা যাক ভবিষ্যতে কী হয়। আমি এখনো কেবল ৫০-এর কোঠায়। আমি কোচিংয়ের জন্য উন্মুক্ত। কোথায় যাই, সেটা সময়ই বলে দেবে।’

২০১৮ থেকে ২০১৯ এবং ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত দিল্লি ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজির টিম ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন গাঙ্গুলী। সেখানকার অভিজ্ঞতা তার ভবিষ্যতের কোচিং ভাবনায় প্রভাব ফেলতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

তবে রাজনীতির প্রসঙ্গে গাঙ্গুলীর সাফ জবাব, ‘আমি আগ্রহী নই।’ এমনকি মুখ্যমন্ত্রিত্বের প্রস্তাব পেলেও তিনি আগ্রহ দেখাবেন না বলে জানিয়ে দেন, ‘এটা আমার জায়গা নয়। আমি রাজনীতিতে আসছি না।’

বর্তমানে ভারতের কোচ গৌতম গম্ভীর সম্পর্কে গাঙ্গুলী বলেন, ‘ওর শুরুটা কিছুটা ধীর ছিল—অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডের কাছে হার, কিন্তু এরপর চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে ভালো করেছে। সামনে ইংল্যান্ডের বিপক্ষে বড় সিরিজ, এটা ওর জন্য একটা বড় পরীক্ষা।’

জাতীয় দলের ভবিষ্যৎ কোচ হিসেবে সৌরভ গাঙ্গুলীর সম্ভাবনা যেমন উজ্জ্বল, তেমনি রাজনৈতিক মাঠ থেকে তার সরে থাকা এ মুহূর্তে নিশ্চিত। তবে গম্ভীরের প্রশংসা করে তিনি বুঝিয়ে দিলেন—ক্রিকেটই তার প্রথম ও শেষ ভালোবাসা। এখন দেখার বিষয়, ভারতীয় ক্রিকেটে আরেকবার গাঙ্গুলী অধ্যায়ের সূচনা হয় কি না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে : চসিক মেয়র

কৃষক দল সম্পাদক বাবুলের মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল

চট্টগ্রামে সাংবাদিকদের সতর্কবার্তা / ‘সাংবাদিকরা চুপ থাকলে সমাজ অন্ধকারে ডুবে যাবে’

অবৈধ কার্যক্রম প্রতিরোধে সিলেট জেলা পুলিশ অঙ্গীকারবদ্ধ : পুলিশ সুপার

বগুড়ায় সাহিত্য উৎসব শুক্রবার, অংশ নিবে দুই শতাধিক কবি

বিমানবন্দরে যাত্রী হয়রানি রোধে নতুন নির্দেশনা

জুলাই শহীদদের স্মরণে জবিতে গ্রিন ভয়েসের বৃক্ষরোপণ ও সচেতনতামূলক ক্যাম্পেইন

মার্কিন বিনিয়োগকৃত প্রতিষ্ঠানে রুশ হামলা

মালয়েশিয়ার পর চীন সফরে যাবেন নাহিদ

৩১ দফাই হচ্ছে আমাদের জাতীয় সনদ : সুব্রত চৌধুরী

১০

টিসিবির নিয়ন্ত্রণ হারানো ট্রাকচাপায় বৃদ্ধ নিহত

১১

ইতালির প্রধানমন্ত্রীর ঢাকা সফর বাতিল

১২

জেলেনস্কির টার্গেট তুরস্ক, অস্ট্রিয়া ও সুইজারল্যান্ড

১৩

শিক্ষকের ওপর হামলা, ক্লাস বর্জন করে বিক্ষোভ

১৪

‘আপনাকে গভীরভাবে অনুভব করি প্রতি পদে পদে’

১৫

এইচএসসির ফল প্রকাশের তারিখ নিয়ে প্রচার, শিক্ষা বোর্ডের বক্তব্য

১৬

হাসারাঙ্গাকে ছাড়াই শ্রীলঙ্কা দল ঘোষণা

১৭

ভিক্ষুক পুনর্বাসন প্রকল্পের টাকা নিয়ে উধাও সমাজসেবা কর্মকর্তা

১৮

সিলেটে সাদাপাথর লুট / গোয়েন্দা প্রতিবেদনের সঙ্গে স্থানীয় প্রশাসনের দ্বিমত

১৯

আমাদের আদর্শগত শত্রু বিজেপি, বললেন থালাপতি বিজয়

২০
X