শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ জুন ২০২৫, ০৫:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

গলে জোড়া সেঞ্চুরির পর র‍্যাঙ্কিংয়ে শান্তর বড় লাফ

নাজমুল হোসেন শান্ত। ছবি : সংগৃহীত
নাজমুল হোসেন শান্ত। ছবি : সংগৃহীত

গলে শ্রীলঙ্কা ও বাংলাদেশের মধ্যকার ঐতিহাসিক টেস্টে জোড়া সেঞ্চুরি করে রেকর্ড বইয়ে নাম লিখিয়েছিলেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, এবার তার ফল মিলল আইসিসি র‍্যাঙ্কিংয়ে। বাংলাদেশ টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত উঠে এসেছেন টেস্ট ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ের ২৯তম স্থানে—যা তার ক্যারিয়ারের সর্বোচ্চ অবস্থান। সদ্য প্রকাশিত আইসিসি র‍্যাঙ্কিংয়ে শান্ত এক লাফে এগিয়েছেন ২১ ধাপ।

গলের প্রথম ইনিংসে ১৪৮ রানের ঝকঝকে ইনিংসের পর দ্বিতীয় ইনিংসে অপরাজিত ১২৫ রান করেন শান্ত। টেস্ট ইতিহাসে মাত্র ১৫তম ব্যাটার হিসেবে একাধিকবার জোড়া সেঞ্চুরির কীর্তি গড়েছেন তিনি। ২০২৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে ৪২ নম্বরে উঠেছিলেন, এতদিন সেটিই ছিল শান্তর সর্বোচ্চ র‍্যাঙ্কিং।

তবে বর্তমান র‍্যাঙ্কিংয়ে শান্ত বাংলাদেশের শীর্ষ ব্যাটসম্যান নন। গলে ১৬৩ ও ৪৯ রানের অনবদ্য ইনিংস খেলা অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম উঠেছেন ২৮তম স্থানে, এক ধাপ এগিয়ে শান্তকে ছাড়িয়ে গেছেন। এই টেস্টে মুশফিকের ১১ ধাপ অগ্রগতি হয়েছে। তার ক্যারিয়ারসেরা অবস্থান ছিল ১৭তম, ২০২২ সালের শ্রীলঙ্কা সফরে।

ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে এরপর আছেন লিটন দাস, যিনি গলে প্রথম ইনিংসে ৯০ করলেও দ্বিতীয় ইনিংসে ব্যর্থ হন। তিন ধাপ পিছিয়ে লিটনের অবস্থান এখন ৪০। মুমিনুল হক পাঁচ ধাপ পিছিয়ে নেমে গেছেন ৫১ নম্বরে।

উল্টো পথে এগিয়েছেন ওপেনার শাদমান ইসলাম—গলে ১৪ ও ৭৬ রানের ইনিংসের পুরস্কার হিসেবে তিনি উঠে এসেছেন ক্যারিয়ারসর্বোচ্চ ৫৫ নম্বরে। তার ওপরে আছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ, যিনি অসুস্থতার কারণে গল টেস্ট খেলতে পারেননি। অন্যদিকে কলম্বো টেস্টের দলে না থাকা জাকের আলী ১৪ ধাপ পিছিয়ে এখন ৬৯তম স্থানে।

বোলিং র‍্যাঙ্কিংয়েও দেখা গেছে নড়াচড়া। গলে প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেওয়া নাঈম হাসান ছয় ধাপ এগিয়ে এখন ৪৮ নম্বরে। হাসান মাহমুদও অগ্রগতি দেখিয়েছেন, উঠেছেন ৫৪ নম্বরে। তবে তরুণ পেসার নাহিদ রানা ১৫ ধাপ পিছিয়ে গেছেন, তার বর্তমান অবস্থান ৮২। বাংলাদেশের শীর্ষ বোলার তাইজুল ইসলামও তিন ধাপ পিছিয়ে নেমেছেন ১৯তম স্থানে।

বোলারদের তালিকার শীর্ষে রয়েছেন ভারতের জাসপ্রীত বুমরাহ। অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়েও শীর্ষে আছেন রবীন্দ্র জাদেজা, তার ঠিক পরেই আছেন বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ।

বিশ্ব ক্রিকেটের অন্য তারকাদের মধ্যে আলো ছড়িয়েছেন ইংল্যান্ডের বেন ডাকেট ও ভারতের ঋষভ পন্ত। হেডিংলিতে ভারতের বিপক্ষে ম্যাচজয়ে বড় ভূমিকা রাখা ডাকেট পাঁচ ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা অষ্টম স্থানে পৌঁছেছেন। টেস্টে দ্বিতীয়বারের মতো জোড়া সেঞ্চুরি করা উইকেটরক্ষক-ব্যাটার পন্ত এক ধাপ এগিয়ে এখন সাত নম্বরে। ব্যাটিং তালিকার শীর্ষে রয়েছেন ইংল্যান্ডের জো রুট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক এডিসি শচীন মৌলিক কারাগারে

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা আসছেন শনিবার, যেসব বিষয়ে আলোচনা

সিদ্ধিরগঞ্জে হেফাজতে ইসলামের শানে রিসালাত সম্মেলন

শেষ দিনেও ‘জুলাই সনদ’ নিয়ে মতামত দেয়নি ৭ রাজনৈতিক দল

ইউরোপের লিগগুলোতে দল কমানোর প্রস্তাব ব্রাজিল কোচ আনচেলত্তির

নেপালে মার্কিন কর্মকর্তার সঙ্গে বৈঠকের প্রচার, তাসনিম জারার ব্যাখ্যা

মাওয়া এক্সপ্রেসওয়ে মৃত্যুর মিছিল, তিন বছরে প্রাণ হারান ১৮৩ জন

স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি 

সুদ দিতে না পারায় বসতঘরে তালা, বারান্দায় রিকশাচালকের পরিবার

দেশ বাঁচাতে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে : চরমোনাই পীর

১০

এএসপির বাসায় চাঁদাবাজি-ভাঙচুর, যুবলীগ নেতা গ্রেপ্তার

১১

জেলের জালে বড় ইলিশ, ৯ হাজারে বিক্রি 

১২

এমপিওভুক্ত শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা

১৩

আগামী সংসদ প্রথম তিন মাস ‘সংবিধান সংস্কার সভা’ হিসেবে কাজ করার প্রস্তাব

১৪

ধরলার তীব্র ভাঙন, টেকসই বাঁধ নির্মাণের দাবি

১৫

নেতা ও ভোটারের জবাবদিহিই হবে শ্রেষ্ঠ সংস্কার : মঈন খান

১৬

পাপের ফল ওদের ভোগ করতেই হবে : রাশেদ খান

১৭

ক্ষমা চাইলেন স্বাধীন খসরু 

১৮

স্বাধীনতাবিরোধীরা নির্বাচন নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত : আমিনুল হক

১৯

ঢাকায় উদযাপিত হলো রাশিয়ান পতাকা দিবস

২০
X