এশিয়া কাপে সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার ২৫৮ রানের জবাবে ব্যাট করছে বাংলদেশ। ওপেনিংয়ে উড়ন্ত সূচনার পর ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল টাইগাররা। তবে একপ্রান্ত আগলে রেখে দারুণ এক ফিফটি তুলে নিয়েছেন এই ডানহাতি ব্যাটার।
শনিবার (৯ সেপ্টেম্বর) কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার ২৫৮ রানের লক্ষ্যমাত্রাকে পাড়ি দিতে গিয়ে ৮৩ রানের মধ্যে টপঅর্ডারের চার ব্যাটারকে হাঁরায় বাংলাদেশ। এরপর পঞ্চম উইকেট জুটিতে মুশফিকুর রহিমকে নিয়ে ৭২ রানের মহাগুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়েন তিনি।
সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে দুর্দান্ত ব্যাটিং শৈলী প্রদর্শন করেন হৃদয়। দারুণ সব শটে মুগ্ধ করেন ক্রিকেটপ্রেমীদের। দায়িত্বশীল ব্যাটিং করে ক্যারিয়ারের চতুর্থ ফিফটি তুলে নেন হৃদয়। ছয়টি চারের মারে মাইলফলকে পৌচ্ছান বাংলাদেশের তরুণ এই ব্যাটার।
মন্তব্য করুন