ক্রীড়া প্রতিবেদক, কলম্বো থেকে
প্রকাশ : ০৪ জুলাই ২০২৫, ০৯:২৭ পিএম
অনলাইন সংস্করণ

তরুণদের ‘ভরসা’ দিতে বললেন জয়সুরিয়া

বাংলাদেশের তরূণ ক্রিকেটারদের উপর আস্থা রাখতে বললেন জয়সুরিয়া। ছবি : সংগৃহীত
বাংলাদেশের তরূণ ক্রিকেটারদের উপর আস্থা রাখতে বললেন জয়সুরিয়া। ছবি : সংগৃহীত

সাকিব আল হাসান, তামিম ইকবাল কিংবা মুশফিকুর রহিমরা থাকলে বাংলাদেশের অনুশীলনে বাড়তি মনোযোগ দেখা যেত সংবাদকর্মীদেরও। কে কি করছেন, কতটুকু অনুশীলন করছেন—সেসব তথ্যও মাঝে মাঝে খবরের বড় শিরোনাম হয়ে উঠতো। কিন্তু সম্প্রতি সময়ে তা আর দেখা যাচ্ছে না। পরিস্থিতি বদলে গেছে। কলম্বোতেই আজকের বাংলাদেশের অনুশীলন ঘিরেও তাই বাড়তি মনোযোগ দেখা মেলেনি সংবাদকর্মীদেরও। প্রতিদিনের মতোই রুটিন কাজ করেছেন সবাই। কারণটা এখন স্বাভাবিকও। বাংলাদেশের ক্রিকেটে পঞ্চপান্ডব অধ্যায় মোটামুটিভাবেই সমাপ্ত।

ধাপে ধাপে জাতীয় দল ছেড়েছেন মাশরাফী বিন মোর্ত্তজা, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। সাকিব আল হাসান এখনও অবসরে না গেলেও দলে নেই অনেক দিনই হলো। তাদের কাউকেই ছাড়া দুই দশক পর কোনো ওয়ানডে সিরিজে খেলছে বাংলাদেশ—সেটাও আবার শ্রীলঙ্কার মাটিতে। তবে পঞ্চপাণ্ডবের বাইরে বাংলাদেশের শুরুটা মোটেও ভালো হয়নি। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে চরম ব্যাটিং ব্যর্থতা ফুটে উঠেছে তাদের। ৬ রান তুলতেই ৭ ব্যাটারকে হারানোর মতো দুঃসহ স্মৃতি এখনও তরতাজাই। ক্রিকেটে এই জেনারেশন পরিবর্তনকে ইতিবাচক বলছেন শ্রীলঙ্কার প্রধান কোচ সনাৎ জয়সুরিয়া। তরুণদের ওপর বিশ্বাস রেখে তাদের ভরসা দেওয়া উচিত বলে মনে করেন তিনি।

২০১৪ সালের পর শ্রীলঙ্কান ক্রিকেটেও জেনারেশন পরিবর্তনের ছাপ পড়েছিল। মাহেলা জয়াবর্ধনে, কুমার সাঙ্গাকারা, তিলকারত্নে দিলশানদের পর নতুন প্রজন্মকে প্রস্তুত হতে বেশ বেগ পেতে হয়েছে। ধীরে ধীরে উন্নতির দিকে এগোলেও এখনো সেই পুরোনো শক্তিতে ফিরতে পারেনি তারা। এটাকে উদাহরণ টেনে জয়সুরিয়া বলেন, ‘প্রতিটি দেশই একটা সময়ে পরিবর্তনের মধ্য দিয়ে যায়। শ্রীলঙ্কাও গিয়েছে খুবই খারাপ সময়ের মধ্য দিয়ে। আত্মবিশ্বাসটাই তখন মূল ব্যাপার হয়ে দাঁড়ায়। তখন নতুনদের সুযোগ দেয়া উচিত এবং তাদের ভরসা দেয়া উচিত। আপনি যদি তাদের আত্মবিশ্বাস না দেন, তারা ভেঙে পড়বে।’

বাংলাদেশের ক্রিকেটে তরুণ আর অভিজ্ঞ বলতে এখন সবই সমান বলা চলে। প্রায় এক দশকের মতো জাতীয় দলে খেলেও এখনও পারফরম্যান্সের ধারাবাহিকতা দেখা পারছেন না লিটন দাস, সৌম্য সরকারের মতো ক্রিকেটাররা। বিভিন্ন সিরিজে তাই তাদের ওপর ভরসাও হারাতে দেখা গেছে জাতীয় দলের নির্বাচকদের। তরুণদের মধ্যে মোহাম্মদ নাঈম, তাওহীদ হৃদয়, তানজিদ হাসান তামিম কিংবা শামীম পাটোয়ারিদের অবস্থাও মোটামুটি একই বলা চলে। পারফরম্যান্সের তেমন ধারাবাহিকতা দেখা মেলে না। এরপর আশপাশের সমালোচনায় দল থেকেও বাদ পড়ে যান অনেকেই। জয়সুরিয়া বললেন তাদের ওপর ভরসার জায়গাটা নিশ্চিত করা, ‘এটা নিশ্চিত করতে হবে যে নতুনদের যেনো সেই ভরসাটা দেয়া হয়। যখনি কোনো দেশ পরিবর্তনের মধ্য দিয়ে যায়, তখন উচিত নতুনদের সুযোগ দেয়া এবং তাদের উপর ভরসা রাখা। এতে করে তারা ভালো করবে ভবিষ্যতে।’

আর এ ধরনের কাজ টিম ম্যানেজমন্টে ও অধিনায়কের কাছ থেকেই দেখতে চান এই লঙ্কান কিংবদন্তি ক্রিকেটার, ‘যদি টিম ম্যানেজমেন্ট এবং অধিনায়ক নতুনদের ভরসা দেয়, সেটাই মূল বিষয়৷ তাদের চাপে ফেলা যাবেনা। আপনি যদি তাদের উপর ভরসা রাখেন, তাহলে তারা ভালো করবেই। এটা অবশ্যই সহজ কোনো কাজ না। কিন্তু নতুনদের উপর ভরসা রাখতে হবে।’ জয়সুরিয়ার মতে, ভরসা ও বিশ্বাসেই মিলবে জেনারেশন পরিবর্তনের মুক্তি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আবরারের স্মৃতিস্তম্ভ নিয়ে অনেকের গাত্রদাহ দেখেছি’

সৌন্দর্যবর্ধনে সাভার উপজেলা প্রশাসনের নানা উদ্যোগ

ছেলের দায়ের করা মামলায় বাবাসহ তিনজনের মৃত্যুদণ্ড

ভুয়া ফেসবুক আইডি থেকে কোরআন অবমাননা, সিএমপির জরুরি সতর্কবার্তা

জাতীয়করণ নিয়ে বেসরকারি শিক্ষকদের প্রতি তারেক রহমানের বার্তা

চাঁপাইনবাবগঞ্জে ৩১ দফার লিফলেট বিতরণ

খেলা শেষ হতেই রেফারির ওপর হামলা

জোর করে পদত্যাগ করানো শিক্ষকদের জন্য সুখবর

আদালতের ‘ন্যায়কুঞ্জে’ খাবার হোটেল, প্রধান বিচারপতির নির্দেশে উচ্ছেদ

অ্যানথ্রাক্স ছড়াচ্ছে উত্তরাঞ্চলে, রংপুর-গাইবান্ধায় সরেজমিনে তদন্ত শুরু

১০

চীন থেকে যুদ্ধবিমান কেনা প্রসঙ্গে অর্থ উপদেষ্টা / জানলে যে সব বলে দিতে হবে সেটা তো না

১১

শেখ হাসিনা ও কামালের নির্বাচনী যোগ্যতা নিয়ে যা জানা গেল

১২

ছাত্রদলকে সমর্থন জানিয়ে চাকসু নির্বাচন থেকে সরে দাঁড়ালেন দুই প্রার্থী

১৩

খুন করে আল্লাহর ভয়ে নামাজ পড়ে ক্ষমা চান হত্যাকারীরা

১৪

ইংলিশদের বিপক্ষে মারুফাদের লড়াই করে হার

১৫

পিআর নিয়ে আমরা শেষ পর্যন্ত লড়ব : চরমোনাই পীর

১৬

ফুটবলকে বিদায় বললেন মেসির আরও এক সতীর্থ

১৭

প্রথমবারের মতো ইউনেস্কোর সভাপতি বাংলাদেশ

১৮

ভারতীয়দের জন্য সংকুচিত হচ্ছে মার্কিন দরজা

১৯

‘সোলজার’র প্রথম ঝলকে কী বার্তা দিলেন শাকিব খান?

২০
X