এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে জয়ের পর এক অস্বাভাবিক দৃশ্যের সাক্ষী হলো দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম। ম্যাচ শেষেই ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব ব্যাটিং সঙ্গী শিভম দুবের সঙ্গে হাত মেলালেন, তারপর সরাসরি ড্রেসিংরুমের পথে হাঁটা দিলেন। পাকিস্তানি ক্রিকেটাররা তখন অপেক্ষায় ছিলেন হাত মেলানোর জন্য, কিন্তু ভারতীয়দের কারও সাড়া না পেয়ে হতাশ হয়ে ফিরে যান।
টসের সময়ও একই দৃশ্য ধরা পড়ে। পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগার সঙ্গে করমর্দন এড়িয়ে যান সূর্যকুমার। ম্যাচ জয়ের পর এই আচরণ নিয়েই মুখ খুললেন ভারতীয় অধিনায়ক।
সূর্যকুমার স্পষ্ট ভাষায় বলেন, ‘আমাদের সরকার ও বিসিসিআই শুরু থেকেই এক অবস্থানে ছিল। আমরা এখানে শুধু ক্রিকেট খেলতে এসেছি। আর মাঠে যথাযথ জবাব দিয়েছি।’
পরে সংবাদ সম্মেলনে তিনি আরও যোগ করেন, ‘জীবনে কিছু বিষয় আছে যা ক্রীড়াসুলভতার চেয়েও বড়। আমরা পাহালগামে সন্ত্রাসী হামলার সব ভুক্তভোগী ও তাদের পরিবারের পাশে আছি। এই জয় উৎসর্গ করছি আমাদের সাহসী সশস্ত্র বাহিনীকে, যারা ‘অপারেশন সিঁদুর’-এ অংশ নিয়েছিলেন। তারা আমাদের প্রেরণা, সুযোগ পেলে আমরাও তাদের অনুপ্রেরণা দেওয়ার চেষ্টা করব।’
অন্যদিকে পাকিস্তানের কোচ মাইক হেসন হতাশা প্রকাশ করে বলেন, ‘আমরা হাত মেলানোর জন্য প্রস্তুত ছিলাম। কিন্তু দেখলাম, তারা তখনই মাঠ ছেড়ে চলে যাচ্ছিল। সেটি হতাশাজনক ছিল। খেলার ফল আমাদের পক্ষে না গেলেও অন্তত ম্যাচের সমাপ্তিটা আরেকটু ভালো হতে পারত।’
মাঠে অবশ্য ভারতই ছিল প্রভাব বিস্তারকারী দল। সূর্যকুমারের শেষ ছক্কায় জয় নিশ্চিত হয় ভারতের। ম্যাচ শেষে তিনি জানান, দলের সাফল্যের পেছনে অন্যতম কারণ ছিল বাইরের ‘শব্দ’কে উপেক্ষা করা।
‘আমরা প্রথম দিনই ঠিক করেছিলাম, বাইরের কথাবার্তা থেকে নিজেদের ৭৫-৮০ শতাংশ দূরে রাখব। এতে মাথা পরিষ্কার থাকে, পরিকল্পনা মাঠে বাস্তবায়ন করা সহজ হয়। আর সমর্থকদের সমর্থন সবসময় বাড়তি প্রেরণা দেয়,’ বলেন ভারতীয় অধিনায়ক।
ভারত-পাকিস্তান ম্যাচ মানেই অন্য মাত্রার উত্তেজনা। তবে এ দিনের ম্যাচ শেষে ক্রীড়াঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে ক্রিকেট নয়, বরং সূর্যকুমারের হাত না মেলানোই থেকে গেল সবচেয়ে বড় শিরোনাম।
মন্তব্য করুন