বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক জাতীয় অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই তিনি এ পদে নির্বাচিত হয়েছেন। আর নির্বাচিত হয়েই বোর্ড সভায় শৃঙ্খলা ফেরাতে কড়া নির্দেশনা দিয়েছেন আমিনুল।
সোমবার (৬ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিসিবির নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় রাজধানীর একটি অভিজাত হোটেলে। জেলা ও বিভাগীয় ক্যাটাগরি থেকে পরিচালক হিসেবে নির্বাচিত হওয়ার পর সন্ধ্যায় সভাপতি পদে প্রার্থী হন আমিনুল। সেখানে অন্য কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তিনি বিনা ভোটেই সভাপতি নির্বাচিত হয়েছেন।
নির্বাচিত হয়ে সংবাদ সম্মলেনে আমিনুল জানান, এখন থেকে বিসিবির বোর্ডসভায় মোবাইল নিষিদ্ধ। তিনি বলেন, ‘সম্মান রেখেই আমি বলছি, আমরা সবাই পরিণত। সবাই কাজের নিয়ম মেনে চলার চেষ্টা করব। পরবর্তী বোর্ড মিটিংয়ে আর ফোন অ্যালাউ করব না। চেষ্টা করব, পেশাদার বোর্ড হিসেবে কাজ করার। কেউ যদি করে থাকে, এটা কোনো ভালো চর্চা নয়।’
আমিনুলের সঙ্গে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সহসভাপতি ফারুক আহমেদ এবং পরিচালক খালেদ মাসুদ পাইলট। ফারুক বলেন, ‘অতীতের কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা থাকলেও আমাদের মূল লক্ষ্য একটাই—বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নেওয়া। সবাই মিলে একসঙ্গে কাজ করলেই সেটা সম্ভব।’
অন্যদিকে, নতুন পরিচালক খালেদ মাসুদ জানান, ‘আমাদের ক্রিকেট আরও ওপরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সবাই মিলে দল হিসেবে কাজ করে ভালো একটা ক্রিকেট অবকাঠামো গড়ে তুলতে হবে।’
এর আগে, বিভিন্ন সময় বোর্ড পরিচালকদের অনেক গোপন তথ্য বা বিষয় প্রকাশ্যে চলে এসেছে। এমনকি নিজেদের গোপন বার্তার স্ক্রিনশটও প্রকাশ্যে এসেছে। নির্বাচনী সময়ে বিসিবি নীতিনির্ধারকদের বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছিল বিষয়টি। তথ্য ফাঁস রোধে পরিচালনা পর্ষদের সভায় মোবাইল ব্যবহার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেন নবনির্বাচিত সভাপতি।
মন্তব্য করুন