নারী ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয়ে শুরু করেছে বাংলাদেশ। মঙ্গলবার (০৭ অক্টোবর) গৌহাটিতে দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে টস হেরে শুরুতে ব্যাটিং করবে নিগার সুলতানা জ্যোতির দল।
ইংল্যান্ডের বিপক্ষে একাদশে দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। অফ ফর্মে থাকা ফারজানা হককে একাদশে রাখা হয়নি। তার জায়গায় একাদশে ঢুকেছেন ঋতু মনি। স্পিনার নিশিতা নিশিকে বসিয়ে বাঁ-হাতি সানজিদা মেঘলাকে একাদশে নেওয়া হয়েছে।
২০২২ বিশ্বকাপ ছাড়া আর কখনো দুই দল মুখোমুখি হয়নি। যে কারণে ইংরেজদের বিপক্ষে আজ এক বিরল পরীক্ষার মুখোমুখি বাংলার বাঘিনীরা। বাংলাদেশ সময় আজ বিকাল সাড়ে ৩টায় শুরু হয় ম্যাচটি।
বাংলাদেশ একাদশ : রুবিয়া হায়দার, শারমিন আক্তার, নিগার সুলতানা (অধিনায়ক ও উইকেটকিপার), সোহানা মোস্তারি, রিতু মনি, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, নাহিদা আক্তার, রাবেয়া খান, মানরুফা আক্তার ও সানজিদা আক্তার মেঘলা।
ইংল্যান্ড একাদশ : ট্যামি বিউমন্ট, অ্যামি জোন্স (উইকেটকিপার), হিদার নাইট, ন্যাট সিভার-ব্রান্ট (অধিনায়ক), সোফিয়া ডানকলে, এমা ল্যাম্ব, অ্যালিস ক্যাপসি, চার্লি ডিন, সোফি একলস্টোন, লিনসি স্মিথ ও লরেন বেল।
মন্তব্য করুন