আরও একটি একপেশে ম্যাচের সাক্ষী হলো এশিয়া কাপ। গ্রুপ পর্বের মতো সুপার ফোরের ম্যাচেও ভারতের কাছে পাত্তা পেল না পাকিস্তান। প্রথম ম্যাচে পরাজয়ের পর পাকিস্তানি ক্রিকেটারদের সামনে রয়েছে আরও দুই ম্যাচ, যার একটিতে প্রতিপক্ষ বাংলাদেশ।
সুপার ফোরের ম্যাচে মাঠের লড়াইয়ে দাপটের সঙ্গেই জয় পেয়েছে ভারত। পাকিস্তান প্রথমে ব্যাট করে গড়ল নিজেদের সর্বোচ্চ রান (১৭১) ভারতের বিপক্ষে। তবুও শেষ পর্যন্ত তা রইল হারের রেকর্ড ছাড়া আর কিছু নয়। অভিষেক শর্মার ৩৯ বলে ৭৪ রানের বিধ্বংসী ইনিংস ভর করে ভারত সহজেই ৬ উইকেটে জিতল, হাতে থাকল সাত বল।
ভারতের কাছে হারের পর ১ ম্যাচ শেষে সুপার ফোরের পয়েন্ট তালিকার একেবারে তলানিতে অবস্থান পাকিস্তান। -০.৬৮৯ রানরেটের ফলে কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে পাকিস্তান। এই তালিকার শীর্ষে রয়েছে ভারত, এর পরের স্থানে বাংলাদেশ এবং তৃতীয়তে আছে শ্রীলঙ্কা।
ভারতের কাছে বাজেভাবে হারের পর সুপার ফোরে পাকিস্তানের সামনে রয়েছে আরও দুটি ম্যাচ যেখানে প্রতিপক্ষ হিসেবে তারা পাবে শ্রীলঙ্কা ও বাংলাদেশকে। ২৩ সেপ্টেম্বর পাকিস্তানের প্রতিপক্ষ শ্রীলঙ্কা আর ২৫ সেপ্টেম্বর তাদের প্রতিপক্ষ টাইগাররা।
নেট রানরেটে অনেক পিছিয়ে থাকা পাকিস্তানকে ফাইনাল খেলতে হলে বাকি দুটি ম্যাচই জিততে হবে। একই সঙ্গে খেয়াল রাখতে হবে রানরেট বাড়ানোর দিকেও। যদি সেটি করতে পারে তাহলে পাকিস্তানের ফাইনাল খেলার ভালো সম্ভাবনা থাকবে। আর যদি বাকি দুই ম্যাচের একটিতে জিতে তাহলে হারিস রউফদের ফাইনাল খেলার সম্ভাবনা একেবারেই থাকবে না বলা চলে। নানা কঠিন সমীকরণ মিললে কেবল এক ম্যাচ জিতে ফাইনালে দেখা যেতে পারে পাকিস্তানকে। যদিও তা অসম্ভবই বলা চলে।
মন্তব্য করুন