স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ জুন ২০২৫, ০৫:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

গলে জোড়া সেঞ্চুরির পর র‍্যাঙ্কিংয়ে শান্তর বড় লাফ

নাজমুল হোসেন শান্ত। ছবি : সংগৃহীত
নাজমুল হোসেন শান্ত। ছবি : সংগৃহীত

গলে শ্রীলঙ্কা ও বাংলাদেশের মধ্যকার ঐতিহাসিক টেস্টে জোড়া সেঞ্চুরি করে রেকর্ড বইয়ে নাম লিখিয়েছিলেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, এবার তার ফল মিলল আইসিসি র‍্যাঙ্কিংয়ে। বাংলাদেশ টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত উঠে এসেছেন টেস্ট ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ের ২৯তম স্থানে—যা তার ক্যারিয়ারের সর্বোচ্চ অবস্থান। সদ্য প্রকাশিত আইসিসি র‍্যাঙ্কিংয়ে শান্ত এক লাফে এগিয়েছেন ২১ ধাপ।

গলের প্রথম ইনিংসে ১৪৮ রানের ঝকঝকে ইনিংসের পর দ্বিতীয় ইনিংসে অপরাজিত ১২৫ রান করেন শান্ত। টেস্ট ইতিহাসে মাত্র ১৫তম ব্যাটার হিসেবে একাধিকবার জোড়া সেঞ্চুরির কীর্তি গড়েছেন তিনি। ২০২৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে ৪২ নম্বরে উঠেছিলেন, এতদিন সেটিই ছিল শান্তর সর্বোচ্চ র‍্যাঙ্কিং।

তবে বর্তমান র‍্যাঙ্কিংয়ে শান্ত বাংলাদেশের শীর্ষ ব্যাটসম্যান নন। গলে ১৬৩ ও ৪৯ রানের অনবদ্য ইনিংস খেলা অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম উঠেছেন ২৮তম স্থানে, এক ধাপ এগিয়ে শান্তকে ছাড়িয়ে গেছেন। এই টেস্টে মুশফিকের ১১ ধাপ অগ্রগতি হয়েছে। তার ক্যারিয়ারসেরা অবস্থান ছিল ১৭তম, ২০২২ সালের শ্রীলঙ্কা সফরে।

ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে এরপর আছেন লিটন দাস, যিনি গলে প্রথম ইনিংসে ৯০ করলেও দ্বিতীয় ইনিংসে ব্যর্থ হন। তিন ধাপ পিছিয়ে লিটনের অবস্থান এখন ৪০। মুমিনুল হক পাঁচ ধাপ পিছিয়ে নেমে গেছেন ৫১ নম্বরে।

উল্টো পথে এগিয়েছেন ওপেনার শাদমান ইসলাম—গলে ১৪ ও ৭৬ রানের ইনিংসের পুরস্কার হিসেবে তিনি উঠে এসেছেন ক্যারিয়ারসর্বোচ্চ ৫৫ নম্বরে। তার ওপরে আছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ, যিনি অসুস্থতার কারণে গল টেস্ট খেলতে পারেননি। অন্যদিকে কলম্বো টেস্টের দলে না থাকা জাকের আলী ১৪ ধাপ পিছিয়ে এখন ৬৯তম স্থানে।

বোলিং র‍্যাঙ্কিংয়েও দেখা গেছে নড়াচড়া। গলে প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেওয়া নাঈম হাসান ছয় ধাপ এগিয়ে এখন ৪৮ নম্বরে। হাসান মাহমুদও অগ্রগতি দেখিয়েছেন, উঠেছেন ৫৪ নম্বরে। তবে তরুণ পেসার নাহিদ রানা ১৫ ধাপ পিছিয়ে গেছেন, তার বর্তমান অবস্থান ৮২। বাংলাদেশের শীর্ষ বোলার তাইজুল ইসলামও তিন ধাপ পিছিয়ে নেমেছেন ১৯তম স্থানে।

বোলারদের তালিকার শীর্ষে রয়েছেন ভারতের জাসপ্রীত বুমরাহ। অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়েও শীর্ষে আছেন রবীন্দ্র জাদেজা, তার ঠিক পরেই আছেন বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ।

বিশ্ব ক্রিকেটের অন্য তারকাদের মধ্যে আলো ছড়িয়েছেন ইংল্যান্ডের বেন ডাকেট ও ভারতের ঋষভ পন্ত। হেডিংলিতে ভারতের বিপক্ষে ম্যাচজয়ে বড় ভূমিকা রাখা ডাকেট পাঁচ ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা অষ্টম স্থানে পৌঁছেছেন। টেস্টে দ্বিতীয়বারের মতো জোড়া সেঞ্চুরি করা উইকেটরক্ষক-ব্যাটার পন্ত এক ধাপ এগিয়ে এখন সাত নম্বরে। ব্যাটিং তালিকার শীর্ষে রয়েছেন ইংল্যান্ডের জো রুট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গরুচোর সন্দেহে প্রবাসীকে পিটিয়ে হত্যা

এনসিপিকে ১০ আসন ছাড়ের বিষয়ে মুখ খুললেন ডা. তাহের

দুই মন্দিরের বিরোধ মিটিয়ে প্রশংসায় ভাসছে নুরুদ্দিন অপু

জকসু নির্বাচনে ১৮ কেন্দ্রের ফল প্রকাশ, কোন পদে কে এগিয়ে

ঢাকা-করাচি রুটে বিমানের ফ্লাইট শুরুর তারিখ ঘোষণা

সীমান্তে বিএসএফের গুলিতে মাটিতে লুটিয়ে পড়েন রনি

জুলাই গণহত্যায় দায়ী ওসি-এসপিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে মামলা হবে : রিফাত

টাকা তুলে ফেরার পথে সাবেক সেনাসদস্য নিহত

হাদি হত্যার আসামি ফয়সালের ৫৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ

ঢাবির ‘বিশেষ চাহিদাসম্পন্ন’ শিক্ষার্থীদের উত্তরপত্র আলাদা পাঠানোর নির্দেশ

১০

বিশ্বকাপে বাংলাদেশ কি ওয়াকওভার দেবে, যা জানালেন বিসিবি পরিচালক

১১

ট্রাম্পের সাক্ষাৎ পেতে ‘স্যার’ ডেকে আকুতি জানিয়েছিলেন মোদি

১২

গ্রেপ্তারের পর যুবলীগ নেতার পোস্ট, লিখলেন ‘আমাকে পুলিশ ধরল’

১৩

অক্ষয় খান্নার চরিত্র যেভাবে ‘ছিনিয়ে’ নেন আমির!

১৪

সিবিআইয়ের জেরার মুখে থালাপতি বিজয়

১৫

বিএনপিতে যোগ দিলেন এনসিপির সাবেক কেন্দ্রীয় নেতা

১৬

ড. রেজা কিবরিয়াকে শোকজ

১৭

সুনেরাহ অনেক পোংটা: আরশ খান

১৮

কোনো পরাশক্তিই দেশকে বিরাজনীতিকরণ করতে পারবে না : মঈন খান 

১৯

সাতক্ষীরায় বছরের সর্বনিম্ন তাপমাত্রার রাতে শীতবস্ত্র বিতরণ

২০
X