এশিয়া কাপের সুপার ফোরে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে সুপার বাংরা পাওয়ার প্লেতে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। তবে ব্যাটিং বিপর্যয়ের মাঝেও প্রতিরোধ গড়ে ফিফটি তুলে নিয়েছেন সাকিব আল হাসান।
বুধবার (৬ সেপ্টেম্বর) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ব্যাটিং বিপর্যয়ের মাঝে বুঁক চেতিয়ে লড়াই করে ক্যারিয়ারের ৫৪তম ফিফটির দেখা পেয়েছেন বাংলাদেশ অধিনায়ক।
প্রথম পাওয়ার প্লেতে ৪৯ রানেই ৪ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। কিন্ত শুরুর ধাক্কা সামলে সাকিব-মুশির শতরানের জুটিতে ঘরে দাড়িয়েছে বাংলাদেশ। ৫৩ বলে ৭টি চারের সাহায্যে ফিফটি পূরণ করেন সাকিব। আর সেই সঙ্গে স্বাগতিকদের বিপক্ষে বড় সংগ্রহের পথে এগোচ্ছে বাংলাদেশ।
মন্তব্য করুন