স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ১১:০৭ এএম
আপডেট : ০৫ অক্টোবর ২০২৫, ১১:১৯ এএম
অনলাইন সংস্করণ

রোহিতের অধিনায়কত্ব কেড়ে নেওয়ার কারণ জানালেন আগারকার

রোহিত শর্মা ও অজিত আগারকার। ছবি : সংগৃহীত
রোহিত শর্মা ও অজিত আগারকার। ছবি : সংগৃহীত

ভারতীয় ক্রিকেটে শুরু হয়েছে নতুন অধ্যায়। ওয়ানডে দলের নেতৃত্বের দায়িত্ব এখন শুভমান গিলের কাঁধে। কয়েক মাস আগেই টেস্ট দলের নেতৃত্ব পেয়েছিলেন এই তরুণ ব্যাটার, এবার সীমিত ওভারের ক্রিকেটেও তার হাতে উঠল ভারতের হাল। আসন্ন ২০২৭ বিশ্বকাপকে সামনে রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক অজিত আগারকার।

রোববার (৪ সেপ্টেম্বর) অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণার সময় আগারকার স্পষ্ট করলেন, রোহিত শর্মার কাছ থেকে অধিনায়কত্ব সরিয়ে নেওয়ার বিষয়টি ব্যক্তিগত নয়; বরং দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ। তার ভাষায়, ‘একটা সময় আসে যখন পরের বিশ্বকাপের জন্য ভাবতে হয়। ওয়ানডে ক্রিকেট এখন সবচেয়ে কম খেলা হয়, তাই আগামী প্রজন্মকে প্রস্তুত করার সুযোগও কম। এখন থেকেই পরিকল্পনা শুরু করতে হবে।’

আগারকার মতে, ভারতের কোচিং ও নির্বাচক প্যানেলের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ তিন ফরম্যাটে আলাদা তিন অধিনায়ক নিয়ে কাজ করা।

তিনি বলেন, ‘তিনজন আলাদা অধিনায়ক নিয়ে পরিকল্পনা করা সহজ নয়। শুধু নির্বাচক নয়, কোচের জন্যও এটা বড় সমস্যা। তাই গিলের হাতে দায়িত্ব তুলে দেওয়ার মাধ্যমে আমরা দীর্ঘমেয়াদি স্থিতি আনতে চাই।’

শুভমান গিলের সামনে এখন ঠাসা সূচি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টেস্ট সিরিজ শেষ করেই তিনি নামবেন অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে (১৯, ২৩ ও ২৫ অক্টোবর)। এরপর টানা পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ (২৯ অক্টোবর-৮ নভেম্বর) — যেখানে তিনি থাকবেন ভাইস-ক্যাপ্টেন হিসেবে। নভেম্বরের মাঝামাঝি থেকে শুরু হবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ।

গিলের ওপর অতিরিক্ত চাপ নিয়ে উদ্বেগ প্রকাশের প্রশ্নে আগারকারের জবাব, ‘আশা করি না (ও ক্লান্ত হয়ে পড়বে)। সে এখনো তরুণ, ইংল্যান্ডে কঠিন পরিস্থিতিতে ওর পারফরম্যান্স আমরা দেখেছি। ওর একদিনের রেকর্ডও অসাধারণ। আমরা শুধু ওকে যথেষ্ট সময় দিতে চাই, যেন ২০২৭ বিশ্বকাপের আগে ও নিজের পরিকল্পনা সাজাতে পারে।’

অস্ট্রেলিয়া সফরের ওয়ানডে দলে রবীন্দ্র জাদেজা না থাকায় আলোচনার জন্ম দিয়েছে। তবে আগারকার বিষয়টিকে ‘টিম ব্যালান্স’ হিসেবে ব্যাখ্যা করেছেন, ‘অস্ট্রেলিয়ার কন্ডিশনে দুজন বাঁহাতি স্পিনার নেওয়া সম্ভব নয়। জাদেজা আমাদের পরিকল্পনায় আছে, কিন্তু এ মুহূর্তে কুলদীপ ও ওয়াশিংটন সুন্দরকে নেওয়াই যুক্তিসংগত। সিরিজটা ছোট, তাই সবাইকে জায়গা দেওয়া যায় না,’ বলেন আগারকার।

এদিকে দলের অন্যতম সেরা অস্ত্র জাসপ্রিত বুমরাহ ওয়ানডে সিরিজে বিশ্রামে থাকলেও টি-টোয়েন্টিতে থাকবেন। আগারকার বলেন, ‘আমরা ওর ওয়ার্কলোড ম্যানেজ করতে চাই। ওর গুরুত্ব সবাই জানে। কিন্তু দলের স্বার্থও মাথায় রাখতে হয়। যখন বিশ্রাম দরকার, দেব; আবার প্রয়োজন হলে খেলবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষিকা স্ত্রীর মামলায় শিক্ষক স্বামী কারাগারে

রাঙামাটিতে শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত, হরতালও প্রত্যাহার

দিনেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল, একের পর এক বিস্ফোরণ

ডলারের দাম বৃদ্ধি পাওয়ায় কমেছে স্বর্ণের দাম

যে গোনাহ একবার করার সাজা ১০ গুণেরও বেশি!

সিরাজগঞ্জে চলন্ত ট্রেনে পেট্রোল বোমা নিক্ষেপ

বিপিএল : বড় চমক দেখাল ঢাকা ক্যাপিটালস

তারেক রহমানের জন্মদিনে ড্যাবের দোয়া মাহফিল

ফিলিস্তিনিদের সুখবর দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

স্কুলছাত্রীকে বিয়ে করলেন শিক্ষক, থানায় গেলেন প্রথম স্ত্রী

১০

দুবাই এয়ারশোতে রাশিয়ার স্টেলথ ফাইটারের তাক লাগানো প্রদর্শনী

১১

তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল নিয়ে জামায়াতের প্রতিক্রিয়া

১২

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে তারেক রহমানের শুভেচ্ছা

১৩

দেশে ফিরে বাংলাদেশকে নিয়ে অভিযোগ ভারতের, অস্বীকার ফেডারেশনের

১৪

৩ ধরনের মোবাইল ফোন বন্ধের সিদ্ধান্ত সরকারের

১৫

‘৪১ বছর আগে জামায়াতের পক্ষ থেকে তত্ত্বাবধায়কের প্রথম প্রস্তাব দেওয়া হয়’

১৬

রোবটের নাচ দেখে চমকে গেলেন পুতিন

১৭

তারেক রহমানের জন্মদিনে ঘাটাইল বিএনপির অন্যরকম উদ্যোগ

১৮

স্কুল কর্তৃপক্ষের অবহেলায় স্বপ্নভঙ্গ ১০ শিক্ষার্থীর

১৯

তারেক রহমানকে কটূক্তির অভিযোগে করা মামলার আবেদন খারিজ

২০
X