স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫, ১১:৪৭ এএম
অনলাইন সংস্করণ

বিমানবন্দরে ক্রিকেটার হেনস্তা, জড়িতদের ধরতে পুলিশের সহায়তা চেয়েছে বিসিবি

বিসিবি লোগো। গ্রাফিক্স : কালবেলা
বিসিবি লোগো। গ্রাফিক্স : কালবেলা

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটারদের প্রতি ক্ষোভ এবার সীমা ছাড়িয়ে পৌঁছেছে হেনস্তায়। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে লজ্জাজনক ধবলধোলাইয়ের পর দেশে ফেরার রাতেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একদল ব্যক্তির হাতে অপ্রীতিকর ঘটনার শিকার হন ওপেনার মোহাম্মদ নাঈম ও তাসকিন আহমেদসহ কয়েকজন ক্রিকেটার।

ঘটনার ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যা দেখে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বিসিবি।

বিসিবির এক দায়িত্বশীল পরিচালক বৃহস্পতিবার রাতে দেশের একটি গণমাধ্যমকে জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ঘটনাটি অবহিত করা হয়েছে এবং ফুটেজ দেখে সংশ্লিষ্টদের শনাক্তের কাজ চলছে। একই সঙ্গে মিরপুরে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ম্যাচ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া উসকানিমূলক এক হুমকিমূলক পোস্টও তাদের নজরে এসেছে।

‘দুটি বিষয়ই আমরা খুব গুরুত্বের সঙ্গে দেখছি। আইনশৃঙ্খলা বাহিনী কাজ শুরু করেছে। সরকারও বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়েছে,’ — নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির পরিচালক বলেন।

সংযুক্ত আরব আমিরাত থেকে ফেরার পর বুধবার রাতে বিমানবন্দরে ঘটে এই ঘটনা। ভিডিও ফুটেজে দেখা যায়, কিছু ব্যক্তি মোহাম্মদ নাঈমের গাড়ির জানালার কাছে গিয়ে গালাগাল করছে, “ভুয়া, ভুয়া” স্লোগান দিচ্ছে। একই রকম দৃশ্য দেখা গেছে তাসকিন আহমেদের গাড়ির আশপাশেও।

হেনস্তাকারীদের কবল থেকে রক্ষা পেতে ক্রিকেটাররা দ্রুত গাড়িতে উঠে বিমানবন্দর ত্যাগ করেন।

এদিকে, মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শনিবার শুরু হতে যাওয়া ওয়েস্ট ইন্ডিজ সিরিজ ঘিরে এক ব্যক্তির ফেসবুক পোস্টও আতঙ্ক ছড়িয়েছে। সেখানে তিনি লিখেছেন, ‘মিরপুরের কিছু ভাই ব্রাদার মিলে একটা টিম গঠন করতেসি, যারা মাঠে গিয়ে এই দলের সমর্থকদের শায়েস্তা করবে।’

তিনি আরও হুমকি দেন, কেউ “বেধড়ক মার খেলে” দায় নেবে না মিরপুরবাসী।

এই পোস্টকে নিরাপত্তার হুমকি হিসেবে দেখছে বিসিবি। ওই পরিচালক বলেন, ‘খারাপ খেলার সমালোচনা হতেই পারে, কিন্তু এমন উসকানিমূলক হুমকি অগ্রহণযোগ্য। আমরা নিশ্চিত করতে চাই, স্টেডিয়াম যেন খেলোয়াড় ও দর্শক উভয়ের জন্য নিরাপদ থাকে।’

বাংলাদেশ দল সাম্প্রতিক টি-টোয়েন্টি সাফল্যের পর ওয়ানডে সিরিজে হারের ধাক্কা সামলে উঠার আগেই বিমানবন্দরের এই অপ্রীতিকর ঘটনা আরও একবার প্রশ্ন তুলেছে—খেলার মাঠের ব্যর্থতা কি এমন অমানবিক প্রতিক্রিয়া পাওয়ার যোগ্য?

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাবিপ্রবির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

নিখোঁজের ৩ দিন পর ডোবায় মিলল ছাত্রলীগ নেতার মরদেহ

কিয়েভে হামলা বন্ধে রাজি হয়েছেন পুতিন

দেশে স্বর্ণের দাম কমলো

দুপুরে অপহরণ, রাতেই উদ্ধার মুগদার সেই শিশু

পাকিস্তান সিরিজেই জাতীয় দলে ফিরছেন সাকিব!

৫০তম বিসিএস পরীক্ষা শুরু

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু, ভরি কত

গণভোটের পর সরকারের মেয়াদ বৃদ্ধির প্রসঙ্গে প্রেস উইংয়ের বিবৃতি

সোহরাওয়ার্দীর পরীক্ষাকেন্দ্রে কবি নজরুল কলেজ শিক্ষার্থীদের নকলের ছড়াছড়ি

১০

ইরানের পারমাণবিক কেন্দ্র থেকে কর্মীদের সরিয়ে নিতে প্রস্তুত রাশিয়া

১১

জামিন ছাড়াই কারামুক্তি পাওয়া সেই ৩ আসামি গ্রেপ্তার

১২

সন্ত্রাসীদের পক্ষে দাঁড়ালে ১৭ বছরের নিপীড়নের গল্পকে ভুয়া ধরব : আসিফ মাহমুদ

১৩

রাজধানীতে আজ কোথায় কী

১৪

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৫

চাকরি দিচ্ছে আবুল খায়ের গ্রুপ, লাগবে না অভিজ্ঞতা 

১৬

৫০তম বিসিএসের প্রিলি আজ

১৭

বন্দি বিনিময়ের শেষ ধাপে ১৫ ফিলিস্তিনির মরদেহ হস্তান্তর করল ইসরায়েল

১৮

টিভিতে আজকের যত খেলা

১৯

আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

২০
X