নারী ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে আগামী ৩০ সেপ্টেম্বর ভারতে। অংশ নিচ্ছে বিশ্বের সেরা আট দল। তবে রাজনৈতিক টানাপোড়েনের কারণে পাকিস্তানের ম্যাচগুলো আয়োজন করা হবে শ্রীলঙ্কায়। অন্যদিকে বাংলাদেশ নারী দল ইতোমধ্যেই শ্রীলঙ্কায় পৌঁছে প্রস্তুতি সারছে এবং শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে জয় পেয়ে মনোবলও জোগাড় করেছে।
টুর্নামেন্টে প্রতিটি দল লিগপর্বে একে অপরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। শীর্ষ চার দল জায়গা করে নেবে সেমিফাইনালে। তাই প্রতিটি ম্যাচেই সমান চাপ ও সমান গুরুত্ব বহন করবে।
তারিখ | প্রতিপক্ষ | ভেন্যু | সময় |
---|---|---|---|
২ অক্টোবর | পাকিস্তান | কলম্বো | বিকেল ৩:৩০ |
৭ অক্টোবর | ইংল্যান্ড | গোয়াহাটি | বিকেল ৩:৩০ |
১০ অক্টোবর | নিউজিল্যান্ড | গোয়াহাটি | বিকেল ৩:৩০ |
১৩ অক্টোবর | দক্ষিণ আফ্রিকা | বিশাখাপত্তম | বিকেল ৩:৩০ |
১৬ অক্টোবর | অস্ট্রেলিয়া | বিশাখাপত্তম | বিকেল ৩:৩০ |
২০ অক্টোবর | শ্রীলঙ্কা | ডি ওয়াই পাতিল, মুম্বাই | বিকেল ৩:৩০ |
২৬ অক্টোবর | ভারত | ডি ওয়াই পাতিল, মুম্বাই | বিকেল ৩:৩০ |
বাংলাদেশের সামনে সূচি নিঃসন্দেহে কঠিন। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও ভারতের মতো শক্তিশালী প্রতিপক্ষদের সামলাতে হবে। তবে টুর্নামেন্টের শুরুতেই যদি পাকিস্তানের বিপক্ষে জয় আসে, তবে সেটা দলের আত্মবিশ্বাসকে দ্বিগুণ করবে। টাইগ্রেসদের লক্ষ্য—এবার সেমিফাইনালে জায়গা করে নেওয়া।
মন্তব্য করুন