ক্রীড়া প্রতিবেদক, কলম্বো থেকে
প্রকাশ : ০৪ জুলাই ২০২৫, ০৯:২৭ পিএম
অনলাইন সংস্করণ

তরুণদের ‘ভরসা’ দিতে বললেন জয়সুরিয়া

বাংলাদেশের তরূণ ক্রিকেটারদের উপর আস্থা রাখতে বললেন জয়সুরিয়া। ছবি : সংগৃহীত
বাংলাদেশের তরূণ ক্রিকেটারদের উপর আস্থা রাখতে বললেন জয়সুরিয়া। ছবি : সংগৃহীত

সাকিব আল হাসান, তামিম ইকবাল কিংবা মুশফিকুর রহিমরা থাকলে বাংলাদেশের অনুশীলনে বাড়তি মনোযোগ দেখা যেত সংবাদকর্মীদেরও। কে কি করছেন, কতটুকু অনুশীলন করছেন—সেসব তথ্যও মাঝে মাঝে খবরের বড় শিরোনাম হয়ে উঠতো। কিন্তু সম্প্রতি সময়ে তা আর দেখা যাচ্ছে না। পরিস্থিতি বদলে গেছে। কলম্বোতেই আজকের বাংলাদেশের অনুশীলন ঘিরেও তাই বাড়তি মনোযোগ দেখা মেলেনি সংবাদকর্মীদেরও। প্রতিদিনের মতোই রুটিন কাজ করেছেন সবাই। কারণটা এখন স্বাভাবিকও। বাংলাদেশের ক্রিকেটে পঞ্চপান্ডব অধ্যায় মোটামুটিভাবেই সমাপ্ত।

ধাপে ধাপে জাতীয় দল ছেড়েছেন মাশরাফী বিন মোর্ত্তজা, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। সাকিব আল হাসান এখনও অবসরে না গেলেও দলে নেই অনেক দিনই হলো। তাদের কাউকেই ছাড়া দুই দশক পর কোনো ওয়ানডে সিরিজে খেলছে বাংলাদেশ—সেটাও আবার শ্রীলঙ্কার মাটিতে। তবে পঞ্চপাণ্ডবের বাইরে বাংলাদেশের শুরুটা মোটেও ভালো হয়নি। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে চরম ব্যাটিং ব্যর্থতা ফুটে উঠেছে তাদের। ৬ রান তুলতেই ৭ ব্যাটারকে হারানোর মতো দুঃসহ স্মৃতি এখনও তরতাজাই। ক্রিকেটে এই জেনারেশন পরিবর্তনকে ইতিবাচক বলছেন শ্রীলঙ্কার প্রধান কোচ সনাৎ জয়সুরিয়া। তরুণদের ওপর বিশ্বাস রেখে তাদের ভরসা দেওয়া উচিত বলে মনে করেন তিনি।

২০১৪ সালের পর শ্রীলঙ্কান ক্রিকেটেও জেনারেশন পরিবর্তনের ছাপ পড়েছিল। মাহেলা জয়াবর্ধনে, কুমার সাঙ্গাকারা, তিলকারত্নে দিলশানদের পর নতুন প্রজন্মকে প্রস্তুত হতে বেশ বেগ পেতে হয়েছে। ধীরে ধীরে উন্নতির দিকে এগোলেও এখনো সেই পুরোনো শক্তিতে ফিরতে পারেনি তারা। এটাকে উদাহরণ টেনে জয়সুরিয়া বলেন, ‘প্রতিটি দেশই একটা সময়ে পরিবর্তনের মধ্য দিয়ে যায়। শ্রীলঙ্কাও গিয়েছে খুবই খারাপ সময়ের মধ্য দিয়ে। আত্মবিশ্বাসটাই তখন মূল ব্যাপার হয়ে দাঁড়ায়। তখন নতুনদের সুযোগ দেয়া উচিত এবং তাদের ভরসা দেয়া উচিত। আপনি যদি তাদের আত্মবিশ্বাস না দেন, তারা ভেঙে পড়বে।’

বাংলাদেশের ক্রিকেটে তরুণ আর অভিজ্ঞ বলতে এখন সবই সমান বলা চলে। প্রায় এক দশকের মতো জাতীয় দলে খেলেও এখনও পারফরম্যান্সের ধারাবাহিকতা দেখা পারছেন না লিটন দাস, সৌম্য সরকারের মতো ক্রিকেটাররা। বিভিন্ন সিরিজে তাই তাদের ওপর ভরসাও হারাতে দেখা গেছে জাতীয় দলের নির্বাচকদের। তরুণদের মধ্যে মোহাম্মদ নাঈম, তাওহীদ হৃদয়, তানজিদ হাসান তামিম কিংবা শামীম পাটোয়ারিদের অবস্থাও মোটামুটি একই বলা চলে। পারফরম্যান্সের তেমন ধারাবাহিকতা দেখা মেলে না। এরপর আশপাশের সমালোচনায় দল থেকেও বাদ পড়ে যান অনেকেই। জয়সুরিয়া বললেন তাদের ওপর ভরসার জায়গাটা নিশ্চিত করা, ‘এটা নিশ্চিত করতে হবে যে নতুনদের যেনো সেই ভরসাটা দেয়া হয়। যখনি কোনো দেশ পরিবর্তনের মধ্য দিয়ে যায়, তখন উচিত নতুনদের সুযোগ দেয়া এবং তাদের উপর ভরসা রাখা। এতে করে তারা ভালো করবে ভবিষ্যতে।’

আর এ ধরনের কাজ টিম ম্যানেজমন্টে ও অধিনায়কের কাছ থেকেই দেখতে চান এই লঙ্কান কিংবদন্তি ক্রিকেটার, ‘যদি টিম ম্যানেজমেন্ট এবং অধিনায়ক নতুনদের ভরসা দেয়, সেটাই মূল বিষয়৷ তাদের চাপে ফেলা যাবেনা। আপনি যদি তাদের উপর ভরসা রাখেন, তাহলে তারা ভালো করবেই। এটা অবশ্যই সহজ কোনো কাজ না। কিন্তু নতুনদের উপর ভরসা রাখতে হবে।’ জয়সুরিয়ার মতে, ভরসা ও বিশ্বাসেই মিলবে জেনারেশন পরিবর্তনের মুক্তি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শক্তিশালী পিঠ বানানোর আশা ছেড়েই দিয়েছিলাম : সামান্থা

নানা আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০০ দিনে ক্যাপিটালসে মোস্তাফিজকে ঘিরে অদ্ভুত নাটক

এ ভূমিকম্পের উৎপত্তিস্থলও নরসিংদী

‘সংসদ নির্বাচন হবে কিনা তা নিয়ে জনমনে প্রশ্ন আছে’

গৌহাটিতে প্রথম দিন শেষে চাপে প্রোটিয়ারা

ঘূর্ণিঝড় সৃষ্টির প্রবল আশঙ্কা, কবে কোথায় আঘাত হানবে

আইরিশদের হোয়াইটওয়াশ করার সন্নিকটে বাংলাদেশ

জাহেলি যুগ আর ফিরে আসবে না : ধর্ম উপদেষ্টা

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো গ্রেপ্তার

১০

সংবিধানই বিচার বিভাগের বৈধতার বাতিঘর : প্রধান বিচারপতি

১১

জীবাশ্ম জ্বালানি নিয়ে সিদ্ধান্তের টানাপোড়েনে শেষ হলো কপ সম্মেলন

১২

ফের রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

১৩

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ মৃত্যু

১৪

রেকর্ডে মোড়া দুই দিনের অ্যাশেজ নাটক

১৫

সেন্টমার্টিনে জেলের জালে ধরা পড়ল ৩২ কেজির পোপা মাছ

১৬

শিক্ষার মান উন্নয়নে তারেক রহমানের পরিকল্পনা রয়েছে : শ্রাবণ

১৭

মাহিকে রিজেক্ট করেছিলেন জায়েদ খান

১৮

ঢাকা-রাজশাহী রেললাইন অবরোধ

১৯

ফ্যাসিস্ট বিদায়ের পরও নতুন ষড়যন্ত্র চলছে : ফারুক

২০
X